আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নের উত্তর
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নের উত্তর আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্নের উত্তর :
১) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির রচয়িতা – শঙ্খ ঘোষ
২) শঙ্খ ঘোষের ছদ্মনাম – কুন্তক
৩) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবির যে কাব্যগ্রন্থের অন্তর্গত- জলই পাষাণ হয়ে আছে
৪) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ বাক্যটির অর্থ- দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা
৫) কবিতায় উল্লিখিত হিমানীর বাঁধ রয়েছে- পায়ে পায়ে
৬) ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’- ‘হিমানী’ শব্দের আক্ষরিক অর্থ- তুষার
৭) কবিতায় কবি যাদের শবদেহের উল্লেখ করেছেন- শিশুদের
৮) ‘আমাদের পথ নেই আর’- ‘পথ’ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে- দু’বার
৯) আমাদের যা নেই বলে কবির মত প্রকাশ করেছেন- জীবন
১০) ‘আমাদের চোখমুখ ঢাকা’- ‘চোখমুখ’ অর্থে কবি বলেছেন- মুখোশাবৃত
১১) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির দ্বিতীয় পঙ্ক্তি হল- আমাদের বাঁয়ে গিরিখাদ
১২) ‘আমাদের বাঁয়ে গিরিখাদ’- ‘গিরিখাদ’ শব্দটির আক্ষরিক অর্থ- পর্বত গহ্বর
১৩) আমাদের মাথায়- বোমারু
১৪) আমরা ভিখারি যত মাসে বলে কবির মত- বারো মাস
১৫) আমাদের ডান পাশে – ধস
১৬) ‘আমাদের ডান পাশে ধ্বস’ – ‘ধ্বস’ যা ইঙ্গিত করে – সামাজিক অবক্ষয়
১৭) গিরিখাদ রয়েছে আমাদের – বাম পাশে
১৮) ‘আমাদের ______ নেই কোনো’ – পথ
১৯) আমাদের উড়ে গিয়েছে – ঘর
২০) ‘আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে!’ – একথার অর্থ – আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে
২১) কবির আশঙ্কা ‘আমরাও তবে এইভাবে’ – মরে যাব নাকি
২২) আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন, কারণ – আমাদের বাঁচার আর কোনো পথ নেই
২৩) ‘আমাদের পথ নেই আর’ – উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হল – কোনো উপায় নেই
২৪) আমাদের নেই – ইতিহাস
২৫) কবির মতে আমাদের ইতিহাস এমনই যে – আমরা বারোমাস ভিখারি
২৬) ‘আমাদের চোখমুখ ঢাকা’ কথার অর্থ – আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি
২৭) পৃথিবীর যে অবস্থা বিষয়ে কবি সন্দিহান – পৃথিবী বেঁচে আছে কিনা কিম্বা পৃথিবী মরে গেছে কিনা
২৮) ‘পৃথিবী হয়তো গেছে মরে’ কবির এরূপ আশঙ্কার কারণ হল – দুর্গত মানুষদের কেউ খোঁজ করছে না
২৯) ‘আমরা ফিরেছি দোরে দোরে’ আমাদের দোরে দোরে ফেরার অর্থ হল – অন্যের সাহায্য প্রত্যাশা করা
৩০) কবির ‘বেঁধে বেঁধে’ থাকার আহ্বানের কারণ হল- সামাজিক অবক্ষয় থেকে নিজেদের বাঁচাতে হবে