bangala-vasa-mcq-question-answers

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার

উচ্চমাধ্যমিক নতুন সিলেবাস অনুসারে ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য তাদের বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারে পাঠরত শিক্ষার্থীরা প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ রচিত বাঙ্গালা ভাষা MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার :

 

১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে স্বামীজী পত্র লিখেছিলেন – ১৯০০ খ্রিঃ ২০ শে ফেব্রুয়ারী

২) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত – ভাববার কথা

৩) যে ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুই-ই আছে – চলিত ভাষা

৪) বুদ্ধদেব কোন ভাষায় লােকশিক্ষা দিয়েছিলেন – পালি

৫) যে পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্রটি লিখেছিলেন – উদ্বোধন

৬) যে ধরনের ভাষা অস্বাভাবিক তথা অপ্রাকৃতিক – সংস্কৃত ভাষা

৭) রাগ, দুঃখ, ভালােবাসা যে ভাষার দ্বারা প্রকাশ করা যায় – চলিত ভাষা

৮) যে ভাষাকে উপযুক্ত ভাষা বলে মনে করেছেন স্বামীজী – চলিত ভাষাকে

৯) যে ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান – সংস্কৃত

১০) বিবেকানন্দ ভাষার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন – ভাবকে

১১) সাধারণ খেটে খাওয়া মানুষ যে ভাষা জানে না – সংস্কৃত ভাষা

১২) আচার্য শংকর ছিলেন একজন – দার্শনিক

১৩) আলালি ভাষায় লিখেছিলেন – টেকচাঁদ ঠাকুর

১৪) বাংলাদেশের বিভিন্ন ভাষার চল থাকতেও স্বামীজী যে স্থানের ভাষাকে আদর্শ হিসেবে চিহ্নিত করেছেন – হুগলী

১৫) যে ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে অপার সমুদ্র তৈরি হয়ে যায় – সংস্কৃত

১৬) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধটি যে ভাষারীতিটি প্রযুক্ত হয়েছে – চলিত ভাষারীতি

১৭) স্বামী বিবেকানন্দের জন্ম – ১৮৬৩ সালে

১৮) স্বামীজী উন্নতির প্রধান উপায় তথা লক্ষণ বলে যে বিষয়কে প্রাধান্য দিয়েছেন – ভাষা

১৯) রামকৃষ্ণদেবের জন্মস্থান হয়ে ছিল যে গ্রামে – কামারপুকুর গ্রামে

২০) যেটা ভাবহীন, প্রাণহীন সে ভাষা, সে শিল্প সে ______ কোনো কাজের নয় – সঙ্গীত

২১) ‘বাঙ্গালা ভাষা’ প্রবন্ধে ‘কটমট’ শব্দটির অর্থ হল – দুর্বোধ্য

২২) যে দেশে চট্টগ্রাম শহরটি অবস্থিত – বাংলাদেশে

২৩) ‘শ্লেষ’ হলো একটি – শব্দালংকার

২৪) যেখানকার পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লিখেছিলেন – আমেরিকা

২৫) মীমাংসা ভাষ্য লিখেছেন – শবরস্বামী 

২৬) ভরত ঋষি ছিলেন একজন – ভারতীয় ঋষি

২৭) ‘ডগমগ’ শব্দটির অর্থ – আনন্দ

২৮) এখানে যে ধরনের ভাষা প্রাকৃতিক – চলিত ভাষা

২৯) স্বামীজী সংস্কৃত ভাষাকে যে ধরনের চাল বলে মনে করেছেন – গদাই লস্করি চাল

৩০) গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই যে ধরনের ভাষাকে লােকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন – মান্য চলিত ভাষা

৩১) লোকহিতায় যুক্ত ছিলেন – বুদ্ধ থেকে চৈতন্য 

৩২) প্রাবন্ধিক যে ভাষার জন্য যুক্তিজাল বিস্তার করেছেন – কথ্য ভাষা 

৩৩) উন্নতির প্রধান লক্ষণ বা উপায় হল – ভাষা 

৩৪) প্রাকৃতিক নিয়মে বলবান হয়ে উঠেছে – কলকাতার ভাষা 

৩৫) ভাবের বাহক হল – ভাষা 

৩৬) মহাভাষ্য রচনা করেছেন – পতঞ্জলি 

৩৭) মরণ নিকট হলে নতুন চিন্তাশক্তির – ক্ষয় হয়

৩৮) লম্বা লম্বা বিশেষণ ব্যবহহ্রত হয় – দশ পাতা 

৩৯) গানে যত নারীর টান দেখা যায় – ছত্রিশ 

৪০) ভাবহীন ও প্রাণহীন ভাষা বা শিল্প – কোনো কাজের নয় 

৪১) দুটো চলিত কথায় যে ভাব্রাশি তা যতগুলি বিশেষণে নেই – দুই হাজার 

৪২) দেবতার মূর্তি দেখলে যা হবে – ভক্তি 

৪৩) গহনা পরা মেয়ে মাত্রকেই মনে হবে – দেবী 

 

শূন্যস্থান পূরণ : 

 

১) আমেরিকা থেকে ______ পত্রিকার সম্পাদককে স্বামীজী পত্র লিখেছিলেন। – উদ্বোধন 

২) যে ভাষায় ঘরে কথা কও, তাতেই তো সমস্ত ________ গবেষণা মনে মনে কর। – পাণ্ডিত্য 

৩) যে ভাষায় ______ _______ ________ ইত্যাদি জানাই। – ক্রোধ, দুঃখ, ভালোবাসা 

৪) আমাদের ভাষা সংস্কৃত ________________ । – গদাই-লস্করি চাল 

৫) যত রেল এবং গতাগতির সুবিধা হবে, তত ___________ ভেদ উঠে যাবে। – পূর্ব-পশ্চিমী

৬) চট্টগ্রাম হতে __________ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে। – বৈদ্যনাথ 

৭) বুদ্ধিমান্ অবশ্যই ___________ ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। – কলকেতার 

৮) ভাষা ___________ বাহক। – ভাবের

৯) _________ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে—‘রাজা আসীৎ’। – দশ 

১০) গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ____________ সাজিয়ে দিলে। – ব্রহ্মরাক্ষসী 

১১) কিন্তু সে গয়নায় __________ চিত্র-বিচিত্রর কি ধুম!!! – লতা-পাতা 

১২) তার কি ভাব, কি উদ্দেশ্য, তা __________ ঋষিও বুঝতে পারেন না। – ভরত 

১৩) দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা _________ ছাঁদি বিশেষণেও নাই। – দু-হাজার 

১৪) তখন দেবতার মূর্তি দেখলেই __________ হবে। – ভক্তি 

১৫) ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা-আপনি __________ প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। – ভাবময় 

…….. এমনই আরো MCQ প্রশ্নের উত্তর নিম্নের PDF FILE-গুলিতে প্রদান করা হয়েছে। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ SET 2

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৩) বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ SET 3

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

আদরিনী MCQ TEST 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top