বাংলা কথাসাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার
একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা কথাসাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। এই প্রশ্নের উত্তরগুলি সমাধান করলে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
বাংলা কথাসাহিত্যের ধারা । একাদশ শ্রেণির বাংলা দ্বিতীয় সেমিস্টার :
১) বাংলা উপন্যাসের ক্ষেত্রে তিন বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ৫
উত্তরঃ
বাংলা কথাসাহিত্যের ক্ষেত্রে তিন বন্দ্যোপাধ্যায় হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা উপন্যাসের ক্ষেত্রে এঁদের অসামান্য অবদান নিম্নে আলোচিত হল-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর রচনাগুলির মধ্য দিয়ে প্রকৃতি ও মানুষের অচ্ছেদ্য, অমলিন সম্পর্কের মায়াজাল রচনা করেছেন। তাঁর রচনায় অনেক জটিল সমস্যা সত্ত্বেও মানুষ প্রকৃতির সঙ্গে একাত্মতার মাধ্যমে কিছুটা নিরাসক্ত ও উদার। ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, ‘দেবযান’ প্রভৃতি উপন্যাসে তিনি জীবনানুরাগী হয়েও যেন কিছুটা অপার্থিব।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ঃ
ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মনোনিবেশ করেছেন মানবজীবনের কঠিন বুক্ষতায়। বিরাট পটভূমিতে বৃহত্তর জীবনকে দেখা ও তার জটিল চেহারাকে ফুটিয়ে তোলায় তিনি প্রায় তুলনারহিত। রুক্ষ রাঢ় অঞ্চলের কঠিন প্রকৃতি ও মানুষের মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। ‘ধাত্রীদেবতা’, ‘গণদেবতা’, ‘কালিন্দী’, ‘কবি’, ‘নাগিনী কন্যার কাহিনি’, ‘পঞ্চগ্রাম’ প্রভৃতি উপন্যাসে বাংলার বিশেষ অঞ্চলের সমাজ, সংস্কৃতি, বিচিত্র লোকচরিত্র ও ইতিহাস ব্যক্ত হয়েছে।
মানিক বন্দ্যোপাধ্যায়ঃ
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনায় ধরা পড়েছে মার্কসীয় চেতনার প্রতিফলন। একই সঙ্গে যৌনতা, মনোবিকার, জটিল মনস্তত্বকে রহস্যময় করে তিনি তুলে ধরেছেন তাঁর কথাসাহিত্যে। ‘পুতুলনাচের ইতিকথা’, ‘দিবারাত্রির কাব্য’, ‘পদ্মানদীর মাঝি’, ‘অহিংসা’, ‘চতুষ্কোণ’ প্রভৃতি উপন্যাসে তিনি মানবজীবনের অন্ধকার ও জটিল কোণগুলিকে ফুটিয়ে তুলেছেন।
এইরূপে তিন বন্দ্যোপাধ্যায় তাদের শক্তিশালী লেখনীগুণে বাংলা উপন্যাস সাহিত্যধারাকে পরিপুষ্ট করেছেন।
LINK TO VIEW PDF (Only for Subscribers)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) বাংলা উপন্যাস সাহিত্যের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৩) বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্বের পরিচয় দাও। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৪) বাংলা উপন্যাস জগতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৫) মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসসমূহের পরিচয় দাও। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে
৬) বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। ৫
উত্তর দেখতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে