buno-hans-golper-question-answers

বুনো হাঁস গল্পের প্রশ্নের উত্তর 

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাঠ্য পাতাবাহার বই থেকে বুনো হাঁস গল্পের প্রশ্নের উত্তর প্রদান করা হলো। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের বাংলা পাঠ্যবই থেকে বুনো হাঁস গল্পটি পাঠ করে, নিম্নে প্রদান করা প্রশ্নের উত্তর সমাধান করতে পারবে।

বুনো হাঁস গল্পের প্রশ্নের উত্তর : 

 

১) লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?

উত্তরঃ লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে।

২) তাঁর শৈশব কোথায় কেটেছে ?

উত্তরঃ তাঁর শৈশব কেটেছে শিলং পাহাড়ে।

৩) ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।

উত্তরঃ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম হল ‘বদ্যিনাথের বড়ি’ ও ‘গল্পসল্প’।

 

৪) সঠিক শব্দটি বেছে নাওঃ

৪.১) আকাশের দিকে তাকালে তুমি দেখ _____ (ঘরবাড়ি/ গাছপালা/ পোকামাকড়/ মেঘ-রোদ্দুর)

উত্তরঃ মেঘ-রোদ্দুর

৪.২) হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো _____ (কিলিমানজারো/ আরাবল্লী/ আন্দিজ/ রকি)

উত্তরঃ আরাবল্লী

৪.৩) এক রকমের হাঁসের নাম হলো _____ (সোনা/ কুনো/ কালি/ বালি) হাঁস।

উত্তরঃ বালি

৪.৪) পাখির ডানার _____ (বোঁ বোঁ/ শন শন/ শোঁ শোঁ/ গাঁক গাঁক) শব্দ শোনা যায়।

উত্তরঃ শোঁ শোঁ

 

৫) স্তম্ভ মেলাওঃ

উত্তরঃ

বরফ

হিমানী

বুনো

বন্য

কুঁড়ি

কলি

চঞ্চল

অধীর

আরম্ভ

শুরু

 

৬) সঙ্গী – ( ঙ্ + গ্ ) – এমন ‘ঙ্গ্’ রয়েছে – এরকম পাঁচটি শব্দঃ

উত্তরঃ

বঙ্গ

অঙ্গ

গঙ্গা

পতঙ্গ

মঙ্গল

 

৭) ঘটনাক্রম সাজিয়ে লেখাঃ

উত্তরঃ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত -> হাঁসের ডানা জখম হল -> আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে -> সারা শীত কেটে গেল -> দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

 

৮) শূন্যস্থান পূরণঃ

৮.১) লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

৮.২) জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।

৮.৩) আস্তে আস্তে হাঁসের ডানা সারল।

৮.৪) দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে ।

৮.৫) ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

 

৯) বিশেষ্য ও বিশেষণ নির্ণয়ঃ

উত্তরঃ

বিশেষ্য বিশেষণ

লাডাক

শীতকাল

বরফ

তাঁবু

সঙ্গী

বুনো

জখম

গরম

ন্যাড়া

নির্জন

বেচারি

চঞ্চল

 

১০) ক্রিয়া নির্ণয়ঃ

১০.১) বাড়ির জন্য ওদের মন কেমন করত।

উত্তরঃ করত

১০.২) পাখিরা আবার আসতে আরম্ভ করল।

উত্তরঃ আরম্ভ করল

১০.৩) দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।

উত্তরঃ বাঁধবে

১০.৪) সেখানে বুনো হাঁসরা রইল।

উত্তরঃ রইল

১০.৫) নিরাপদে তাদের শীত কাটে।

উত্তরঃ কাটে

১১) বাক্য বাড়ানোঃ

১১.১) একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল ?)

উত্তরঃ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে একটা ঝোপের উপর নেমে পড়ল।

১১.২) ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে ?)

উত্তরঃ ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।

১১.৩) পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড় ?)

উত্তরঃ লাডাক অঞ্চলের নীচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করল।

১১.৪) আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ ?)

উত্তরঃ আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল।

১১.৫) গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে ?

উত্তরঃ ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

 

১২) বাক্য রচনাঃ

রেডিয়ো = মহালয়ার সকালে রেডিওতে চন্ডীপাঠ শোনা এক পরম অভিজ্ঞতা।

চিঠিপত্র = আজকাল চিঠিপত্রের প্রচলন খুবই কমে আসছে।

থরথর = জ্বরে সে থরথর করে কাঁপতে লাগলো।

জোয়ান = দেশের নিরাপত্তা রক্ষায় জোয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁবু = পাহাড়ে বেড়াতে যাবার সময় তারা তাঁবু নিয়ে গেলো।

 

১৩) অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ

১৩.১) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

উত্তরঃ লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল।

১৩.২) জোয়ানরা কী কাজ করে ?

উত্তরঃ জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, বাইরের শত্রু আক্রমণ করলে যুদ্ধ করে ও দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে।

১৩.৩) দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?

উত্তরঃ একটা বুনো হাঁসের ডানা জখম হওয়ায় সে নীচে নেমে পড়েছিল ও তার সঙ্গী আরেকটা বুনো হাঁস তার পেছন পেছন নীচে নেমে এসে তার চারদিকে উড়ে বেড়াচ্ছিল। এইভাবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল।

১৩.৪) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?

উত্তরঃ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত।

১৩.৫) হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল ?

উত্তরঃ হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল।

১৩.৬) ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ – কেমন করে সারা শীত কাটল ? এরপর কী ঘটনা ঘটল ?

উত্তরঃ লেখিকা “লীলা মজুমদার” -এর লেখা “বুনো হাঁস” গল্পে, সারা শীতকাল বুনো হাঁস দুটো জোয়ানদের তাঁবুতে থেকে যায়। জোয়ানদের দেখাশোনায় জখম হওয়া বুনো হাঁসটার ডানা আস্তে আস্তে সেরে ওঠে। তখন সে একটু একটু করে উড়তে চেষ্টা করত। আর তাঁবুর ছাদ অবধি উঠে, ধুপ করে পড়ে যেত। এইভাবে সারা শীত কেটে গেল।

এরপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে যে, বুনো হাঁস দুটো উড়ে চলে গেছে।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

বুনো হাঁস গল্পের প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top