গল্পবুড়ো কবিতার প্রশ্নের উত্তর
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাতাবাহার পাঠ্যবই থেকে গল্পবুড়ো কবিতার প্রশ্নের উত্তর প্রদান করা হলো। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের পাতাবাহার পাঠ্যবইয়ের অনুশীলনীর গল্পবুড়ো কবিতার প্রশ্নের সমাধান নিম্নে দেখে নিতে পারবে।
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১) ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে _____ (গ্রীষ্ম/ শরৎ/ শীত/ বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তরঃ শীত
১.২) থুথ্থুড়ে শব্দটির অর্থ _____ (চনমনে/ জড়সড়ো/ জ্ঞানী/ নড়বড়ে)।
উত্তরঃ নড়বড়ে
১.৩) রূপকথার গল্পে যেটি থাকে না _____ (দত্যি-দানো/ পক্ষীরাজ/ রাজপুত্তুর/ উড়োজাহাজ)।
উত্তরঃ উড়োজাহাজ
১.৪) রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) ।
উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
২) নিম্নের প্রশ্নের উত্তরগুলি লেখো।
২.১) লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?
উত্তরঃ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।
২.২) সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ‘ছানাবড়া’ ও ‘হইচই’।
৩) এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরিঃ
থা রূ ক প – রূপকথা
র ত্তু জ রা পু – রাজপুত্তুর
জ ক্ষী রা প – পক্ষীরাজ
ব প ম ন ন – মনপবন
জ গু বি আ – আজগুবি
৪) অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দঃ
উত্তরঃ
বাঁধা; ধাঁধা
ঝোলা; ভোলা
যক্ষিরাজ; পক্ষীরাজ
ঝলমলে; টলটলে
নন্দিনী; বন্দিনি
৫) বাক্য বাড়াওঃ
৫.১) শীতকালে হাওয়া বইছে । (কেমন হাওয়া ?)
উত্তরঃ শীতকালে উত্তুরে হাওয়া বইছে।
৫.২) গল্পবুড়ো ডাকছে । (কেমন বুড়ো ?)
উত্তরঃ থুথ্থুড়ে গল্পবুড়ো ডাকছে।
৫.৩) গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন ?)
উত্তরঃ চেঁচিয়ে ডাক পেড়ে গল্পবুড়োর মুখ ব্যথা।
৫.৪) গল্পবুড়োর ঝোলা আছে । (কোথায় ঝোলা ?)
উত্তরঃ গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।
৫.৫) দেখবি যদি, আয় । (কীভাবে আসবে ?)
উত্তরঃ দেখবি যদি জলদি আয়।
৬) স্তম্ভ মিলঃ
ক | খ |
---|---|
তল্পি | ঝোলা |
রূপকথা | কাল্পনিক গল্প |
ভোরে | বিহানে |
পবন | বাতাস |
সত্বর | দ্রুত |
৭) ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে পার্থক্যঃ
উত্তরঃ বাচ্চাটি ডাক ছেড়ে তার মাকে ডাকছে রে।
৮) শব্দঝুড়ির থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করাঃ
উত্তরঃ
বিশেষ্য | বিশেষণ |
---|---|
তল্পি ঝোলা শীত রাজপুত্তুর কারখানা | উত্তুরে থুথ্থুড়ে জলদি আজগুবি সত্বর |
৯) পক্ষীরাজ এর মতো (ক্+ষ্=‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরিঃ
উত্তরঃ পক্ষীরাজ এর মতো (ক্+ষ্=‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ হল-
১) যক্ষিরাজ
২) পক্ষী
৩) রক্ষী
৪) পরীক্ষা
৫) ক্ষত্রিয়
১০) ক্রিয়া নির্ণয়ঃ
১০.১) বইছে হাওয়া উত্তুরে।
উত্তরঃ বইছে
১০.২) ডাক ছেড়ে সে ডাকছে রে।
উত্তরঃ ডাকছে রে
১০.৩) আয় রে ছুটে ছোট্টরা।
উত্তরঃ ছুটে
১০.৪) দেখবি যদি জলদি আয়।
উত্তরঃ দেখবি, আয়
১০.৫) চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।
উত্তরঃ চেঁচিয়ে
১১) সংক্ষিপ্ত উত্তর দাওঃ
১১.১) গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে ?
উত্তরঃ কবি ‘সুনির্মল বসু’ -এর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় শীতের ভোরে যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে।
১১.২) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে ?
উত্তরঃ কবি ‘সুনির্মল বসু’ -এর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনী প্রভৃতি গল্প রয়েছে।
১১.৩) গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?
উত্তরঃ কবি ‘সুনির্মল বসু’ -এর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়ো শীতকালের ভোরে ‘রূপকথা চাই, রূপকথা’ হাঁক দিয়ে ডেকে, লোভনীয় গল্পের কথা বলে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায়।
১১.৪) ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে ?
উত্তরঃ কবি ‘সুনির্মল বসু’ -এর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এইসব রূপকথার বিষয় রয়েছে।
১১.৫) গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?
উত্তরঃ কবি ‘সুনির্মল বসু’ -এর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় যারা গল্পবুড়োর হাঁক শুনে ঘুম থেকে উঠে ছুটে আসবে না, গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS