অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন (মান ৫০)
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন (Class Eight Bengali Second Unit Test Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৫০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অষ্টম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন (মান ৫০) :
শ্রেণিঃ অষ্টম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট
১) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৫*২=১০
ক) ‘মানুষ বড়ো কাঁদছে’- কী কারণে কবি একথা বলেছেন?
খ) ‘গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে/গাছ না গাছের প্রেতচ্ছায়া’- একটা গাছ দাঁড়িয়ে আছে বলেও পরের পংক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন?
গ) ‘চিরকাল উত্তাল তাই রে’- কে, কেন চিরকাল উত্তাল হয়ে থাকে?
ঘ) ‘পাড়াগাঁর দুপহর ভালোবাসি’ কবিতাটিতে প্রকৃতির কেমন ছবি আমরা ফুটে উঠতে দেখি?
ঙ) ‘কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে’- কারা বাড়িটিকে ভালোবেসে থমকে দাঁড়ায়, কেন?
২) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪*৩=১২
ক) ‘রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল’- রমেশের বিস্ময়ের কারণ কী?
খ) ‘গাছের কথা’ রচনাটিতে লেখক জগদীশচন্দ্র বসুর ছেলেবেলার কথা কীভাবে উঠে এসেছে তা লেখো।
গ) ‘কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি’- কার সম্পর্কে কেন এরূপ মন্তব্য করা হয়েছে?
ঘ) ‘আমাদের তো জয়জয়কার’- কী কারণে লেখক ও তাঁর সঙ্গীদের জয়জয়কার হয়েছিল?
৩) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪*৩=১২
ক) ‘দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই’- দুর্গার উত্তর দেবার সুযোগ ছিল না কেন?
খ) ‘দিদির উপর অত্যন্ত মমতা হয়’- দিদির উপর অপুর মমতা হয় কেন?
গ) লক্ষ্মণ মহাজনের বাড়িতে অপু কী কী খেয়েছিল?
৪) নীচের বাক্যগুলির রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। ৩*১=৩
ক) আমরা যুবকরা ছিলুম একদল, মহাফুর্তিতে ট্রেনে চড়েছি।
খ) তারা শুধু কেঁদে মরে বাইরে।
গ) ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়।
৫) রেখাঙ্কিত শব্দগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো। ৩*১=৩
ক) না লাঠিসোটা ধরবেন।
খ) ছন্দহীন বুনো চালতার।
গ) আপনার এবার অমতে কিছু হবে না।
৬) পত্র রচনা করোঃ ১০*১=১০
ক) তোমার এলাকায় বেশ কিছু পথবাতি অকেজো হয়ে রয়েছে। এই বিষয়ে অভিযোগ জানিয়ে পৌরপিতার কাছে একটি পত্র রচনা করো।