class-eleven-first-semester-education-mcq-questions

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (Class Eleven First Semester Education Question Paper) প্রদান করা হলো। একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে এই একাদশ শ্রেণির শিক্ষাবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রশ্নপত্র -টি সহায়ক হয়ে উঠবে। 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র : 

 

শ্রেণিঃ একাদশ  বিষয়ঃ শিক্ষাবিজ্ঞান

পুর্ণমানঃ ৪০  সময়ঃ ১ ঘন্টা

১) ‘Education’ শব্দটির অর্থ হল – ক) নির্দেশনা করা খ) শিক্ষাদান করা গ) প্রকাশ করা ঘ) পরিচর্যা করা

২) ইংরেজি ‘Philosophy’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল – ক) জ্ঞানের প্রতি ভালোবাসা খ) জ্ঞানের প্রতি অনীহা গ) জ্ঞানের অনুসন্ধান ঘ) জ্ঞানের চাহিদা

৩) ‘মানুষকে উপার্জঙ্কখম করে তোলাই শিক্ষার লক্ষ’ – শিক্ষার এই প্রকার লক্ষকে বলা হয় – ক) বৃত্তিমূলক লক্ষ্য খ) নৈতিক লক্ষ গ) কৃষ্টিমূলক লক্ষ্য ঘ) সামাজিক লক্ষ্য

৪) শিক্ষাদর্শনের পরিধির অন্তর্গত একটি বিষয় হল – ক) জীববিদ্যা খ) রসায়নবিদ্যা গ) অধিবিদ্যা ঘ) ক ও গ উভয়ই

৫) ‘চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ’ – এটি কার উক্তি? – ক) রুশোর খ) ফ্রয়বেলের গ) ডিউই-এর ঘ) হার্বার্টের

৬) ন্যায় দর্শনের যে অংশগুলি শিক্ষার লক্ষ্যকে প্রভাবিত করে, তা হল – ক) জীবাত্মা ও পরমাত্মা খ) জ্ঞানতত্ত্ব ও নীতিতত্ত্ব গ) ক ও গ উভয়ই ঘ) কোনোটিই নয়

৭) শিক্ষার্থী নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, তা হল – ক) বংশগতি ও পরিবেশ খ) বংশগতি ও সমাজ গ) পরিবেশ ও শিক্ষা ঘ) পরিবেশ ও সমাজ

৮) অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের কথা বলা হয় কোন দর্শনে? – ক) ন্যায় খ) বৌদ্ধ গ) জৈন ঘ) যোগ

৯) শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল – ক) দাতার খ) গ্রহীতার গ) সহায়কের ঘ) শ্রোতার

১০) নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল – ক) এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাপূরণ সম্ভব হয় না খ) এই শিক্ষায় নির্দিষ্ট পাথক্রম অনুসরণ করা হয় না গ) এই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় ঘ) সবগুলি ঠিক

১১) ________ এর মতে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি হল শিক্ষা। – ক) গান্ধিজি খ) রবীন্দ্রনাথ গ) শঙ্করাচার্জ ঘ) অ্যারিস্টটল

১২) ‘বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয়’ – এটি কোন দার্শনিক সম্প্রদায়ের মতবাদ? – ক) বস্তুবাদ খ) ভাববাদ গ) জ্ঞানবাদ ঘ) প্রসক্তিবাদ

১৩) ‘School is a simplified purified, better balanced society’. বলেছেন – ক) রবীন্দ্রনাথ খ) রুশো গ) ডিউই ঘ) ফ্রয়বেল

১৪) নিম্নলিখিত ভারতীয় ও পাশ্চাত্য দর্শনসমূহকে সময়কালের পর্যায়ক্রম অনুযায়ী সাজাও – ক) বৌদ্ধদর্শন, ভাববাদ, প্রয়োগবাদ, ইসলামিক দর্শন খ) বৌদ্ধদর্শন, ইসলামিক দর্শন, ভাববাদ, প্রয়োগবাদ গ) বৌদ্ধদর্শন, ইসলামিক দর্শন, প্রয়োগবাদ, ভাববাদ ঘ) ইসলামিক দর্শন, বৌদ্ধদর্শন, ভাববাদ, প্রয়োগবাদ

১৫) ‘কেবল আমাদের ধারণাই প্রত্যক্ষের বিষয়বস্তু’ – এ কথাটি বলেছেন – ক) বার্কলে খ) কান্ট গ) হিউম ঘ) লক্‌

১৬) পরিবার কী ধরণের শিক্ষামূলক প্রতিষ্ঠান ? – ক) নিয়ন্ত্রিত শিক্ষা খ) অনিয়ন্ত্রিত শিক্ষা গ) প্রথাবর্হিভূত শিক্ষা ঘ) দূরাগত শিক্ষা

১৭) ‘শিক্ষা সচেতনভাবে নিয়ন্ত্রিত প্রকৃয়া’ – উক্তিটি করেছেন – ক) ডেভিস খ) কুক এবং কুক গ) স্মিথ ঘ) ব্রাউন

১৮) ‘একটি বিশেষ সমাজের উন্নত নাগরিক হয়ে ওঠাই ব্যক্তিজীবনের প্রধান উদ্দেশ্য, যার সহায়ক প্রকৃয়া হল শিক্ষা’ – বলেছেন – ক) জন ডিউই খ) এমিল দুরখেইম গ) অগষ্ট কোঁৎ ঘ) কার্ল ম্যানহেইমার

১৯) আধুনিক শিক্ষার উপাদানের ভূমিকার সঠিক পর্যায়ক্রমটি হল – ক) শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম, পরিবেশ খ) শিখহার্থী, শিক্ষক, পাঠক্রম, পরিবেশ গ) শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ, পাঠক্রম ঘ) শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ, পাঠক্রম

২০) IGNOU -র সম্পূর্ণ নাম হল – ক) ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি খ) ইন্দিরা গান্ধী নিউ ওপেন ইউনিভার্সিটি গ) ইন্ডিয়ান গ্রেট নিউ ওপেন ইউনিভার্সিটি ঘ) ইন্দিরা গান্ধী ন্যাশনাল অপটিক ইউনিভার্সিটি

২১) বিবেকানন্দের মতে শিক্ষা হল – ক) মানুষের আধ্যাত্মিক বিকাশ খ) মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ গ) মানুষের সর্বাঙ্গীণ বিকাশের পথ ঘ) মানুষের মনে আনন্দ জাগ্রত করা

২২) শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত – ক) রুশো খ) জন ডিউই গ) বিবেকানন্দ ঘ) পেস্তালৎসি

২৩) স্কুল হল একটি – ক) আর্থিক প্রতিষ্ঠান খ) নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান গ) সামাজিক প্রতিষ্ঠান ঘ) অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান

২৪) ভারতের সংবিধান অনুসারে শিক্ষা হল – ক) রাজ্য তালিকাভুক্ত খ) কেন্দ্রীয় তালিকাভুক্ত গ) যুগ্ম তালিকাভুক্ত ঘ) কোনো তালিকাভুক্ত নয়

২৫) ১৯৫০ সালে ______ গণমাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। – ক) ইন্টারনেট খ) রেডিয়ো গ) চলচ্চিত্র ঘ) দূরদর্শন

২৬) শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক, তা হল – ক) নিয়ন্ত্রিত শিক্ষা খ) অনিয়ন্ত্রিত শিক্ষা গ) প্রথামুক্ত শিক্ষা ঘ) ধর্মীয় শিক্ষা

২৭) NCERT -র বরতমান সভাপতি হলেন – ক) রভিন্দর সিং খ) ধর্মেন্দ্র প্রধান গ) নিধি ছিব্বর ঘ) D: টিঃজি সিথারম

২৮) DIET কার সঙ্গে সম্মিলিতভাবে শিখণ শিখনের জন্য পাঠক্রম রচনা করত? – ক) NAAC খ) AICTE গ) SCERT ঘ) SABE

২৯) শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষাব্যবস্থায়, তা হল – ক) নিয়ন্ত্রিত শিক্ষায় খ) দূরশিক্ষায় গ) অনিয়ন্ত্রিত শিক্ষায় ঘ) অপ্রথাগত শিক্ষায়

৩০) পরিনির্বাণের অপর নাম হল – ক) মহানির্বাণ খ) অনুপাধিশেষ গ) উপাধিশেষ ঘ) কোনোটিই নয়

৩১) অ্যারিস্টটলের মতে, শিক্ষণপদ্ধতি হবে – ক) নির্দেশনা পদ্ধতি খ) অবরোহী ও আরোহী পদ্ধতি গ) পর্যবেক্ষণ পদ্ধতি ঘ) খেলাভিত্তিক পদ্ধতি

৩২) বেদান্ত কোন দর্শন শ্রেণির অন্তর্ভুক্ত? – ক) আস্তিক খ) নাস্তিক গ) চার্বাক ঘ) বৌদ্ধ

৩৩) প্রকৃতিই হল সকল জ্ঞানের উৎস – এই মতবাদে বিশ্বাসী – ক) বুদ্ধিজীবিরা খ) ভাববাদীরা গ) প্রয়োগবাদীরা ঘ) প্রকৃতিবাদীরা

৩৪) ‘সংস্কৃতায়ন’ শব্দটি প্রথম প্রচলন করেন – ক) ম্যাকাইভার খ) ফেরারচিল্ড গ) এম এন শ্রীনিবাস ঘ) ফিকটে

৩৫) সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল – ক) রাজনৈতিক দল খ) শ্রমিক সংঘ গ) ক্রীড়ার দল ঘ) সবগুলি ঠিক

৩৬) সত্য ঘটনার বিবরণের জায়গায় জনগণের মনোরঞ্জনের জন্য মনগড়া সংবাদ পরিবেশন করাকে বলে _______ । -ক) পীত সাংবাদিকতা খ) লাল সাংবাদিকতা গ) সবুজ সাংবাদিকতা ঘ) নীল সাংবাদিকতা

৩৭) প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করেন – ক) কুলি খ) ম্যাকাইভার গ) কার্ল মার্কস ঘ) ক্রো এবং ক্রো

৩৮) ‘Educational Change tends to follow social change’ – কথাটি বলেছেন – ক) জিডু কৃষ্ণমূর্তি খ) রাধাকৃষ্ণন গ) অটওয়ে ঘ) বি আর আম্বেদকর

৩৯) শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান হল মূলত ______ প্রকৃয়া। – ক) সামাজিক মিথোষ্ক্রীয়ামূলক খ) প্রাকৃতিক গ) তাত্ত্বিক ঘ) বৈজ্ঞানিক

৪০) ‘Mos’ শব্দের অর্থ হল – ক) রীতিনীতি বা প্রথা খ) লোকপথ গ) লোকসংস্কৃতি ঘ) কোনোটিই নয়।

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র

এমনই আরো প্রশ্নের সেট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top