manob-vugoler-poridhi-o-bisoybostu-mcq-question-answers

মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল : 

 

১) “ভূ-ত্বক ও মানবসমাজের সাংশ্লেষিক অধ্যয়নই হম মানব ভূগোল” বলেছেন – র‍্যাটজেল 

২) ‘নব্য নিয়ন্ত্রণবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন – গ্রিফিথ টেলর 

৩) ভাববাদীদের চিন্তাভাবনা – বর্ণনামূলক 

৪) মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ – প্রযুক্তি 

৫) সেফোলোজি থেকে মানব ভূগোলের যে উপক্ষেত্র সংযুক্ত হয়েছে – নির্বাচনি ভূগোল 

৬) সামাজিক অসাম্য, দারিদ্র, বঞ্চনা ইত্যাদি যে প্রকার ভৌগলিক চিন্তাধারার কারণে ভূগোলে স্থান পাচ্ছে – মূলক ভূগোল 

৭) যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি – কার্ল মার্কস 

৮) যেটি মানব ভূগোলের অন্তর্ভুক্ত নয় – প্রাকৃতিক ভূগোল 

৯) যে উপাদানটি প্রাকৃতিক পরিবেশের অংশ নয় – কৃষিকাজ 

১০) যেটি সাংস্কৃতিক পরিবেশের অংশ নয় – জলবায়ু 

১১) যে ধারণা থেকে মানুষ আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল – ঘর্ষণ 

১২) নিয়ম স্থাপনকারী বলতে বোঝায় – সূত্র প্রণেতা 

১৩) “অস্থির পৃথিবী ও বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কের অধ্যয়নই হল মানব ভূগোল” বলেছেন – এলেন সি সেম্পল 

১৪) যেটি সামাজিক ভূগোলের উপশাখা নয় – সামরিক ভূগোল 

১৫) যে উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত – কৃষি ভূগোল 

১৬) ঐতিহাসিক ভূগোল যে ক্ষেত্রের অন্তর্ভুক্ত – অর্থনৈতিক ভূগোল 

১৭) যে বিষয়কে ‘Mother Discipline’ বলা হয় – ভূগোল 

১৮) ‘প্রকৃতির মানবীকরণ’ কথাটির অর্থ – প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা 

১৯) আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় যাকে – র‍্যাটজেল 

২০) যেটি সামাজিক ভূগোলের উপক্ষেত্র – অবসরের ভূগোল 

২১) রাষ্ট্রকে ‘জীবিত জীব’ হিসেবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদেরা – জার্মান 

২২) যেটি অর্থনৈতিক ভূগোলের অংশ – বিপণন ভূগোল 

২৩) প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির যে ছাপ পড়ে তাকে বলে – সাংস্কৃতিক ভূদৃশ্য 

২৪) ঔপনিবেশিকতার সময় ভূগোলের যে দৃষ্টিভঙ্গি সর্বাধিক গৃহীত হত – আঞ্চলিক ভূগোল 

২৫) ভূগোলে ভিদাল দি-লা-ব্লাশ যে দৃষ্টিভঙ্গির মতানুসারী ছিলেন – সম্ভাবনাবাদ 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু MCQ প্রশ্নের উত্তর 

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top