পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্নপত্র
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্নপত্র প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্নপত্র :
শ্রেণিঃ পঞ্চম বিষয়ঃ আমাদের পরিবেশ
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৫=৫
১.১) বরফগলা জলের নদী হল- (অজয় / ইছামতী / মহানন্দা / দামোদর)।
১.২) হুগলি জেলার সদর শহরের নাম (ব্যান্ডেল / চুঁচুড়া / কাটোয়া / কৃষ্ণনগর)।
১.৩) সিউড়ির বিখ্যাত জিনিস (মোরব্বা / বেনারশী / বালুচরি / ফজলি আম)।
১.৪) বক্সার বাঘবন আছে (কোচবিহার / মালদা / বীরভূম / জলপাইগুড়ি) জেলায়।
১.৫) বঙ্গভঙ্গ আন্দোলন ঘটেছিল (১৯০৫ / ১৯০৬ /১৯০৭ / ১৯০৮) সালে।
২) শূন্যস্থান পূরণ করোঃ ১*৫=৫
২.১) জলপাইগুড়িতে ______________ বনে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে।
২.২) গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন __________।
২.৩) ভারতের সংবিধান বানিয়েছিলেন ___________ ।
২.৪) আমের শহর বলা হয় ___________ শহরকে।
২.৫) ছৌ-নাচের জন্য বিখ্যাত __________ জেলা।
৩) সত্য অথবা মিথ্যা লেখোঃ ১*৫=৫
৩.১) সাদা অর্কিডের শহর হল কার্শিয়াং।
৩.২) তিস্তা, তোর্সা বৃষ্টির জলে পুষ্ট নদী।
৩.৩) মানুষের বুদ্ধি হল একটি সম্পদ।
৩.৪) জগদীশচন্দ্র বসু ছিলেন বিপ্লবী।
৩.৫) নতুনভাবে তৈরি করা বন নদীয়ার বেথুয়াডহরি।
৪) বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিল করে লেখোঃ ১*৫=৫
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
৩.১) আজাদ হিন্দ ফৌজ | ক) মাতঙ্গিনী হাজরা |
৩.২) গান্ধিবুড়ি | খ) জওহরলাল নেহরু |
৩.৩) বিষ্ণুপুর | গ) চিত্তরঞ্জন |
৩.৪) প্রধানমন্ত্রী | ঘ) নেতাজি সুভাষচন্দ্র বসু |
৩.৫) রেলইঞ্জিন | ঙ) টেরাকোটা |
৫) নীচের প্রশ্নগুলির উত্তর লেখোঃ (যে কোনো দুটি) : ২×২=৪
৫.১) শান্তিনিকেতন কোন্ জেলায় অবস্থিত ? এই এজলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো।
৫.২) নিত্যবহ নদী কাকে বলে ? উদাহরণ দাও।
৫.৩) ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝ ?
৬) নীচের প্রশ্নের উত্তর লেখোঃ (যে কোনো দুটি) ৩*২=৬
৬.১) পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন ? এই অঞ্চলে কী কী শাকসবজি চাষ হয় ?
৬.২) ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায় ? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও।
৬.৩) ডি.ভি.সি পুরো কথাটি কি ? ডি.ভি.সি তৈরি করার সময় কি ঠিক করা হয়েছিল ?