পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট পরিবেশ প্রশ্ন :
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণিঃ পঞ্চম শ্রেণি
বিষয়ঃ আমাদের পরিবেশ
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ ১*৬=৬
ক) পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল- (কয়লা / খনিজ তৈল / লোহা)।
খ) গাছের পাতা আমাদের (অক্সিজেন / কার্বনডাই অক্সাইড / নাট্রোজেন) সরবরাহ করে।
গ) ধূমকেতু দেখতে লাগে অনেকটা (বাঁশি / বল / ঝাঁটার) মতো।
ঘ) ভূমিকম্পপ্রবন এলাকায় বাড়িঘর (ইঁট / কাঠ / মাটি) দিয়ে তৈরী করা হয়।
ঙ) তেলের প্যাকেটের গায়ে আগমার্কা থাকার অর্থ- (তেল বেশী / ভেজাল তেল / বিশুদ্ধ তেল)।
চ) একটি অপ্রচলিত শক্তি হল- (কয়লা / জলবিদ্যুৎশক্তি / সৌরশক্তি)।
২) একটি বাক্যে উত্তর দাওঃ ১*৫=৫
ক) একটি পরিবেশ বান্ধব যানবাহনের নাম লেখো।
খ) পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়লা ঝড়ে মারাত্মক ক্ষতি হয় ?
গ) ক্রয় করা পন্যের রসিদে কী কী থাকা থাকা দরকার ?
ঘ) কোন্ অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ?
ঙ) প্রায় ৫০০ বছর আগে টেলিস্কোপ কে তৈরী করেন ?
৩) শূন্যস্থান পূরণ করোঃ ১*৪=৪
ক) আগ্নেয় গিরি থেকে গরম …………… বাইরে বেরিয়ে আসে।
খ) সূর্যের জন্ম হয়েছে প্রায় ……………. বছর আগে।
গ) ………. বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার আইনত অধিকার।
ঘ) ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি ………….. নদীর উপর তৈরী হয়েছে।
৪) বেমানান শব্দটি খুজে বার করঃ ১*৩=৩
ক) সাইকেল, মোটর সাইকেল, বাস, অটোরিক্সা।
খ) সুনামি, আয়লা, ভূমিকম্প, জোয়ার ভাটা
গ) পৃথিবী, চাঁদ, বুধ, মঙ্গল
৫) সঠিক বাক্যের পাশে ‘সত্য’ ভুল বাক্যর পাশে ‘মিথ্যা’ লেখো। ১*৩=৩
ক) কিছু মানুষ গন্ডার মারে তার খড়্গর জন্য।
খ) সূর্য্য পৃথিবীর চারিদিকে ঘোরে।
গ) সেকালের মানুষ যাতায়াতের জন্য গাধার পিঠে চড়ত।
৬) দুই-তিনটি বাক্যে উত্তর দাওঃ- (যেকোন ৭টি) : ২*৭=১৪
ক) জঙ্গল কেটে বসতি স্থাপন করলে ভবিষ্যতে কী কী সমস্যা হতে পারে ?
খ) আবহাওয়ার পূর্বাভাস আমরা কী কী উপায়ে জানতে পারি ?
গ) বিভিন্ন যানবাহনের মাধ্যমে স্থানীয় পরিবেশ কীভাবে দূষিত হয় ?
ঘ) সৌর শক্তিকে আমরা কীভাবে প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি ?
ঙ) অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখ।
চ) সমাজে বয়স্করা অসম্মানের সম্মুখিন হন, এমন দুটি কারণ লেখো।
ছ) শহরের রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করেন ? গাড়ি কখন আস্তে চালানো উচিৎ ?
জ) ‘পথের পাচালি’ সিনেমাটি কে বানিয়েছেন ? এই সিনেমার দুটি চরিত্রের নাম লেখ।
৭) পাঁচ-ছয়টি বাক্যে উত্তর দাওঃ (যেকোন ৫টি) : ৩*৫=১৫
ক) বন থেকে আমরা কী কী পাই ?
খ) চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের পার্থক্য লেখো।
গ) হড়পা বান কী ? ভূমিকম্পের সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিৎ ?
ঘ) পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো। কয়লার ধোঁয়া থেকে আমাদের কী কী ক্ষতি হয় ?
ঙ) কত বছর বয়সের নিচে মেয়েদের বিবাহ দেওয়া আইনত অপরাধ ? বাল্য বিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কী করবে ?
চ) ‘স্বাস্থ্যই আমাদের সম্পদ’। তাই শরীরকে সুস্থ্য রাখতে আমদের নিয়মিত কী কী করা উচিত ?
ছ) শিশুদের কয়েকটি মৌলিক অধিকারের কথা উল্লেখ করো।