নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Nine First Unit Test Bengali Question
নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Nine First Unit Test Bengali Question প্রদান করা হলো। নবম শ্রেণির শিক্ষার্থীরা এই নবম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Nine Bengali First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা (Class Nine First Unit Test Bengali) পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
নবম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Nine First Unit Test Bengali Question :
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ
শ্রেণিঃ নবম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট
১) সঠিক উত্তর বেছে নিয়ে লেখোঃ ১*৮=৮
১.১) ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত – ক) অন্নদামঙ্গল খ) চন্ডীমঙ্গল গ) মনসামঙ্গল ঘ) ধর্মমঙ্গল
১.২) ‘নোঙর গিয়েছে পড়ে’- ক) নদীর মধ্যে খ) তটের কিনারে গ) সাগরের মাঝে ঘ) বালুচরে
১.৩) আংটিতে খোদাই করা ছিল – ক) রাজ্যের নাম খ) রাজসভার স্মারক গ) রাজার নাম ঘ) এক দেবী মূর্তি
১.৪) মোল্লার মতে ইলিয়াসের কথাগুলি লেখা আছে – ক) নীতিশাস্ত্রে খ) বিজ্ঞান বিষয়ক গ্রন্থে গ) ইতিহাসের গ্রন্থে ঘ) পবিত্র গ্রন্থে
১.৫) ‘আমি কলেজে বাংলা পড়াই।’ – ‘আমি’ কে? – ক) শোভন খ) সোমেশ গ) সুকুমার ঘ) সুশান্ত
১.৬) বাংলা ভাষায় শ্ ও স্ এই ধ্বনি দুটি – ক) উষ্মব্যঞ্জন খ) শিসধ্বনি গ) দন্তব্যঞ্জন ঘ) এগুলির কোনোটিই নয়
১.৭) ‘আলকাতরা’ হল – ক) অর্ধতৎসম খ) তদ্ভব গ) দেশি ঘ) বিদেশি
১.৮) নিউটনের জন্য বানানো একটি Fish Pill -এ কতদিন চলে যেত ? – ক) চার দিন খ) পাঁচ দিন গ) ছয় দিন ঘ) সাত দিন
২) নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাওঃ ১*৮=৮
২.১) চন্ডীর আদেশে বীর হনুমান কী করেছিল?
২.২) ‘তামাশা করছি না’ – কে এই কথা বলেছিল?
২.৩) সুকুমারের গণিতের মাস্টারমশাই জামার পকেট থেকে কী বের করেছিলেন?
২.৪) অপিনিহিতি কাকে বলে?
২.৫) উদাহরণসহ আদি স্বরাগমের পরিচয় দাও।
২.৬) ‘নোঙর’ কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত?
২.৭) কোন মাসে প্রফেসর শঙ্কু আরাম কেদারায় শুয়ে রাতের আকাশ দেখতেন?
২.৮) প্রফেসর শঙ্কুর রকেটের মোট ওজন কত হয়েছিল?
২.৯) স্বরসংগতি কাকে বলে? উদাহরণ দাও।
৩) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৩.১) ‘পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি’ – কারা, কীভাবে দীর্ঘদিন পরে সুখ খুঁজে পেয়েছেন? ১+২
৩.২) ‘মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ’ – কে, কী লাভ করেছে মাস্টারমশাইয়ের কাছ থেকে? ১+২
৪) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৪.১) ‘অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ’ – অংশটি ব্যবহারের তাৎপর্য বিশ্লেষণ করো। ৩
৪.২) ‘সারারাত মিছে দাঁড় টানি’ – দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন? ৩
৫) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
৫.২) ‘সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারকচিহ্ন’ – সখী কারা? আংটিটি কীভাবে হারিয়েছিল? তার ফলে কী ঘটনা ঘটেছিল? ১+১+৩
৬) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৬.১) ‘স্কুলে কী বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক’ – কার কথা বলা হয়েছে? তাঁর বিভীষিকার পরিচয় দাও। ১+৪
৬.২) ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতা অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও। ৫
৭) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৭.১) লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়রিটি পেয়েছিলেন? ডায়রিটির বিশেষত্ব কী ছিল? ১+২
৭.২) ‘একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি’ – বক্তা কে? কোন বিশেষ দিন থেকে তিনি কী অনুভব করে আসছেন? ১+২
৮) ভাবসম্প্রসারণ করোঃ (যে-কোনো একটি) ৫*১=৫
৮.১) ‘সবার উপরে মানুষ সত্য / তাহার উপরে নাই’
৮.২) ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে / তব ঘৃণা যেন তারে তৃণসম দহে’