সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Seven First Unit Test Bengali Question
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Seven First Unit Test Bengali Question) প্রদান করা হলো। নতুন পরীক্ষা পদ্ধতি অনুসারে এই ৩০ নম্বরের বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের সপ্তম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সপ্তম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Seven First Unit Test Bengali Question :
প্রথম ইউনিট টেস্ট
শ্রেণিঃ সপ্তম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা
ক) সঠিক উত্তর নির্বাচন করোঃ ৫*১=৫
১) ‘ছন্দে শুধু কান রাখো’ কবিতায় জীবন হবে – ক) গদ্যময় খ) পদ্যময় গ) ছন্দহীন ঘ) আবেগময়
২) ‘পাগলা গণেশ’ যে ধরণের গল্প – ক) বিজ্ঞান বিষয়ক খ) কল্পবিজ্ঞান বিষয়ক গ) রূপকথা বিষয়ক ঘ) গোয়েন্দাধর্মী
৩) আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন – ক) ভারতী খ) মুকুল গ) শিখা ঘ) মালঞ্চ
৪) রামানন্দ চট্টোপাধ্যায় যে পত্রিকার সম্পাদক ছিলেন – ক) সাধনা খ) বঙ্গদর্শন গ) প্রবাসী ঘ) হিতবাদী
৫) কোনটি তদ্ভব শব্দ ? – ক) কানাই খ) কাজ গ) কেষ্ট ঘ) কৃষ্ণ
খ) দু-একটি বাক্যে উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫
১) খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন ?
২) কখন পদ্য লেখা সহজ হবে ?
৩) জোনাকিরা কোথায় ‘অ’ ‘আ’ লিখছে?
৪) ‘গার্ল অ্যান্ড দ্য ডগ’ কীসের নাম ?
৫) প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খােকন কখন বুঝল ?
৬) কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় ?
গ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*২=১০
১) কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন ?
২) ‘ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনাে কাজেই লাগে না’— অনাবশ্যক ভাবাবেগ বলতে কী বােঝানাে হয়েছে ?
৩) “ছন্দ শোনা যায় নাকো”— কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না ?
৪) “আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি”— বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল ?
৫) ‘এ মিনতি করি পদে’— কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ?
৬) কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন ?
ঘ) অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫
১) কালিয়ার বনে কীভাবে যাওয়া যায় ?
২) মাকুকে কে তৈরী করেছিল ?
৩) মাকু কী দিয়ে তৈরি ?
৪) হােটেলওয়ালার জন্মদিনে সােনা,টিয়া কী উপহার দিয়েছিল ?
৫) আম্মা কে ছিলেন ?
৬) সং কে ?
ঙ) নিম্নের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে-কোনো ৫টি) ৫*১=৫
১) তৎসম শব্দ কাকে বলে ?
২) তদ্ভব শব্দ কাকে বলে ?
৩) ‘ঝাঁটা’ এই শব্দটি কী ধরণের শব্দ ?
৪) চা, চিনি, লিচু শব্দগুলি কোন ভাষার শব্দ?
৫) খণ্ডিত শব্দ কাকে বলে ?
৬) মুন্ডমাল শব্দের উদাহরণ দাও।