class-seven-second-unit-test-history-question

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (মান ৫০)

নতুন হলিষ্টিক পরীক্ষা পদ্ধতি অনুসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (মান ৫০) প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।  

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন (মান ৫০) : 

 

দ্বিতীয় ইউনিট টেস্ট 

শ্রেণিঃ সপ্তম  বিষয়ঃ ইতিহাস

পূর্ণমানঃ ৫০  সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট 

১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*১০=১০

ক) জাহাঙ্গীরের রাজসভায় ইংরেজ দূত আসেন (টমাস রো / ডুপ্লে / ভাস্কোদা গামা / ইবন বতুতা)।

খ) দিল্লির প্রদীপ বা চিরাগ ই দিল্লি বলা হত– (সেলিম চিশতী / শেখ নাসির উদ্দিন / ফিরোজ তুঘলক / আলাউদ্দিন খলজি) নামে সুফি সাধককে।

গ) সুলহ-ই-কুল বলতে বোঝায় (রাজা / এলাকা / পদমর্যাদা / সকলের প্রতি সহনশীলতা)।

ঘ) (11 / 12 / 13 / 15) বছর বয়সে আকবর সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন।

ঙ) চৈতন্য ভাগবত রচনা করেন (বৃন্দাবন দাস / কৃষ্ণদাস কবিরাজ / হোসেন শাহ / কৃষ্ণদেব রায়)।

চ) বিজয় নগরের রাজধানীর নাম (হাম্পি / পান্ডুয়া / তুঙ্গভদ্রা / দৌলতাবাদ)।

ছ) খানুয়ার যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন ( বাবর / আকবর / হুমায়ূন / ইব্রাহিম লোদী )।

জ) বন্দেগান ই চিহোলগানি কথার অর্থ (30 / 35 / 40 / 45) জন বান্দা।

ঝ) দিল্লিতে সুলতানি শাসন (1204 / 1205 / 1206 / 1208) খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

ঞ) আকবরনামা কে রচনা করেন (আব্দুল কাদির / বৃন্দাবন দাস / বৈরাম খান / আবুল ফজল)।

 

২) এক কথায় উত্তর দাওঃ ১*১০=১০

ক) দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?

খ) সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

গ) ইকতাদার কাদের বলা হত ?

ঘ) সঙ্গম বংশের একজন রাজার নাম লেখো ?

ঙ) সড়ক-ই-আজম নির্মাণ করেন কে ?

চ) হিমু কে ছিলেন ?

ছ) শাহজাহানের অপর নাম কী ছিল ?

জ) ১৭০৭ খ্রিস্টাব্দ কি জন্য বিখ্যাত ?

ঝ) প্রাচীন বাংলার একটি নগরের নাম লেখো ?

ঞ) আশরফি কি ?

 

৩) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ২*৪=৮

ক) দীন-ই-ইলাহি’ ধর্ম কে প্রবর্তন করেন ? এই ধর্মের মূল আদর্শ কী ছিল ?

খ) কবুলিয়ত ও পাট্টা কী ?

গ) পানিপতের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল ?

ঘ) মধ্যযুগে ভারতের আমদানি-রফতানি বাণিজ্য পণ্যগুলি কী কী ছিল?

 

৪) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৩*৪=১২

ক) ‘দাক্ষিণাত্য ক্ষত’ ঔরঙ্গজেবের পতনের জন্য কতটা দায়ী ?

খ) বাংলার বারোভুঁইয়াদের সম্পর্কে কী জান ?

গ) কী কী ভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত ?

ঘ) সিংহাসনে আরোহণের সময় ইলতুৎমিশ উদ্ভূত সমস্যাগুলি কীভাবে সমাধান করেন?

 

৫) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো দুটি) ৫*২=১০

ক) টীকা লেখোঃ তুঘলকি কান্ডকারখানা

খ) শেরশাহের শাসন সংস্কারগুলির পরিচয় দাও।

গ) দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের অবসান ওপর কী প্রভাব ফেলেছিল ?

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

সপ্তম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

class-seven-bengali-question-answers

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top