সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন
সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই সপ্তম শ্রেণির বাংলা সাজেশন অনুসরণ করে তাদের সপ্তম শ্রেণির বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
সপ্তম শ্রেণির তৃতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন :
১) “সে গান কি কলকাতা শহরের হাটে জমবে”- কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না- কবির এমন ভাবনা কেন?
২) “শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে”- তখন কবির কেমন অনুভূতি হয়?
৩) “খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়”- কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন?
৪) বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ করার কারণ কী?
৫) আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না- কবির এ জাতীয় মন্তব্যের অর্থ কী?
৬) নদীপাড়ের গ্রামগুলির ছবি কীভাবে কবির চোখে ধরা পড়েছে?
৭) ভারততীর্থ কবিতায় ভারতভূমিকা ‘পুণ্যতীর্থ’ বলা হয়েছে কেন?
৮) ‘পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার’- উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কী?
৯) “হে রুদ্রবীণা, বাজো, বাজো,বাজো…”- ‘রুদ্রবীণা’ কী? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন?
১০) “মার অভিষেকে এসো এসো ত্বরা’- কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন অভিষেক? সে অভিষেক কীভাবে সম্পন্ন ও সার্থক হবে?
১১) “এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল”- ‘হুলিয়া’ শব্দটির অর্থ কী? এঁরা কারা? এঁদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এঁরা কীভাবে চলাফেরা করতেন?
১২) কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’টির অবস্থা কেমন ছিল? সেখানে ননীবালা দেবীর উপর কী ধরণের অত্যাচার করা হত?
১৩) সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?
১৪) সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?
১৫) তাদের বিবাদ কীভাবে মিটে গেল?
১৬) কে এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন?
১৭) কথকরা কেন বলেছে তাদের ‘নিজের নিজের মনখারাপের গর্তে’ ফিরতে হবে?
১৮) “আকাশ জুড়ে এক্ষুণি এক ঈশ্বর/চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে’- ব্যাখ্যা করো।
১৯) জাদুকাহিনি গল্পটি কার লেখা?
২০) “শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে”- এই ‘সাড়া’ পড়ার কারণ কী?
২১) “আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই”- কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেদিনের সেই ‘খেলা’র মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো।
২২) “এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল”- ‘রেফারি’টি কে? তাঁর সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন?
২৩) থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল?
২৪) ‘পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল’- পটলবাবু এমন লজ্জা পেলেন কেন?
২৫) ‘গগন পাকড়াশি আজ তাঁকে দেখলে সত্যিই খুশি হতেন’- তিনি খুশি হতেন কেন?
২৬) ‘ধন্যি মশাই আপনার টাইমিং! বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়- ওঃ!’- বক্তা কে? কোন ঘটনার ফলে তাঁর এমন মন্তব্য?
২৭) “এতদিন অকেজো থেকেও তাঁর শিল্পীমন ভোঁতা হয়ে যায়নি’- এই অনুভব কীভাবে জাগল পটলবাবুর মনে?
২৮) “কথাটা বড়ো সামান্য নয়”- বক্তা কে? কার কোন কথাটা সামান্য নয়?
২৯) “এটাতে বড়ো বেশি ভাবতে হল না”- কার স্বগতোক্তি? কাকে বেশি ভাবতে হলো না? কেন?
৩০) ‘সূর্য তো অস্ত যায় না’ এখানে কোন বৈজ্ঞানিক সত্যের আভাস দেওয়া হয়েছে?
৩১) ‘মাথা’ শব্দটি কোন তৎসম শব্দ থেকে এসেছে?
৩২) কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন?
৩৩) গৌরিপুর প্রাসাদে কারা ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গী?
৩৪) কীভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পঙের হোম-এ? এই হোমটির বিশিষ্টতা কী?
৩৫) “কালিম্পঙে টেলিফোন ছিল না, এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন”- কোন বিশেষ উপলক্ষে, কীভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো?
৩৬) ঘনাদা চরিত্রের স্রষ্টা কে?
৩৭) হোটেলওয়ালা সোনা-টিয়াকে জন্মদিনে কি উপহার দিয়েছিল?
৩৮) মাকুকে কতদিন চাবি দেওয়া হয়েছিল?
৩৯) ‘তাকে আমরা বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছি’- কারা কাকে বাঘ ধরার ফাঁদে ফেলে দিয়েছিল?
৪০) খেলায় কে রিং মাস্টার হয়েছিল?
৪১) পরীদের রানীর সঙ্গে কার বিয়ে হয়েছিল?
৪২) হোটেল মালিক আসলে কে ছিল?
৪৩) সং-এর লটারিতে কত টাকা পড়েছিল?
৪৪) স্বর্গের সুরুয়া কীভাবে রান্না করা হয়?
৪৫) মাকু আসলে কে ছিল?
৪৬) পোস্ট অফিসের পিয়ন কীভাবে বাঘ ধরার ফাঁদ থেকে উঠেছিল?
৪৭) পাঠ্যাংশের ব্যাকরণ পাঠ্য নোট অংশ থেকে ভালো করে পড়তে হবে।
৪৮) এককথায় প্রকাশ ও বাগধারা ভাষাচর্চা ব্যাকরণ অংশ থেকে পড়তে হবে।
৪৯) বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র।
৫০) জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র।
৫১) বার্ষিক পরীক্ষার প প্রিয় বন্ধুকে আমন্ত্রণ পত্র।
৫২) বিদ্যালয়ে ভাষাদিবস পালন অনুষ্ঠানে বন্ধুকে আমন্ত্রণ পত্র।
৫৩) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিবরণ জানিয়ে বন্ধুকে পত্র।
৫৪) অতিরিক্ত মাইক ব্যবহারের অসুবিধা জানিয়ে পৌরপিতার কাছে পত্র।
৫৫) বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ জানিয়ে বন্ধুকে পত্র।
৫৬) গ্রন্থাগার স্থাপনের অনুরোধ জানিয়ে বল উন্নয়ন আধিকারিকের কাছে পত্র।
৫৭) শব্দ তৈরির কৌশল কারক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি ওয়েবসাইটের ব্যাকরণ অংশ থেকে পড়তে হবে।