দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র । Class Ten First Unit Test Bengali Question Paper
দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র । Class Ten First Unit Test Bengali Question Paper প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা এই দশম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র বা Class Ten Bengali First Unit Test Model Question Paper অনুশীলনের মধ্য দিয়ে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
দশম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Ten First Unit Test Bengali Question :
১) সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১*৭=৭
১.১) ‘কই পড়? লজ্জা কী? পড়, সবাই শুনি’ – কথাটি বলেছেন – ক) বাবা খ) কাকা গ) মা ঘ) ছোটমাসি
১.২) ‘জলতরঙ্গ’ হল – ক) জলের ঢেউ খ) জলের শব্দ গ) অট্টালিকা বিশেষ ঘ) বাদ্যযন্ত্র বিশেষ
১.৩) বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল – ক) আবিল খ) শৌর্যপূর্ণ গ) কলঙ্কময় ঘ)
১.৪) দেবতাদের চেহার ছিল – ক) শান্ত সবুজ খ) শান্ত হলুদ গ) শান্ত করুণ ঘ) শান্ত সাদা
১.৫) শঙ্খ ঘোষের প্রকৃত নাম – ক) প্রিয়দর্শী ঘোষ খ) নিত্যপ্রিয় ঘোষ গ) নিত্যগোপাল ঘোষ ঘ) চিত্তপ্রিয় ঘোষ
১.৬) চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে – ক) তুলি খ) ব্রোঞ্জের শলাকা গ) হাড় ঘ) নল খাগড়া
১.৭) অনুসর্গ মাত্রই – ক) প্রত্যয় খ) সর্বনাম গ) ধাতু ঘ) অব্যয়
২) পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১*৮=৮
২.১) ‘লাঠি তোমার দিন ফুরাইয়াছে’ – কথাটি কে বলেছিলেন?
২.২) ‘সূচিপত্রেও নাম রয়েছে’ – সূচিপত্রে কী লেখা ছিল?
২.৩) ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’ – কেন?
২.৪) ‘চিরচিহ্ন দিয়ে গেল’ – চিরচিহ্ন বলতে কী বোঝানো হয়েছে?
২.৫) ‘তবু তো কজন আছি বাকি’ – কারা বাকি আছে?
২.৬) তিলে তেল হয় – রেখাঙ্কিত পদটি কী কারক?
২.৭) নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।
২.৮) নির্দেশক বলতে কী বোঝ?
৩) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৩*২=৬
৩.১) ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের’ – কখন এবং কেন তপনের এরকম অনুভুতি হয়েছিল? ৩
৩.২) ‘সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না’ – ‘সে’ কে? ‘আমি আর কখনো ফিরে আসবো না’ বলার কারণ কী? ১+২
৩.৩) ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ – ‘মানহারা মানবী’ কে? কেন সে মানহারা মানবীর দ্বারে দাঁড়াবে? ১+২
৪) যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
৪.১) ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
৪.২) ‘অসুখী একজন’ কবিতাটিকে যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা তা আলোচনা করো। ৫
৪.৩) ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন এবং কেন? ২+৩
৪.৪) ‘আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে’ – কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এ বিষয়ে লেখকের মতামত কী? ১+১+৩
৫) যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
৫.১) ‘আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না’ – বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন? ১+৪
৫.২) জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ কী বলেছিল তা লেখো। ৩+২
৬) বঙ্গানুবাদ করোঃ ৪
A newspaper is very useful in our life. It helps us in many ways. By reading newspapers we come to know the many things. Twentieth century was an age of newspaper.