orthonoitik-karjaboli-mcq-question-answers

অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর 

। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল :  

 

১) ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষের ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় – অর্থনৈতিক ভূগোল 

২) ‘অর্থনৈতিক ভূগোলে মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়’ বলেছেন – জিমারম্যান 

৩) পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ – প্রথম 

৪) খনির শ্রমিক যে ধরণের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত – প্রথম স্তরের 

৫) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত – তৃতীয় ক্ষেত্র

৬) সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত – পরামর্শদান 

৭) সেবাক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় – গোলাপি পোশাকের কর্মী 

৮) যে অর্থনৈতিক কাজকর্ম সম্পূর্ণ প্রতিষ্ঠান নির্ভর – চতুর্থ স্তরের 

৯) মানুষের বিবিধ প্রকার পেশাকে এককথায় বলা যায় – অর্থনৈতিক ক্রিয়াকলাপ 

১০) পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ – প্রাথমিক 

১১) Three Sector Hypothesis ধারণাটি করেন – ক্লার্ক ও ফোরাসাইট 

১২) পুরোনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ যে শিল্প নামে পরিচিত – হেরিটেজ

১৩) ‘নির্মাণ শিল্প’ যে প্রকার অর্থনৈতিক কাজের সাথে যুক্ত – মাধ্যমিক 

১৪) যেটি প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ – খনিজ আহরণ 

১৫) ভারতে নিয়োজিত জনসংখ্যা অর্থনীতির যে ক্ষেত্রে সর্বাধিক – প্রাথমিক 

১৬) কালো পোশাকের কর্মী প্রথম স্তরের যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত – খনিজ উত্তোলন 

১৭) রংহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয় – কর্মহীন 

১৮) সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে আখ্যায়িত হন – সবুজ পোশাকের কর্মী 

১৯) সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী যে পোশাকের কর্মী – হলদে পোশাকের 

২০) ‘think Tank’-রা নিয়োজিত থাকেন অর্থনীতির যে ক্ষেত্রের সাথে – পঞ্চম ক্ষেত্র 

২১) বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী- লাল পোশাকের 

২২) খেলাধূলা, নাটক, থিয়েটার-এর সাথে সম্পর্কিত কর্মীরা অর্থনীতির যে ক্ষেত্রের অন্তর্গত – তৃতীয় 

২৩) প্রথম শ্রেণির অর্থনৈতিক কাজের সাথে বেশি যুক্ত যে দেশের মানুষ – অনুন্নত 

২৪) CEO, Management Executive অর্থনীতির যে ক্ষেত্রের সাথে যুক্ত – কুইনারি 

২৫) ভারতের মোট জাতীয় আয়ের যত শতাংশ প্রাথমিক ক্ষেত্র থেকে আসে – ১৮% 

২৬) অনুন্নত ও উন্নয়নশীল দেশের অধিকাংশ মানুষের কাজ হল – কৃষি ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহ 

২৭) ৬০০০ খ্রিঃপূঃ উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ কাজের মধ্য দিয়ে সূচনা হয় অর্থনীতির – প্রাথমিক ক্ষেত্রের 

২৮) সপ্তদশ থেকে উনিশ শতকের মধ্যে অর্থনীতির যে ক্ষেত্রের কাজের বিকাশ লাভ ঘটে – দ্বিতীয় ক্ষেত্রের 

২৯) গুদামজাতকরণ ও বিপণন যে প্রকার অর্থনৈতিক কাজ – পরিষেবামূলক 

৩০) প্রাকৃতিক সম্পদের সাথে যে স্তরের কার্যাবলি জড়িত – প্রাথমিক স্তর 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণিবিভাগ MCQ প্রশ্নের উত্তর 

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top