দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন
দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন প্রদান করা হলো। দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রস্তুতির জন্য দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নপত্রটি সমাধান করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
দশম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস প্রশ্ন :
দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা
বিষয়ঃ-ইতিহাস, সময়ঃ- ১ঘন্টা ৩০ মিনিট
বিভাগ- ক
১) সঠিক উত্তর নির্বাচন করোঃ- ১*১০=১০
১.১) ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলেননি-
ক) কার্ল মার্কস খ) আর.পি.দত্ত গ) জে.বি. নর্টন ঘ) ডিসরেলি
১.২) মহারানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ রূপে আখ্যায়িত করা হয়-
ক) ১৮৫৮ খ্রিঃ ২রা আগষ্ট খ) ১৮৫৮ খ্রিঃ ১লা নভেম্বর গ) ১৮৫৭ খিঃ ঘ) ১৮৭৭ খ্রিঃ
১.৩) রামতনু লাহিড়ি সভাপতিত্ব করেছিলেন-
ক) সর্বভারতীয় জাতীয় সম্মেলনে খ) ভারতসভায় গ) জাতীয় কংগ্রেসে ঘ) টাউন হল সভায়
১.৪)বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা-
ক) সমাচার দর্পণ খ) দিগদর্শন গ) সংবাদ দর্শন ঘ) বাংলা গেজেট
১.৫) ডা. মধুদুদন গুপ্ত যার ত্তত্বাবধানে ১৮৩৬ খ্রিঃ প্রথম শবব্যবচ্ছেদ করেন
ক) ডা. বেক খ) ডা. মার্ক ক্লার্ক গ) ডা. হ্যারি টিম্বার ঘ) ডা. গুডিভ
১.৬) বিশ্বভারতি প্রতিষ্ঠা করেন-
ক) দেবেন্দ্র নাথ ঠাকুর খ) দ্বারকানাথ ঠাকুর গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) রথীন্দ্রনাথ ঠাকুর
১.৭) বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-
ক) বিহারে খ) যুক্ত প্রদেশে গ) রাজস্থানে ঘ) মহারাষ্ট্রে
১.৮) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়-
ক) ১৯১৮ খ্রিঃ খ) ১৯২০ খ্রিঃ গ) ১৯২১ খ্রিঃ ঘ) ১৯২২ খ্রিঃ
১.৯) A.I.T.U.C এর প্রথম সম্পাদক হলেন-
ক) দেওয়ান চমনলাল খ) লালা লজপত রায় গ) জোসেফ ব্যাপ্তিস্তা ঘ) পি. সি. যোশি
১.১০) ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
ক) ইন্ডিয়ান লিগ খ) ভারতসভা গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা ঘ) জমিদার সভা
বিভাগ- খ
২) যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ ২*৫=১০
২.১) ১৯৩৯ খ্রিঃ কংগ্রেসের ত্রিপুরি অধিবেশন জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল?
২.২) কোন অভিযোগের ভিত্তিতে সরকার ১৯২৯ খ্রিঃ মিরাট মামলা দায়ের করেছিল?
২.৩) কোন মৌলিক উদ্দেশ্যে জগদীশচন্দ্র বসু ‘Bose Institute’ স্থাপন করেছিলেন?
২.৪) বিজ্ঞান চর্চায় ‘স্কুল বুক সোসাইটি’র সাফল্য কী?
২.৫) ‘ইলবার্ট বিল’ এর প্রতিবাদে ব্রান্সন গোষ্ঠী কোন দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
২.৬) স্বামী বিবেকানন্দ তাঁর ‘বর্তমান ভারত’ গ্রন্থে ‘শুদ্র জাগরণ’ বলতে ঠিক কী বুঝিয়েছেন?
২.৭) অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’ চিত্রটি কোন অর্থে জাতীয়তার বার্তাবাহক?
বিভাগ- গ
৩) নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪*৩=১২
৩.১) ১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?
অথবা, মহারানির ঘোষণাপত্র কী?
৩.২) কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ এর ভূমিকা কী ছিল?
অথবা, বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক শ্রেণি কী ভূমিকা নিয়েছিল?
৩.৩) অহিংস অসহযোগ আন্দলনের সময় কৃষক আন্দোলন কীরুপ আকার ধারণ করেছিল?
অথবা, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো।
বিভগ- ঘ
8) নিম্নলিখিত যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ ৮*১=৮
৪.১) ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ব্যাখ্যা করো।
৪.২) মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো।
৪.৩) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।