ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সহায়তায় ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার (Class Twelve Bengali 3rd Semester) পরীক্ষায় ধ্বনিতত্ব থেকে এই ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ধ্বনিতত্ব MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার :
১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা- ৭টি
২) শ, ষ, স এই ধ্বনি তিনটি হল- উষ্ম ধ্বনি
৩) ঘোষ শব্দের অর্থ হল- নাদ
৪) ‘র’ ধ্বনিটি হল- কম্পিত ধ্বনি
৫) ‘ল’ ধ্বনিটি হল- পার্শ্বিক ধ্বনি
৬) দন্তমূলীয় বর্ণের উদাহরণ হল- স
৭) ‘হ’ ধ্বনিটি হল- উষ্ম ও কণ্ঠনালীয়
৮) উষ্ম ধ্বনিটি হল- শ
৯) ‘ভ’ ধ্বনি টি হল- ঘোষ ওষ্ঠ্য
১০) একটি তাড়িত ধ্বনি হল- ড়
১১) মুখের মান্য বাংলার ধ্বনির সংখ্যা- সাত
১২) বিভাজ্য ধ্বনির অপর নাম- খন্ড ধ্বনি
১৩) একটি তাড়িত ধ্বনি হল- ড়্
১৪) একটি উষ্ম ধ্বনি হল- শ্
১৫) বাগধ্বনি প্রধানত যত প্রকার- দুই
১৬) খণ্ডধ্বনিকে বলা হয়- বিভাজ্য ধ্বনি
১৭) বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা- ৩০ টি
১৮) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে- গুচ্ছধ্বনি
১৯) ‘ল্’ ধ্বনিটি- পার্শিক ধ্বনি
২০) বাগ্ যন্ত্রের অন্তর্ভুক্ত নয়- কর্ণ
২১) ‘Phonology’ বলতে বোঝায়- ধ্বনিতত্ত্ব
২২) পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনার সমাবেশকে বলে- গুচ্ছ ধ্বনি
২৩) নূন্যতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া চাই- একই ভাষার
২৪) শ্,স্, হ্ বর্ণগুলি- উষ্ম ধ্বনি
২৫) ঙ্, ঞ্, ন্, ঙ্, ম্ বর্ণগুলি- নাসিক্য ধ্বনি
২৬) বিভাজ্য ধ্বনিকে ভাগে ভাগ করা যায়- দুটি ভাগে
২৭) দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, যতি হলো- অবিভাজ্য ধ্বনি
২৮) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা- চারটি
২৯) ‘র্’ ধ্বনিটি হলো- কম্পিত
৩০) ড়্, ঢ়্ ধ্বনিটি- তাড়িত
৩১) দুটি ভিন্ন শব্দের মধ্যে নূন্যতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে- ন্যূনতম শব্দজোড়
৩২) একদলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলে- যুক্তধ্বনি
৩৩) বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কমপক্ষে- ২০০টি
৩৪) শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন-সমাবেশ তাকে বলে- যুক্তধ্বনি
৩৫) কন্ঠনালীয় বর্ণটি হল- হ্
৩৬) তিনটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায়- আটটি
৩৭) চারটি ব্যঞ্জন-এর গুচ্ছধ্বনি বাংলায়- একটি
৩৮) একাধিক দল যুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলে তাকে বলে- শ্বাসাঘাত
৩৯) ‘ই’ ও ‘উঃ’ হল- সংবৃত ধ্বনি
৪০) একটি মহাপ্রাণ ধ্বনি হল- ঘ
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
অতিরিক্ত সংযোজন :
১) মুখের মান্য বাংলার স্বরধনির সংখ্যা – সাত
২) বাংলায় প্রচলিত স্বরবর্ণের সংখ্যা – ১১টি
৩) ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হল – বর্ণ
৪) ধ্বনি জুড়ে জুড়ে তৈরি হয় – শব্দ
৫) শব্দ মধ্যস্থিত যে ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিসমষ্টি নিশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হতে পারে এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে, তাকে বলে – অক্ষর
৬) ‘অ্যা’ ধ্বনির উচ্চারণস্থান হল – নিম্নমধ্য, সম্মুখ
৭) ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা হল – Phonology
৮) ভাষা শরীরের সবচেয়ে নীচে রয়েছে যে স্তর – ধ্বনিস্তর
৯) বিভাজ্যধ্বনির মূল দুটি ভাগ হল – স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
১০) উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা যায় – তিন ভাগে
১১) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল – চারটি
১২) বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা – ৭টি
১৩) উপরের দাঁতের সঙ্গে অধরের মিলনে যে ধ্বনির সৃষ্টি হয় তাকে বলে – দন্তৌষ্ঠ্যধ্বনি
১৪) আমাদের দুটি ওষ্ঠের মধ্যে নীচেরটির নাম হল – অধর
১৫) ‘অ্যা’ স্বরধ্বনিটি জিহ্বার যে অবস্থান থেকে উচ্চারিত হয় – নিম্নমধ্য
১৬) জিহ্বার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনি হল – ই
১৭) জিহ্বার পশ্চাৎ অবস্থান থেকে উচ্চারিত স্বরধ্বনি হল – অ
১৮) একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হল – ই
১৯) একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হল – উ
২০) ‘এ’ স্বরধ্বনিটি জিহ্বার যে অবস্থান থেকে উচ্চারিত হয় – উচ্চমধ্য
২১) প, ফ, ব, ভ, ম-ধ্বনিগুলি উচ্চারণ স্থান অনুযায়ী যে প্রকারের ধ্বনি – ওষ্ঠ্যধ্বনি
২২) একটি প্রসূত স্বরধ্বনির উদাহরণ হল – ই
২৩) উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ হল – ও
২৪) একটিমাত্র ধ্বনির পার্থক্যবিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয় – ন্যূনতম শব্দজোড়
২৫) ‘অনেক’ শব্দটিতে যে বর্তুল স্বরধ্বনির উল্লেখ আছে – অ
২৬) একটি বিবৃত স্বরধ্বনির উদাহরণ হল – আ
২৭) একটি কণ্ঠ্যতালব্য স্বরধ্বনির উদাহরণ হল – এ
২৮) ‘ও’ যে প্রকার স্বরধ্বনি – কণ্ঠ্য
২৯) ‘ক্’-ব্যঞ্জনধ্বনিটি উচ্চারণের প্রকার অনুসারে যে প্রকারের – অঘোষ অল্পপ্রাণ
৩০) উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা যায় – ৭ ভাগে
……. নিম্নের PDF LINK -গুলিতে এই প্রশ্নের উত্তরগুলি ছাড়াও আরো অনেক প্রশ্নের উত্তর সংযোজন করা হয়েছে।
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) ধ্বনিতত্ব MCQ SET 2
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) ধ্বনিতত্ব MCQ SET 3
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৪) ধ্বনিতত্ব MCQ SET 4
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৫) ধ্বনিতত্ব MCQ SET 5
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে