প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন । একাদশ শ্রেণি
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আরো একটি প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন । একাদশ শ্রেণি প্রশ্নপত্র প্রদান করা হলো। একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে এই প্রশ্নপত্রটি সহায়ক হয়ে উঠবে।
প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন । একাদশ শ্রেণি :
শ্রেণিঃ একাদশ বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান
বিষয় এককঃ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায়
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ৪০ মিনিট
১) রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়?
ক) প্রাচীন গ্রিসে
খ) মিশরে
গ) রোমে
ঘ) ইরাকে
২) ‘দ্য পলিটিকাল সিস্টেম’ গ্রন্থের রচয়িতা কে?
ক) ডেভিড ইস্টন
খ) রবার্ট ডাল
গ) চার্লস মেরিয়াম
ঘ) সিডনি ভারবা
৩) ‘পলিটিকস্’ শব্দটির উদ্ভব কোন্ শব্দ থেকে?
ক) ইংরেজি
খ) গ্রিক
গ) রোমান
ঘ) জার্মান
৪) “রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়”-অভিমতটি কার?
ক) আচরণবাদীদের
খ) ভাববাদীদের
গ) মার্কসবাদীদের
ঘ) পুঁজিবাদীদের
৫) রাষ্ট্রবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে?
ক) সরকার
খ) প্রকৃতি
গ) রাষ্ট্র
ঘ) রাষ্ট্র ও সরকার
৬) রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল-
ক) সরকার
খ) রাজনৈতিক দল
গ) স্বার্থগোষ্ঠী
ঘ) সংঘ বা প্রতিষ্ঠান
৭) রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হল-
ক) সরকার
খ) সার্বভৌমত্ব
গ) স্থায়িত্ব
ঘ) অখণ্ডতা
৮) রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল-
ক) ভৌগোলিক অবস্থান
খ) জনগণ
গ) সার্বভৌমত্ব
ঘ) রাজনৈতিক দল
৯) রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন-
ক) উইলসন
খ) ল্যাস্কি
গ) গার্নার
ঘ) বার্জেস
১০) সরকার বলতে কী বোঝায়?
ক) আইন বিভাগকে
খ) বিচার বিভাগকে
গ) শাসন বিভাগকে
ঘ) আইন, শাসন ও বিচার বিভাগকে
১১) ভোটদানের অধিকার একটি কীরূপ অধিকার?
ক) সামাজিক
খ) পৌর
গ) রাজনৈতিক
ঘ) অর্থনৈতিক
১২) বিদেশিরা কীরূপ অধিকার ভোগ করেন না?
ক) ব্যক্তিগত
খ) সামাজিক
গ) অর্থনৈতিক
ঘ) রাজনৈতিক
১৩) দ্বৈত নাগরিকত্ব চালু আছে কোথায়?
ক) ভারতে
খ) ব্রিটেনে
গ) আমেরিকায়
ঘ) ফ্রান্সে
১৪) গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল-
ক) সুনাগরিকতা
খ) বিচ্ছিন্নতা
গ) স্বার্থপরতা
ঘ) উদাসীনতা
১৫) “কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়”-কে বলেছেন?
ক) ভলতেয়ার
খ) রুশো
গ) লর্ড ব্রাইস
ঘ) অ্যারিস্টট্ল
১৬) আইন মান্য করা কীরূপ কর্তব্য?
ক) পরিবারের প্রতি কর্তব্য
খ) সমাজের প্রতি কর্তব্য
গ) রাষ্ট্রের প্রতি কর্তব্য
ঘ) বিশ্বের প্রতি কর্তব্য
১৭) নাগরিক একটি রাষ্ট্রের কীরূপ বাসিন্দা?
ক) স্থায়ী
খ) অস্থায়ী
গ) চিরস্থায়ী
ঘ) সাময়িক
১৮) রাজনৈতিক অধিকার ভোগ করে না-
ক) মন্ত্রীরা
খ) অধিবাসীরা
গ) নাগরিকরা
ঘ) বিদেশিরা
১৯) সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?
ক) বিচার বিভাগ
খ) শাসন বিভাগ
গ) আইনসভা
ঘ) মন্ত্রীসভা
২০) দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের কোন্ বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয়?
ক) আইন বিভাগের
খ) বিচার বিভাগের
গ) শাসন বিভাগের
ঘ) আমলাতন্ত্রের
২১) ব্রিটেনের সংবিধান কীরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ?
ক) লিখিত
খ) দুষ্পরিবর্তনীয়
গ) অলিখিত
ঘ) নীতিসংঘবদ্ধ
২২) Constitution শব্দটি এসেছে-
ক) লাতিন শব্দ থেকে
খ) স্প্যানিশ শব্দ থেকে
গ) রোমান শব্দ থেকে
ঘ) জার্মান শব্দ থেকে
২৩) জরুরি অবস্থা বা সংকটকালীন পরিস্থিতিতে কোন্ সংবিধান অধিকতর উপযোগী?
ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
খ) মিশ্র সংবিধান
গ) সুপরিবর্তনীয় সংবিধান
ঘ) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান
২৪) কোন সংবিধান যুক্তরাষ্ট্রের পক্ষে অনুপযোগী?
ক) দুষ্পরিবর্তনীয় সংবিধান
খ) মিশ্র সংবিধান
গ) সুপরিবর্তনীয় সংবিধান
ঘ) অনমনীয় সংবিধান
২৫) পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল-
ক) ব্রিটেনের
খ) মার্কিন যুক্তরাষ্ট্রের
গ) রাশিয়ার
ঘ) ভারতের
২৬) ‘Modern Constitution’ বইটির রচয়িতা হলেন-
ক) কে সি হোয়ার
খ) সি এফ স্ট্রং
গ) এ ভি ডাইসি
ঘ) লর্ড ব্রাইস
২৭) সমস্তরকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে-
ক) নাগরিকের কাছে
খ) বিদেশির কাছে
গ) নাগরিক ও বিদেশি উভয়ের কাছে
ঘ) কারো কাছেই নয়
২৮) ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ______ বছর বয়সে।
ক) ১৫
খ) ১৮
গ) ২০
ঘ) ২১
২৯) একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না একাধিক-
ক) পৌরসভার
খ) রাজ্যের
গ) রাষ্ট্রের
ঘ) সংঘের
৩০) কোন্ দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন?
ক) চিন
খ) জাপান
গ) মায়ানমার
ঘ) পাকিস্তান
by Anupam Dhar
What’s App: 7001880232
Founder of: www.sikkhalaya.in & www.wbnotes.in
শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরগুলি দিয়ে দেওয়া হলোঃ
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে