জ্ঞানচক্ষু গল্পের SAQ প্রশ্নের উত্তর 

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য জ্ঞানচক্ষু গল্পের SAQ প্রশ্নের উত্তর  প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষা দিতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীরা এই SAQ প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

জ্ঞানচক্ষু গল্পের SAQ প্রশ্নের উত্তর :  

 

১) “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো”- কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো?

উঃ তপনের নতুন ছোটো মেসোমশাই গল্প লেখেন এবং তাঁর লেখা গল্প ছাপাও হয়- একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায়। 

২) “এ বিষয়ে সন্দেহ ছিলো তপনের”- কোন বিষয়ের কথা বলা হয়েছে?

উঃ লেখকেরাও যে তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো একজন সাধারণ মানুষ এই বিষয়ে সন্দেহ ছিলো তপনের। 

৩) কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়?

উঃ লেখক নতুন ছোটো মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। 

৪) “ছোটমাসি সেইদিকেই ধাবিত হয়”- কোন দিকে?

উঃ তপনের লেখা গল্প নিয়ে তাঁর ছোটো মাসি ছোটো মেসোর দিকে ধাবিত হয়। 

৫) “একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে”- কে, কী ছাপানোর কথা বলেছেন?

উঃ তপনের নতুন ছোটো মেসোমশাই তপনের লেখা গল্প প্রথম দিন ছাপানোর কথা বলেছে। 

৬) “এইসব মালমশলা নিয়ে বসে”- কীসের কথা বলা হয়েছে?

উঃ তপনের সমবয়সীদের রাজা-রানি, খুন-জখম-অ্যাক্সিডেন্ট বা অনাহারে মৃত্যুর মতো বিষয়গুলি নিয়ে গল্প লেখার কথা বলা হয়েছে। 

৭) তপনের গল্প পড়ে ছোটমাসি কী বলেছিল?

উঃ ছোটোমাসি জানতে চেয়েছিল যে তপন কোনো জায়গা থেকে গল্পটি ‘টুকলিফাই’ করেছে কিনা।

৮) বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের?

উঃ ছোটো মেসো ও মাসি সন্ধ্যাতারা পত্রিকা হাতে তাদের বাড়িতে বেড়াতে এলে তার লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই আশায় তপনের বুকের রক্ত ছলকে ওঠে। 

৯) “সূচিপত্রেও নাম রয়েছে”- সূচিপত্রে কী লেখা ছিল?

উঃ সূচিপত্রে তপনের লেখা গল্পের নাম লেখা ছিল “প্রথম দিন”। 

১০) “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”- কথাটি কী ছিল?

উঃ তপনের আনকোরা হাতের লেখা গল্প তার ছোটো মেসো ‘কারেকশন’ করে দেওয়ায় গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে- এই কথাটি ছড়িয়ে পড়েছিল। 

১১) “গল্প ছাপানো হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না”- উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী?

উঃ গল্পটি ছাপানোর জন্য ছোটো মেসোর কৃত্বিত্ব প্রচারিত হলে এবং কারেকশনের নামে তার গল্পটি একপ্রকার লিখে দেওয়ার কথা বাড়ির সকলের আচরণে প্রকাশিত হলে তপনের গুরুত্ব কমে যায় বলে গল্প প্রকাশিত হওয়ার যে আনন্দ তপনের হওয়ার কথা ছিলো তা হয় নি। 

১২) “বাবা, তোর পেটে পেটে এত!”- কথাটি কে বলেছেন?

উঃ প্রশ্নোক্ত মন্তব্যটির বক্তা হলেন তপনের মা। 

১৩) দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কী ছিল?

উঃ দুঃখের মুহুর্তে তপন সংকল্প করে যে, যদি কখনও সে নিজের লেখা ছাপতে দেয় তবে সে নিজে গিয়েই দেবে, অপরের উপরে সে আর নির্ভরশীল থাকবে না।

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

জ্ঞানচক্ষু গল্পের SAQ প্রশ্নের উত্তর 

জ্ঞানচক্ষু গল্পের MCQ TEST প্রদান করতে এই লিঙ্কটি অনুসরণ করতে হবে

gyanchokkhu mcq test 

জ্ঞানচক্ষু গল্পের সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?