লিঙ্গ । বাংলা ব্যাকরণ

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বাংলা ব্যাকরণের অন্তর্গত লিঙ্গ সম্পর্কে বিষদ আলোচনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই লিঙ্গ আলোচনা পাঠ করে তাদের বাংলা ব্যাকরণের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

লিঙ্গ । বাংলা ব্যাকরণ : 

১) লিঙ্গ কাকে বলে?
উঃ যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায়, তাকে লিঙ্গ বলে।
২) লিঙ্গ কয় প্রকার ও কি কি?
উঃ লিঙ্গ চার প্রকার। যথা –
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ
৩) পুংলিঙ্গ কাকে বলে?
উঃ যেসব শব্দ পুরুষ জাতিকে বােঝায়, তাদের পুংলিঙ্গ বলে।
যেমন—মানুষ, শিক্ষক, ছাত্র, গােয়ালা, সিংহ ইত্যাদি।
৪) স্ত্রী লিঙ্গ কাকে বলে?
উঃ যেসব শব্দ স্ত্রী জাতিকে বােঝায়, তাদের স্ত্রীলিঙ্গ বলে।
যেমন— মা, ছাত্রী, শিক্ষিকা, সিংহী, ইত্যাদি।
৫) ক্লীবলিঙ্গ কাকে বলে?
উঃ এমন কিছু শব্দ আছে যাদের দ্বারা পুরুষ অথবা স্ত্রী না বুঝিয়ে অচেতন বস্তুকে বােঝায়, তাদের ক্লীবলিঙ্গ বলে।
যেমন – গাছ, ফুল, জামা, বাড়ি, পর্বত, বৃক্ষ ইত্যাদি।
৬) উভয় লিঙ্গ কাকে বলে?
উঃ যেসব শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে বােঝানাে হয়, তাদের উভয় লিঙ্গ বলে।
যেমন – ডাক্তার, শিশু, বন্ধু, কবি, শিল্পী ইত্যাদি।
৭) নিত্য পুংলিঙ্গ কাকে বলে? নিত্য পুংলিঙ্গের উদাহরণ দাও।
উঃ কতগুলি পুংলিঙ্গ শব্দ আছে যাদের কোন স্ত্রীলিঙ্গ হয় না। এদের নিত্য পুংলিঙ্গ বলে।
যেমন- কাপুরুষ, পুরােহিত, মৃতদার, কৃতদার, কবিরাজ, বিপত্নীক ইত্যাদি।
৮) নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে? নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ দাও।
উঃ আবার কতকগুলি স্ত্রীলিঙ্গ শব্দ আছে যাদের পুংলিঙ্গ হয় না। এদের নিত্য স্ত্রীলিঙ্গ বলে।
যেমন – দেবতা, যােগিনী, বিধবা, সধবা, সতীন, ধাই, এয়াে, অবীরা, দুগ্ধবতী, গর্ভবতী, তড়িৎ, বিদ্যুৎ, সত্মা, অবলা, প্রতিমা, যামিনী ইত্যাদি।
৯) উভয় লিঙ্গ শব্দ কাকে বলে? উভয় লিঙ্গ শব্দের উদাহরণ দাও।
উঃ বাংলায় কতকগুলি শব্দ আছে যাদের উভয় লিঙ্গ শব্দ বলা হয়।
যেমন – শিশু, সন্তান, দমপতি, শাবক, বাচ্চা, ছানা, ছাগলছানা ইত্যাদি।

লিঙ্গ পরিবর্তনঃ 

‘আ’ প্রত্যয় যোগে
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
মহাশয়মহাশয়াপ্রিয়প্রিয়া
শ্রেষ্ঠশ্রেষ্ঠাঅধমঅধমা
পাপিষ্ঠপাপিষ্ঠাউত্তমউত্তমা
শারদীয়শারদীয়ানবীননবীনা
অশ্বঅশ্বাবয়স্কবয়স্কা
ভীতভীতাকৃপণকৃপণা
মাননীয়মাননীয়াপূজনীয়পূজনীয়া
চঞ্চলচঞ্চলাশীষ্যশীষ্যা
ক্ষুদ্রক্ষুদ্রামনোহরমনোহরা
রমনীয়রমণীয়াশিক্ষিতশিক্ষিতা
দরিদ্রদরিদ্রাচতুরচতুরা
লজ্জিতলজ্জিতাকোমলকোমলা
নির্মলনির্মলাকোকিলকোকিলা
নিন্দিতনিন্দিতাহীনহীনা
কল্যাণীয়কল্যাণীয়াঅপমানিতঅপমানিতা

কিছু কিছু ‘অক’ ভাগান্ত পুংলিঙ্গ শব্দের স্ত্রীলিঙ্গ করার সময় ‘অক’ স্থানে ‘ইক’ হয় এবং শেষে ‘আ’ যােগ হয়। যেমন-

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বালকবালিকাপালকপালিকা
শিক্ষকশিক্ষিকাসাধকসাধিকা
গায়কগায়িকাপাচকপাচিকা
সেবকসেবিকাবাহকবাহিকা
নায়কনায়িকাশ্যালকশ্যালিকা
অধ্যাপকঅধ্যাপিকাপরিচালকপরিচালিকা
অভিভাবকঅভিভাবিকাগ্রাহকগ্ৰাহিকা
লেখকলেখিকাঘোষকঘোষিকা
চালকচালিকাসম্পাদকসম্পাদিকা

‘ঈ’ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
নদনদীমৃগমৃগী
মানবমানবীঘোটকঘোটকী
ঈশ্বরঈশ্বরীপুত্রপুত্রী
কিশোরকিশোরীবৈষ্ণববৈষ্ণবী
দাসদাসীছাত্রছাত্রী
তরুণতরুণীকাকাকাকী
গরুগৌরীদৌহিত্রদৌহিত্রী
দানবদানবীচাতকচাতকী
সহচরসহচরীসুন্দরসুন্দরী

আনী’ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
শিবশিবানীমহেন্দ্রমহেন্দ্রানী
ভবভবানীমাতুলমাতুলানী
বরুণবরুণানীইন্দ্রইন্দ্রানী

ভিন্ন শব্দ দ্বারা:-

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
পিতামাতাজনকজননী
স্বামীস্ত্রীযুবক/যুবাযুবতী
পুত্রকন্যাসভাপতিসভানেত্রী
বরবধূপুরুষনারী
বাপমাভ্রাতাভগিনী
রাজারানীকর্তাগিন্নী

স্ত্রীবোধক শব্দ যোগে:-

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
কবিমহিলা কবিপ্রভুপ্রভুপত্নী
ঔপন্যাসিকমহিলা ঔপন্যাসিকশিল্পীমহিলা শিল্পী
কর্মীমহিলা কর্মীসাহিত্যিকমহিলা সাহিত্যিক
কৃষক পুত্রকৃষক দুহিতামুনিমুনি পত্নী
বেটাছেলেমেয়েছেলেবোনপোবোনঝি
ডাক্তারলেডি ডাক্তারকামারকামার বৌ

PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS

লিঙ্গ । বাংলা ব্যাকরণ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?