nanarokom-sobdo-question-answers

নানারকম শব্দ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ

সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নানারকম শব্দ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে প্রদান করা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমাদের নোট বিভাগে সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে।

নানারকম শব্দ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ : 

 

১) যৌগিক শব্দঃ 

যে শব্দের অর্থ প্রকৃতি-প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায়, তাকে যৌগিক শব্দ বলে। 

যেমন – স্মরণীয়, গায়ক ইত্যাদি। 

 

২) রূঢ় শব্দঃ

যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই, তাকে রূঢ় শব্দ বলে। 

যেমন – হরিণ, মন্ডপ ইত্যাদি। 

 

৩) যোগরূঢ় শব্দঃ

যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা সম্পর্ক থাকলেও, অন্য অর্থগুলির থেকে একটি অর্থই বিশেষ হয়ে যায়, তাকে যোগরূঢ় শব্দ বলে। 

যেমন – পঙ্কজ, বাঁশি ইত্যাদি। 

 

৪) অর্থগত দিক থেকে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উঃ অর্থগত দিক থেকে শব্দকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা – যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগরূঢ় শব্দ। 

 

৫) গঠনগত দিক থেকে শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উঃ গঠনগত দিক থেকে শব্দকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা – মৌলিক শব্দ ও সাধিত শব্দ। 

 

৬) শব্দদ্বৈতঃ 

উঃ একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে, শব্দের প্রয়োগকে শব্দদ্বৈত বলে।

যেমন – লাখ লাখ, মিনিটে মিনিটে ইত্যাদি। 

 

৭) ধ্বন্যাত্মক শব্দঃ 

উঃ যে সব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্যবস্তুর ধ্বনি বা কোনো অনুভূতিগাহ্য কোনো অবস্থার দোত্যনা ফুটে ওঠে, তাদের ধ্বন্যাত্মক শব্দ বলে। 

যেমন – ছম ছম, ঢং ঢং ইত্যাদি। 

 

৮) ধ্বন্যাত্মক শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী?

উঃ ধ্বন্যাত্মক শব্দকে দুটি ভাগে ভাগ করা হয়। যথা – ধ্বনিপ্রকাশক (ঝির ঝির, টুং টাং) ও ভাবপ্রকাশক (ঝিম ঝিম, চট চট)।

নিম্নের PDF LINK -টি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

নানারকম শব্দ

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নের উত্তর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top