অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বড়ো প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বড়ো প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা অস্ত্রের বিরুদ্ধে গান বড়ো প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বড়ো প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

 

১) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখার মর্মার্থ কী?  ২+৩=৫ 

উৎসঃ

        কবি “জয় গোষ্মামী” রচিত “পাতার পোশাক” কাব্যগ্রন্থের অন্তর্গত “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতাটি বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এক আশ্চর্য দলিল। 

কবির অস্ত্র ফেলতে চাওয়ার কারণঃ

হিংস্রতায় পরিপূর্ণ এই পৃথিবীতে অস্ত্রের পিছনে দেদার অর্থ খরচ হচ্ছে; কিন্তু অন্যদিকে নিরন্ন ও কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই অঙ্গ ফেলতে বলার কারণ চলেছে। সামাজিক বৈষম্য বাড়ছে ক্রমাগত। সমরাস্ত্রে সজ্জিত দেশগুলি নিজেদের প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য একতা, সৌভ্রাতৃত্ব ও মানবিকতার মতো চিরস্তন মূল্যবোধগুলিকে ধ্বংস করতে উদ্যত।

অস্ত্রের ব্যবহারে মানুষের মনুষ্যত্ব-বিরোধী মঙ্গল কামনায় উদ্বুদ্ধ হওয়ার নেতিবাচক দিকের চরমতম প্রকাশ ঘটে। তাই তাকে বিসর্জন দেওয়াই উচিত। এজন্যেই বিবেকের কাছে দায়বদ্ধ কবি অস্ত্র ত্যাগ করে মানবজাতির মঙ্গল কামনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

অস্ত্র পায়ে রাখার মর্মার্থঃ

অস্ত্র কোনোদিন সভ্যতার নিয়ামক হতে পারে না। সে মানুষের হিংস্রতা, প্রভুত্ব ও ভীতি প্রদর্শনের হাতিয়ার রূপে প্রতিপন্ন হয়। তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলা যায়- অস্ত্র নয়, জয়ী হোক মানবতা। আর এই মানবতার উন্মেষ ঘটাতে, শুভ বুদ্ধির উদয় ঘটাতে, কবি মনে করেন সর্বপ্রথম অস্ত্রকে ত্যাগ করতে হবে। নিজের বিবেকবোধের চরণে অস্ত্রকে সমর্পণ করতে হবে-

“অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে”

এই অস্ত্র পায়ে রাখার অর্থ অস্ত্র ত্যাগ ও বিসর্জন। কবির মতে এই ত্যাগের মধ্য দিয়েই মানুষ তার নেতিবাচক প্রবৃত্তিকে অবদমন করতে পারবে।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বড়ো প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দশম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। অথবা, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে ফেলার তাৎপর্য লেখো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৩) ‘অস্ত্র’ ও ‘গান’ কীভাবে পরস্পরের বিরোধী হয়ে উঠেছে তা কবি জয় গোষ্মামীর ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতা অবুসরণে লেখো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে

অস্ত্রের বিরুদ্ধে গান - জয় গোষ্মামী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top