পথের দাবী গল্পের বড়ো প্রশ্নের উত্তর

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পথের দাবী গল্পের বড়ো প্রশ্নের উত্তর প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষা দিতে চলা দশম শ্রেণির শিক্ষার্থীরা এই পথের দাবী বড়ো প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

পথের দাবী গল্পের বড়ো প্রশ্নের উত্তর : 

১) ‘পথের দাবী’ গদ্যাংশ অবলম্বনে রামদাস তলওয়ারকরের চরিত্রের পরিচয় দাও। ৫

উৎসঃ

   বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার “শরৎচন্দ্র চট্টোপাধ্যায়” রচিত রাজনৈতিক উপন্যাস “পথের দাবী” থেকে আমাদের পাঠ্য “পথের দাবী” রচনাংশটি গ্রহণ করা হয়েছে।

রামদাস তলওয়ারকরের পরিচয়ঃ

এই গল্পের অন্যতম একটি সহায়ক চরিত্র হলো রামদাস তলওয়ারকর।সে অপূর্বর সহকর্মী। পেশায় রামদাস তলওয়ারকর একজন অ্যাকাউন্টেন্ট। তার চরিত্রের বিবিধ বৈশিষ্ট্যাবলী ক্রমান্বয়ে আলোচিত হলো-

সহমর্মীতাঃ

  রামদাস তলওয়ারকরের চরিত্রের একটি প্রধান গুণ হলো তার সহমর্মীতাবোধ। অপূর্বর ঘরে চুরি হওয়া, ইউরোপীয়দের কাছে তার অপমানিত হওয়া, স্টেশনমাস্টারের অমানবিক আচরণ তাকে অপূর্বর প্রতি সহমর্মী করে তুলেছে। তাই সে ব্যাথিত চিত্তে বলেছে- “কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি?”

পরোপকারীঃ

  রামদাস তলওয়ারকর ছিলেন একজন পরোপকারী ব্যক্তি। একাকী অপূর্বর জন্য তাঁর স্ত্রী জলযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন।আবার অপূর্ব যখন ভামো যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তখন রামদাস সব কিছু দেখে রাখার অঙ্গীকার করেছে।

বাস্তববোধঃ

  বাস্তববুদ্ধি সম্পন্ন রামদাস তলওয়ারকর অপূর্ব যখন স্বদেশপ্রেমের কথা বলেছে তখন তাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করে বলেছে- “বাবুজি, এ-সব কথা বলার দুঃখ আছে।”

বিচক্ষণতাঃ

  রেল স্টেশনে ছদ্মবেশধারী গিরিশ মহাপাত্রের সম্পর্কে আমরা বিচক্ষণ রামদাস তলওয়ারকরকে কৌতুহলী হতে লক্ষ্য করি।তাই তার কপালে আমরা চিন্তার ভাঁজ দেখতে পাই।

  অতএব, গল্প ঘটনায় রামদাস তলওয়ারকর এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সার্থক চরিত্রের মর্যাদা প্রাপ্ত হয়েছে।

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পথের দাবী গল্পের বড়ো প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দশম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) ‘পথের দাবী’ রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো।   ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৩) “পথের দাবী” গদ্যাংশ অবলম্বনে গিরীশ মহাপাত্রের চরিত্রের পরিচয় দাও। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৪) “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল”- এরপর পুলিশস্টেশনে কী পরিস্থিতি তৈরি হল,তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। ৫ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৫) “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে”- বাবুটি কে? তার স্বাস্থ্য এবং ষোলয়ানা শখের পরিচয় দাও। ১+৪

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

পথের দাবী গল্পের প্রশ্নের উত্তরগুলি দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । দশম শ্রেণি বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top