proloyollas-mcq-question-answers

প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা প্রলয়োল্লাস MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে প্রলয়োল্লাস কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

১) মহাকালের চণ্ড – রূপে ‘ আসছেন- সৃষ্টির দেবতা

২) ‘উল্কা ছুটায় নীল খিলানে’— ‘ নীল খিলান ‘ বলতে এখানে বোঝানো হয়েছে – আকাশকে

৩) ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘রথঘর্ষর’ বলতে বোঝানো হয়েছে – রথের চাকায় ঘর্ষণের শব্দ

৪) যে ‘ভেঙে আবার গড়তে জানে’ তার নাম হল – চিরসুন্দর

৫) বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে , তা হল- প্রদীপ

৬) সুন্দর যার বেশে আসছে , সে হল – কাল- ভয়ংকর

৭) ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট ব্যবহৃত হয়েছে- উনিশ বার 

৮) ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়’- ‘দ্বাদশ রবি’ বলতে বোঝানো হয়েছে – বারোটি রবি

৯) ‘জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন’- আসছে- নবীন

১০) ‘অন্ধ কারার বন্ধ কূপে / দেবতা বাঁধা যজ্ঞ-যূপে’- এক্ষেত্রে কবি ‘দেবতা’ বলতে বুঝিয়েছেন-  ভারতীয় বিপ্লবীকে

১১) এবার মহানিশার শেষে বুঝিয়েছেন ক দীর্ঘ রাত্রি শেষে- দীর্ঘ পরাধীনতার শেষে

১২) ‘বিশ্বপিতার বক্ষ-কোলে’- ঝোলে- কৃপাণ

১৩) ‘তোরা সব জয়ধ্বনি কর’- যাঁর জয়ধ্বনি করতে হবে, তিনি হলেন- প্রলয়ংকর শিব

১৪) ‘মৃত্যু-গহন অন্ধকূপে’ বলতে কবি বুঝিয়েছেন- কুসংস্কারগ্রস্ত সমাজ

১৫) বিশ্বমায়ের আসন- মহাকাল ধারণ করে রেখেছেন

১৬) ‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত- অগ্নিবীণা

১৭) ‘তোরা সব ____ কর’ – জয়ধ্বনি

১৮) কবি ‘নূতনের কেতন’ বলেছেন – কালবোশেখির ঝড়কে

১৯) ‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল- ধ্বংসের আনন্দ

২০) ‘প্রলয়োল্লাস’ কবিতাটির মুখ্য উপজীব্য হল- বিপ্লববাদ

২১) অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল, তা হল – সিন্ধুপারের সিংহদ্বারে

২২) ভয়ংকর আসছে – বজ্রশিখার মশাল জ্বেলে

২৩) ‘ঝামর’ শব্দের অর্থ হল – কৃষ্ণবর্ণ

২৪) ধূমকেতুকে ‘জ্বালামুখী’ বলার কারণ হল- ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত

২৫) ‘কৃপাণ’ শব্দটির অর্থ হল – ছোরা

২৬) চরাচর স্তব্ধ হওয়ার কারণ – অট্টরোলের হট্টগোলে

২৭) ‘সপ্ত মহাসিন্ধু দোলে / কপোলতলে’- ‘কপোল’ শব্দের অর্থ হল- গাল

২৮) ‘মাভৈঃ মাভৈঃ’ ধ্বনির তাৎপর্য হল – ভয় না পেয়ে এগিয়ে চল

২৯) ‘মুমূর্ষু’ শব্দের একটি প্রতিশব্দ হল- ভয়ংকর

৩০) ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘শিশু-চাঁদ’ বলতে বোঝানো হয়েছে- সদ্য- উদিত চাঁদ

৩১) ‘প্রলয়োল্লাস’ কবিতাটির প্রকাশকাল হল- ১৯২২ খ্রিস্টাব্দ

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

প্রলয়োল্লাস কবিতার MCQ প্রশ্নের উত্তর

প্রলয়োল্লাস কবিতার সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে

প্রলয়োল্লাস - কাজী নজরুল ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top