সাম্যবাদী MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে সাম্যবাদী MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
সাম্যবাদী MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
Part 1:
১) এই কন্দরে বসে কোরানের সাম্য-গান গেয়েছেন- আরব-দুলাল
২) যে মুনি রাজ্য ত্যাগ করলেন- শাক্যমুনি
৩) বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে বলা হয়- যুগাবতার
৪) মহাবীর প্রতিষ্ঠিত জাতি হলো- ফরাসি
৫) সাঁওতাল, ভীল, গারোদের বলা হয়- ক্ষুদ্র নৃগোষ্ঠী
৬) যুগাবতার বলতে বোঝায়- বিভিন্ন যুগের মনীষীগণ
৭) ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ- বৌদ্ধদের
৮) ‘চক্রবাক’ কাব্যটি লিখেছেন- কাজী নজরুল ইসলাম
৯) কবি লেটো গানের দলের জন্য রচনা করেন- পালাগান
১০) এই মাঠে বসে খোদার মিতা হলেন- নবিরা
১১) চার্বাক মুনি ছিলেন- দার্শনিক
১২) বাঁশির কিশোর মহাগীতা গাইলেন- রণভূমে
১৩) মহাগীতা গাইলেন- রাখাল বালক
১৪) সাম্যের গান বলতে বোঝানো হয়েছে- সমতার গান
১৫) ‘জেন্দা’ একটি- ভাষা
১৬) মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা বোঝানো হয়েছে- পুরনো ধ্যান-ধারণা
১৭) নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন- লেটোর দলে যোগ দেয়ার পর
১৮) প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ১৯১৪ সালে
১৯) ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল আসেন- কলকাতায়
২০) ‘বিদ্রোহী’ কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়- সাপ্তাহিক বিজলী
২১) কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন- ১৮৯৯ খ্রিস্টাব্দে
২২) ১৯৬০ সালে নজরুল যে সম্মাননায় ভূষিত হন- পদ্মভূষণ
২৩) নজরুল এক বছর শিক্ষকতা করেন- গ্রামের মক্তবে
২৪) নজরুল কলকাতায় এসে- সাহিত্যচর্চায় মন দেন
২৫) ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশের পর নজরুল পরিচিতি লাভ করেন- বিদ্রোহী কবি নামে
২৬) বাঙালি পল্টনে নজরুল যোগ দিয়েছিলেন- সৈনিক
২৭) শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন- বেদনার ডাক শুনে
২৮) নীলাচলের ক্ষেত্রে যা প্রযোজ্য- জগন্নাথক্ষেত্র
২৯) পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম- আবেস্তা
৩০) বাঁশির কিশোর হলেন- শ্রীকৃষ্ণ
৩১) হিন্দু-মুসলিম-খ্রিস্টান এক হয়ে গেছে- সাম্যের স্থানে
৩২) মানবের মহা-বেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করেন- শাক্যমুনি
৩৩) যার চেয়ে বড় মন্দির-কাবা নাই- হৃদয়ের
৩৪) ‘সাম্যবাদী’ কবিতা অনুসারে তাজা ফুল ফোটে- পথে
৩৫) নিজ প্রাণ খুলে দেখলে পাওয়া যাবে- সকল শাস্ত্র
৩৬) ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!’- মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে
৩৭) অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে হাসেন- দেবতা-ঠাকুর
৩৮) ঈসা, মুসা যেখানে বসে সত্যের পরিচয় পেলেন- হৃদয়ে
৩৯) যেখানে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে- হৃদয়ে
৪০) সাম্যবাদী কবিতাটি যে ছন্দে লেখা- মাত্রাবৃত্ত
৪১) জরথুস্ট্রপন্থী যে জাতির কথা কবিতায় জানা যায়- পার্সি
৪২) চিনের যে ধর্মগুরুর কথা কবিতায় জানা যায়- কনফুসিয়াস
৪৩) জরথুস্ট্র প্রণিত পারসিকদের ধর্মগ্রন্থ হল- জেন্দাবেস্তা
৪৪) শিখদের ধর্মগ্রন্থের নাম- গ্রন্থসাহেব
৪৫) সব শাস্ত্রের জ্ঞানের কথার খোঁজ পাওয়া যাবে- নিজের প্রাণে
৪৬) মানুষ দেবতা-ঠাকুরকে খোঁজে- মৃত-পুঁথি কঙ্কালে
৪৭) ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ বলতে বোঝানো হয়েছে- পুরোনো ধ্যানধারণা
৪৮) কবিতা অনুসারে মহা-গীতা গাইছেন- বাঁশির কিশোর
৪৯) মাঠে বসে খোদার মিতা হল- নবিরা
৫০) সবচেয়ে বড় মন্দির-কাবা হল- মানব হৃদয়
৫১) কবিতায় ‘সাম্য’ বলতে বোঝানো হয়েছে- সমতার কথা
৫২) বৌদ্ধধর্মের প্রবক্তা- গৌতম বুদ্ধ
৫৩) পার্সি ধর্মের প্রবক্তা- জরথুস্ট্র
৫৪) ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধরমগ্রন্থ হল- কোরান
৫৫) বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন- বুদ্ধ-গয়া
৫৬) কবিতায় ‘আরব দুলাল’ বলতে বোঝানো হয়েছে- হজরত মহম্মদকে
৫৭) কবিতায় কবি যেমন সমাজের স্বপ্ন দেখেছেন- জাতি-ধর্ম-বর্ণের বৈষম্যহীন
৫৮) ‘সাম্যবাদী’ কবিতায় মোট পংক্তি সংখ্যা- ৩২
৫৯) ‘সাম্যবাদী’ কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা- ৫
৬০) কবিতায় পথে যা ফুঁটে উঠেছে- তাজা ফুল
Part 2:
১) ‘সাম্যবাদী’ কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – সাম্যবাদী
২) “যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান” যেখানে এটা সম্ভব – ধর্মব্যবস্থায়
৩) কনফুসিয়াস ছিলেন – চৈনিক দার্শনিক
৪) চার্বাক হল – একটি ভারতীয় দর্শন
৫) কোরান হল – আল্লাহ-র বাণীর সংকলন
৬) ‘ত্রিপিটক’ যাদের ধর্মগ্রন্থ – বৌদ্ধ
৭) ‘জেন্দাবেস্তা’ যাদের ধর্মগ্রন্থ – জরথুস্ট্র
৮) ‘গ্রন্থসাহেব’ যাদের ধর্মগ্রন্থ – শিখদের
৯) “কিন্তু কেন এ পণ্ডশ্রম…?” – কবি যাকে ‘পণ্ডশ্রম’ বলেছেন – ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান
১০) “দোকানে কেন এ দর-কষাকষি?” – কবি এখানে বলতে চেয়েছেন – ধর্মে ধর্মে বিভেদের কথা
১১) কবির মতে ‘তাজা ফুল’ যেখানে ফুটে আছে – পথে
১২) “পথে ফুটে তাজা ফুল” এই ‘তাজা ফুল’ হল – সজীব হৃদয়
১৩) “সকল কালের জ্ঞান’ যেখানে আছে – মানুষের নিজের মধ্যে
১৪) নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে – সকল শাস্ত্র
১৫) ‘দেউল’ শব্দটির উৎস – দেবকুল
১৬) সমস্ত দেবতার মন্দির হল – মানুষের মনে
১৭) ‘মৃত-পুঁথি-কঙ্কালে’ যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন – দেবতা-ঠাকুর
১৮) ‘মৃত-পুঁথি-কঙ্কাল’ বলতে কবি বুঝিয়েছেন – পুথির জ্ঞানের অসারতাকে
১৯) মানুষের হৃদয়কে কবি বলেছেন – অমৃতরূপ
২০) ‘অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’ যিনি হাসেন – দেবতা-ঠাকুর
২১) ‘বন্ধু, বলিনি ঝুট’ কবি যা মিথ্যা বলেননি – মানুষের হৃদয়ের কাছে সমস্ত রাজমুকুট লুটিয়ে পড়ে
২২) নীলাচল’ হল – পুরী
২৩) জেরুজালেম বিখ্যাত যে কারণে – বাণিজ্যকেন্দ্র হিসেবে
২৪) মদিনা বিখ্যাত যে কারণে – হজরত মহম্মদের জন্য
২৫) ঈসা মুসা ছিলেন – একজন নবি
২৬) ঈসা মুসা হৃদয়ে যার সন্ধান পেয়েছিলেন – সত্যের পরিচয়
২৭) ‘বাঁশির কিশোর’ বলতে যাকে বোঝানো হয়েছে – শ্ৰীকৃষ্ণ
২৮) ‘বাঁশির কিশোর’ যা করেছিলেন – মহা-গীতা রচনা করেছিলেন
২৯) ‘নবিরা খোদার মিতা’ যে হয়েছিল – মেষের রাখাল
৩০) শাক্যমুনি হলেন – বুদ্ধদেব
৩১) শাক্যমুনি যেখানে বসেছিলেন – হৃদয়ের ধ্যানগুহায়
৩২) ‘কন্দর’ শব্দের অর্থ – গুহা
৩৩) ‘আরব-দুলাল’ বলতে যাকে বোঝানো হয়েছে – খোদা
৩৪) “এইখানে বসি গাহিলেন তিনি…” – যা গাওয়ার কথা বলা হয়েছে – কোরানের সাম-গান
৩৫) কোরানের গান কবির কাছে – সাম্যের গান
৩৬) সব থেকে বড়ো মন্দির-কাবার নাম হল – হৃদয়
৩৭) যেখানে মিশেছে হিন্দু ________ মুসলিম-ক্রিশ্চান – বৌদ্ধ
৩৮) ‘কে তুমি, পার্সি, ________ ? ইহুদী?’ – জৈন
৩৯) ‘জেন্দাবেস্তা ________ পড়ে যাও যত শখ’ – গ্রন্থসাহেব
৪০) ‘কিন্তু কেন এ ________ ?’ – পণ্ডশ্রম
৪১) ‘তোমাতে রয়েছে সকল ________ ‘ – কেতাব
৪২) ‘তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল ________ ‘ – যুগাবতার
৪৩) ‘তোমার ________ বিশ্বদেউল সকলের দেবতার’ – হৃদয়
৪৪) ‘কেন খুঁজে ফেরো ________ মৃত-পুঁথি-কঙ্কালে?’ – দেবতা-ঠাকুর
৪৫) ‘বন্ধু, বলিনি ________’ – ঝুট
৪৬) ‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ________ ‘ – রাজমুকুট
৪৭) ‘এই ________ বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা’ – রণভূমে
৪৮) ‘এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া ________’ – শাক্যমুনি
LINK TO VIEW PDF
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS
সাম্যবাদী কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এখানে ক্লিক/টাচ করতে হবে
সাম্যবাদী কবিতা MCQ প্রশ্ন-উত্তর সেট ২