sindhutire-mcq-question-answers

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা সিন্ধুতীরে MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে সিন্ধুতীরে কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নের উত্তর । দশম শ্রেণি বাংলা : 

 

১) সিন্ধুতীরে ’ কাব্যাংশটির রচয়িতা- সৈয়দ আলাওল

২) ‘পদ্মাবতী’ কাব্যের মূল গ্রন্থ ‘পদুমাবৎ’ কাব্যের রচয়িতা- মালিক মুহম্মদ জায়সী

৩) ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত- পদ্মাবতী

৪) ‘পদ্মাবতী’ কাব্যের যে খণ্ড থেকে ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটি গৃহীত- পদ্মা সমুদ্র খণ্ড

৫) সৈয়দ আলাওল যে সময়কার কবি- সপ্তদশ শতক

৬) ‘দিব্য পুরী’ শব্দটির অর্থ হল- সুন্দর প্রাসাদ

৭) ‘দিব্য পুরী’ ছিল- সমুদ্র মাঝারে

৮) ‘সমুদ্রনৃপতি সুতা’ হলেন- পদ্মা

৯) ‘প্রত্যুষ’ শব্দের অর্থ হল- ভোর

১০) ‘তুরিত গমনে আসি’- তুরিত গমনে এসেছেন- পদ্মা

১১) ‘মধ্যেতে যে কন্যাখানি’ সে ছিল- সংজ্ঞাহীন

১২) ‘বিস্মিত হইল বালা’- ‘বালা’ শব্দের অর্থ হল- কন্যা

১৩) ‘অনুমান করে নিজ চিতে’- সে অনুমান করেছিল যে- মেয়েটি হল বিদ্যাধরি

১৪) বিদ্যাধরি স্বর্গভ্রষ্ট হতে পারত- ইন্দ্রের অভিশাপে

১৫) ‘ভাঙ্গিল প্রবল বাও’- ‘বাও’ শব্দের অর্থ হল- বায়ু

১৬) ‘আছয়’ শব্দের গদ্যরূপ হল- আছে

১৭) ‘চিকিৎসিমু’ শব্দের গদ্যরূপ হল- চিকিৎসা করব

১৮) ‘কৃপা কর’- পদ্মা যাঁর কৃপা চাইছেন- নিরঞ্জন

১৯) ‘সখী সবে আজ্ঞা দিল’- যে আজ্ঞা দিল- পদ্মা

২০) অচেতন কন্যাদের সংখ্যা ছিল- পাঁচ

২১) অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হল- তন্ত্র-মন্ত্র-মহৌষধি দিয়ে

২২) ‘শ্ৰীযুত মাগন’ হলেন- আলাওলের পৃষ্ঠপোষক

২৩) ‘হীন আলাওল সুরচন’- কাব্যের মধ্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলে- ভণিতা 

২৪) ‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস’- ‘মাঞ্জস’ শব্দটির অর্থ- ভেলা

২৫) ‘বিদ্যাধরি’ আসলে হলেন- ইন্দ্রের সভার গায়িকা

২৬) ‘বাহুরক কন্যার জীবন’- এক্ষেত্রে ‘কন্যা’ হলেন- পদ্মাবতী

২৭) সিন্ধুতীরের উপরের পর্বত ছিল- ফল ফুলে সজ্জিত

২৮) ‘অতি মনোহর দেশ’ বলতে বোঝানো হয়েছে- সমুদ্র পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলকে

২৯) ‘তাহাতে বিচিত্র টঙ্গি’- ‘টঙ্গি’ শব্দের অর্থ- প্রাসাদ

৩০) ‘কন্যারে ফেলিল যথা’- এই ‘কন্যা’ হলেন- রত্নসেনের কন্যা পদ্মাবতী

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নের উত্তর

সিন্ধুতীরে কবিতার সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে

সিন্ধুতীরে কবিতার MCQ প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top