ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার
আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সহায়তায় ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার (Class Twelve Bengali 3rd Semester) পরীক্ষায় ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা থেকে এই ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্নের উত্তর সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার :
১) ভাষা বিজ্ঞানের মূল আলোচ্য বিষয় – মুখের ভাষা
২) ‘Style is the man himself’ উক্তিটি করেছেন – বুঁফো
৩) LAD এর সম্পূর্ণ রূপটি হল – Language Acquisition Device
৪) ‘Phonetics’ -এর বাংলা প্রতিশব্দ হল – ধ্বনিবিজ্ঞান
৫) ‘Syntax’ শব্দের অর্থ হল – বাক্যতত্ত্ব
৬) পৃথিবীর আদিম জনজাতির কথ্যভাষার বিচারবিশ্লেষণ ও তথ্যসংগ্রহ করে – নৃভাষাবিজ্ঞান
৭) নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে – ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে
৮) আদর্শ অভিধানে স্তর রয়েছে – তিনটি
৯) কোনাে একটি বিশেষ ভাষাগােষ্ঠীর মানুষ অন্য ভাষাগােষ্ঠীর মানুষের সংস্পর্শে এলে যদি দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায়, তবে তাকে বলে – দ্বিভাষিকতা
১০) বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে – তুলনামূলক ভাষাবিজ্ঞান
১১) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় – চারটি
১২) এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে – ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
১৩) উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার যে বদল হয়, তাকে সমাজ-ভাষাবিজ্ঞানীরা বলেন – রেজিস্টার
১৪) সমাজ বিজ্ঞানের মূল ভাগ হল – তিনটি
১৫) ‘শৈলী’ শব্দের অর্থ হল – রচনারীতি
১৬) ‘পারোল’-এর প্রবক্তা হলেন – সোস্যুর
১৭) ‘শৈলী’ শব্দের অপর নাম – রীতি
১৮) ভারতের অভিধান রচনার সূত্রপাত – যাস্কের ‘নিরুক্ত’ থেকে
১৯) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল – বিংশ শতাব্দীর প্রথম দিকে
২০) বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো – তথ্য সংগ্রহ
২১) ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখার সংখ্যা – তিন
২২) স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন – ১৭৮৬ খ্রি.
২৩) কোড-বদল ভাষাবিজ্ঞানের যে শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় – শৈলীবিজ্ঞান
২৪) ‘মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা’ মতটির প্রবক্তা হলেন – নোয়াম চমস্কি
২৫) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলােচনা করে – সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
২৬) ভাষার বিভিন্ন পারস্পরিক উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিস্তারের নাম – লাঙ্
২৭) লাঙ্ -এর নামকরণ করেন – সোস্যুর
২৮) প্রমুখন, বহুস্বরতা প্রভৃতি প্রকরণগুলি যে ভাষাবিজ্ঞানে ব্যবহৃত হয় – শৈলীবিজ্ঞান
২৯) পাণিনির পূর্ববর্তী যে ব্যক্তি বৈদিক শব্দাবলীর অভিধান রচনা করেন – যাস্ক
৩০) ‘শিশুরা ভাষাশিক্ষার জন্য – Pre-programmed থাকে।’ এই মতটির প্রবক্তা হলেন – চমস্কি
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
২) ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ SET 2
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) ভাষাবিজ্ঞান ও তার শাখা-প্রশাখা MCQ SET 3
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে