দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্নসেট ১
এখানে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্নসেট ১ প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই প্রশ্নসেটটি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এখানে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত হলুদ পোড়া গল্প, কেন এল না কবিতা, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস ও বাংলা চিত্রকলার ইতিহাস থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বাড়িতে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর লেখার প্রচেষ্টা করবে।
দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অনুশীলন প্রশ্নসেট ১ :
শ্রেণিঃ দ্বাদশ বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা ১৫ মিনিট
বিষয় এককঃ হলুদ পোড়া, কেন এল না, চলচ্চিত্রের ইতিহাস, চিত্রকলার ইতিহাস
ক) নিম্নের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) ‘হলুদ পোড়া’ গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। ৫
২) ‘আমার মেরো না’ – এই আর্তি কার? তার এরূপ আর্তির কারণ আলোচনা করো। ২+৩
খ) নিম্নের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫
১) ‘সামনে ইতিহাসের পাতা খোলা’ – ইতিহাস বলতে কী বোঝো? কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কীভাবে মেলবন্ধন ঘটিয়েছেন? ২+৩
২) ‘ছেলেটা রাস্তায় পা দিল’ – ছেলেটি রাস্তায় নামার সিদ্ধান্ত নিল কেন? রাস্তায় নামার পরিণতি কী হয়েছিল? ৩+২
গ) নিম্নের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
১) বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। ৫
২) চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান আলোচনা করো। ৫
৩) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ৫
ঘ) নিম্নের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০
১) বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। ৫
২) বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। ৫
৩) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের ভূমিকা আলোচনা করো। ৫























