উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৫ ।
Higher Secondary Third Semester Bengali Question 2025
দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৫ । Higher Secondary Third Semester Bengali Question 2025 প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (H.S Third Semester) প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার মডেল বাংলা প্রশ্ন (Class Twelve Third Semester Bengali Model Question) অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
Higher Secondary Third Semester Bengali Question 2025 । উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন ২০২৫ :
সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১) ‘আদরিণী’ গল্পে মোট পরিচ্ছেদ সংখ্যা –
ক) ৫টি
খ) ৭টি
গ) ৪টি
ঘ) ৮টি
২) জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি অত্যন্ত –
ক) নিষ্ঠুর
খ) পাষাণ
গ) কোমল ও স্নেহপ্রবণ
ঘ) নির্লিপ্ত
৩) আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় বেঁচেছিলেন –
ক) এক মাস
খ) দুই মাস
গ) চার মাস
ঘ) তিন মাস
৪) এত এত ধর্ম সব থাকে –
ক) বিভিন্ন জাতির মধ্যে
খ) মানুষের মানসিকতায়
গ) একই গ্রন্থে
ঘ) একই গ্রহে
৫) আলবার্ট আইনস্টাইন জাতিতে ছিলেন –
ক) ইংরেজ
খ) জার্মান
গ) পোর্তুগিজ
ঘ) ইহুদি
৬) একজন বিখ্যাত ডাচ চিত্রশিল্পী –
ক) লেনিন
খ) গার্সিয়া লোরকা
গ) ভ্যান গঘ
ঘ) আইনস্টাইন
৭) দিগ্বিজয়ে যেতে রাজপুত্রের ছিল –
ক) কবচকুন্ডল
খ) ধনুক ও তূণীর
গ) শিরস্ত্রাণ
ঘ) আশীর্বাদি দুটি সরঞ্জাম
৮) ‘আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে’ – পুষ্পক কী?
ক) অশ্ব
খ) ধনুক
গ) রথ
ঘ) দ্বীপ
৯) চৈতন্যদেবকে কেন্দ্র করে গঠিত বৈষ্ণব ধর্মের নাম কী?
ক) বৈষ্ণব মহাজন ধর্ম
খ) গৌড়ীয় বৈষ্ণবধর্ম
গ) গৌড়ীয় মহাজন বৈষ্ণবধর্ম
ঘ) সবগুলিই ঠিক
১০) ‘মীমাংসাভাস্য’ গ্রন্থটির রচয়িতা হলেন –
ক) পতঞ্জলি
খ) শবরস্বামী
গ) শঙ্করাচার্য
ঘ) শুদ্রক
১১) সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য হল –
ক) রকমারি ভাষা, অস্বাভাবিক ভাষা
খ) কৃত্রিম ভাষা, জীবন্ত ভাষা
গ) প্রাণবন্ত, কটমট ভাষা
ঘ) গ্রাম্যভাষা, কলকেতার ভাষা
১২) আনন্দ কখন বাড়ি ফিরে আসে?
ক) দুপুরে
খ) সকালে
গ) বিকালে
ঘ) অনেক রাতে
১৩) কবিতায় ক-টি হাতের উল্লেখ আছে?
ক) দুটি
খ) ছয়টি
গ) একটি
ঘ) চারটি
১৪) দামার বাড়ির সামনে নিমগাছে বসে কে ডাকছিল?
ক) কোকিল
খ) দোয়েল
গ) কাক
ঘ) কাকাতুয়া
১৫) রজেটের থিসরাস প্রকাশিত হয় –
ক) ১৮৫০
খ) ১৮৫২
গ) ১৮৬০
ঘ) ১৮৬৫
১৬) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান প্রধানত গুরুত্ব দেয় –
ক) ইতিহাসের দিক থেকে
খ) ভাষা বৈচিত্রের দিক থেকে
গ) মনের ভাব প্রকাশের দিক থেকে
ঘ) ভাষা বদলের দিক থেকে
১৭) মনোভাষাবিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষাবিজ্ঞানের নিকট সম্পর্ক, তা –
ক) নৃভাষাবিজ্ঞান
খ) স্নায়ুভাষাবিজ্ঞান
গ) শৈলী বিজ্ঞান
ঘ) অভিধান বিজ্ঞান
১৮) কাজী ন্নজরুল ইসলামের গানের সংখ্যা কতগুলি?
ক) ২২৩২টি
খ) ৩২৮৯টি
গ) ৩২৯৪টি
ঘ) ৩২২২টি
১৯) প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন কে?
ক) আরতি সাহা
খ) সায়নী দাস
গ) বুলা চৌধুরী
ঘ) মিহির সেন
২০) ‘The Principle of Relativity’ গ্রন্থটি কোন্ ভারতীয় বৈজ্ঞানিক রচনা করেন?
ক) মেঘনাদ সাহা
খ) সত্যেন্দ্রনাথ বসু
গ) জগদীশচন্দ্র বসু
ঘ) হেমেন্দ্রমোহন বসু
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ
২১) পূর্বদিন দুই টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ________ সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল।
ক) মাহুত
খ) ভৃত্য
গ) মধ্যম পুত্র
ঘ) কল্যাণী
২২) কনিষ্ঠ পুত্রটি _______ পরীক্ষা দিয়াছিল, সেও ফেল হইয়াছে।
ক) মাধ্যমিক
খ) উচ্চমাধ্যমিক
গ) বি.এ
ঘ) এম.এ
২৩) তবে কেন _____ ভাবায় তোমাকে?
ক) অন্য চিন্তা
খ) অন্য উপায়
গ) অন্য পথ
ঘ) অন্য ভাবনা
২৪) ________ হয়ে গেলো পোটরাজ রোঁদে বেরোয় না।
ক) তিনদিন
খ) দুইদিন
গ) পাঁচদিন
ঘ) একদিন
২৫) ধ্বনিমূল যদি কল্পনা হয় সহধ্বনি হবে তার ______ ।
ক) প্রত্যক্ষ উপলব্ধি
খ) চাক্ষুষ উপলব্ধি
গ) বাস্তব উপলব্ধি
ঘ) মানসিক উপলব্ধি
২৬) দুরপত দেবীর কাছে গড়ান দেয় ______ অমাবস্যায়।
ক) শ্রাবণের
খ) আষাঢ়ের
গ) মাঘের
ঘ) ভাদ্রের
২৭) _______ ছবিতে প্লে-ব্যাক শুরু হয়।
ক) জামাইষষ্ঠী
খ) ভাগ্যচক্র
গ) ইন্দ্রসভা
ঘ) শিরিন-ফারহান
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করোঃ
২৮) (i) যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়েছে।
(ii) ‘তোর জন্যে সন্দেশ নিয়ে যাবো’।
(iii) বৈশাখ পড়িলেই উভয়পক্ষের শীর্বাদ হইবে
(iv) ‘দাও, মেলায় পাঠিয়ে দাও।’
বিকল্পসমূহঃ
ক) (iv), (iii), (i), (ii)
খ) (i), (iv), (iii), (ii)
গ) (iii), (ii), (i), (iv)
ঘ) (i), (ii), (iii), (iv)
২৯) (i) ভস্মের চরিত
(ii) সত্যের বয়ান
(iii) কবিতার জিত
(iv) দিগন্ত পেরনো
বিকল্পসমূহঃ
ক) (iv), (ii), (i), (iii)
খ) (ii), (i), (iii), (iv)
গ) (iv), (ii), (iii), (i)
ঘ) (iii), (ii), (iv), (i)
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
৩০)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) কটমট ভাষা | (a) কথ্যভাষা |
(ii) স্বাভাবিক ভাষা | (b) অপ্রাকৃতিক |
(iii) মহাপুরুষ | (c) উন্নতির প্রধান উপায় |
(iv) ভাষা | (d) ‘লোকহিতায়’ |
ক) (i)- b, (ii)- a, (iii)- d, (iv)- c
খ) (i)- c, (ii)- a, (iii)- d, (iv)- b
গ) (i)- b, (ii)- d, (iii)- a, (iv)- c
ঘ) (i)- d, (ii)- a, (iii)- b, (iv)- c
৩১)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) সবুজ শাড়ি | (a) দোরে দেওয়া হয় |
(ii) কুমকুম | (b) কপালে দেওয়া হয় |
(iii) রঙের ছড়া | (c) দেবীর বস্ত্রের রং |
(iv) বছর বছর হয় | (d) দেবীর যাত্রা |
ক) (i)- c, (ii)- b, (iii)- a, (iv)- d
খ) (i)- b, (ii)- d, (iii)- c, (iv)- a
গ) (i)- a, (ii)- c, (iii)- b, (iv)- d
ঘ) (i)- d, (ii)- b, (iii)- a, (iv)- c
৩২)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) একভাষিক অভিধান | (a) The Shorter Oxford English Dictionary |
(ii) দ্বিভাষিক অভিধান | (b) অর্থনীতির অভিধান |
(iii) ইতিহাসভিত্তিক অভিধান | (c) বাংলা থেকে ইংরেজি |
(iv) বিষয়ভিত্তিক অভিধান | (d) বাংলা থেকে বাংলা |
ক) (i)- a, (ii)- b, (iii)- c, (iv)- d
খ) (i)- b, (ii)- a, (iii)- d, (iv)- c
গ) (i)- d, (ii)- a, (iii)- d, (iv)- c
ঘ) (i)- d, (ii)- c, (iii)- a, (iv)- b
৩৩)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) এই মেঘলা দিনে একলা | (a) শ্যামল মিত্র |
(ii) যদি কাগজে লেখো নাম | (b) হেমন্ত মুখোপাধ্যায় |
(iii) তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন | (c) শচীন দেববর্মন |
(iv) মন দিল না বঁধু | (d) মান্না দে |
ক) (i)- c, (ii)- d, (iii)- a, (iv)- b
খ) (i)- d, (ii)- a, (iii)- c, (iv)- b
গ) (i)- b, (ii)- d, (iii)- c, (iv)- a
ঘ) (i)- b, (ii)- d, (iii)- a, (iv)- c
সত্য ও মিথ্যা নির্ণয় করোঃ
৩৪) (i) মরুপথে সেই হয় উট
(ii) আকাশে হয় পক্ষীরাজ
(iii) সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে
(iv) তেপান্তরে হয় পুষ্পক
ক) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- মিথ্যা (iv)- সত্য
খ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- মিথ্যা (iv)- মিথ্যা
গ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা
ঘ) (i)- মিথ্যা (ii)- সত্য (iii)- মিথ্যা (iv)- সত্য
৩৫) (i) ঝি > চাকরানি > কন্যা
(ii) অন্ন > ভাত > খাদ্য
(iii) সহসা > সবলে > হঠাৎ
(iv) বাতুল > বাউল > পাগল
ক) (i)- সত্য (ii)- সত্য (iii)- সত্য (iv)- সত্য
খ) (i)- মিথ্যা (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা
গ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- সত্য
ঘ) (i)- মিথ্যা (ii)- সত্য (iii)- মিথ্যা (iv)- মিথ্যা
বিবৃতি (Assertion) ও কারণ (Reason) -এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করোঃ
নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R) । নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।
৩৬) বিবৃতিঃ (A) – জেনো সে ধর্মই নয়।
কারণঃ (R) – যে তোমাকে শিখিয়েছে দখলের কথা
সঠিক বিকল্পঃ
ক) A ঠিক, R ভুল
খ) A ভুল, R ঠিক
গ) A ও R উত্তর ঠিক, R, A-এর সঠিক কারণ
ঘ) A ও R উভয়ই ভুল
৩৭) বিবৃতিঃ (A) – দামা সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস করে।
কারণঃ (R) – দামা গাঁইয়ের মোড়ল।
সঠিক বিকল্পঃ
ক) A ঠিক, R ভুল
খ) A ভুল, R ঠিক
গ) A ও R উভয়ই ভুল
ঘ) A ও R উভয়ই ঠিক
৩৮) বিবৃতিঃ (A) – শব্দকে ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিশ্লেষণ করলেই যথাযথ রূপ পাওয়া যায়।
কারণঃ (R) – শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি।
সঠিক বিকল্পঃ
ক) A এবং R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
খ) A এবং R উভয়ই ঠিক কিন্তু, R, A-এর সঠিক কারণ নয়
গ) A এবং R উভয়ই ভুল
ঘ) A ঠিক, R ভুল
Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
৩৯) কবি শ্রীজাত কবিতায় উল্লেখ করেছেন আবদুল করিম খাঁ, আইনস্টাইন, কবীর, ভ্যান গঘ, গার্সিয়া লোরকা, লেনিন প্রভৃতি মনীষীরা ভিন্ন পেশা, ভিন্ন দেশ-জাতি, ধর্মের অধিকারী হয়েও স্ব স্ব ক্ষেত্রে সফলভাবে বিরাজমান। সবাই পৃথিবীতেই বিরাজমান, কেউ কারোর বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।
– উক্তিটির মধ্য দিয়ে কবির যে মানসিকতা প্রকাশিত হয়েছে, তা হল –
ক) স্বাজাত্যভিমান
খ) শিল্প-সংস্কৃতিপ্রেমী
গ) সর্বধর্মসমন্বয়
ঘ) কোনোটিই নয়
রেখাচিত্র/ডায়াগ্রাম দেখে সঠিক বিকল্পটি বেছে নাওঃ
৪০) নীচের রেখাচিত্রগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাওঃ
উপরের ডায়াগ্রাম অনুযায়ী সঠিক বক্তব্য কোন্টি?
ক) সাংসারিক ব্যয় সংকোচ করা
খ) পুত্রদের সঠিক কর্মে পরামর্শ দান
গ) আদরিণীকে বিক্রি করা
ঘ) সমস্যা সম্পর্কে উদাসীন থাকা
PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS)
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে