class-five-second-unit-test-bengali-suggestion

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পঞ্চম শ্রেণির বাংলা সাজেশন অনুসরণ করে তাদের পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। 

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন : 

 

১) ‘মাঠ’ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো।

২) কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?

৩) ছুট মানে কী তা বুঝতে গেলে কী করতে হবে?

৪) পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে?

৫) পশ্চিমবঙ্গের যে-কোনো একটি পাহাড়ের নাম লেখো।

৬) বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়?

৭) বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায়?

৮) ‘খরা’ বলতে কী বোঝায়?

৯) অনাবৃষ্টির ফলে মানুষ, পশুপাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল?

১০) প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেনো?

১১) লিমেরিক কবিতাটি কার লেখা?

১২) পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী হয়?

১৩) দিনের কোন সময়ে কালবৈশাখী ঝড় হয়?

১৪) দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেনো?

১৫) ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরণের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়?

১৬) সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদীগুলি বয়ে গেছে তার নাম লেখো।

১৭) পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে?

১৮) কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায়?

১৯) ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত?

২০) ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত?

২১) ‘সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ’- এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।

২২) ধনাই কীসের মন্ত্র জানে?

২৩) ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল?

২৪) ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?

২৫) ‘মায়াতরু’ শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে ‘মায়াতরু’ বলা হয়েছে কেন?

২৬) দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন?

২৭) গাছের কাঁটা কীভাবে তাকে বাঁচায়?

২৮) ছোট্ট ফণমনসা গাছের মনে শান্তি ছিল না কেন?

২৯) ফণিমনসা বারেবারে পাতাগুলো পালটে দেওয়ার আবেদন কার কাছে করছিল?

৩০) ডাকাতদলকে দেখতে কেমন?

৩১) ফণীমনসার দেমাক ভেঙে গেল কীভাবে?

৩২) শেষ পর্যন্ত ফণীমনসা কেমন পাতা চাইল নিজের জন্য?

৩৩) কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়?

৩৪) কোন বইয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরনোবেল পুরষ্কার পান?

৩৫) বৃষ্টির দিনে কবির মনে কোন কোন গান ভেসে আসে?

৩৬) মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? 

৩৭) তোমার জানা কয়েকটি উভয়চর প্রাণীর নাম লেখো। 

৩৮) মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। 

৩৯) চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?

৪০) শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? 

৪১) চল্‌ চল্‌ চল্‌ গানটি কার লেখা? 

৪২) লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। 

৪৩) বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। 

৪৪) চিঠি ও পাঠ্যাংশের ব্যাকরণ ভালো করে অনুশীলন করতে হবে।

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

পঞ্চম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা সাজেশন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?