আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা আফ্রিকা MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে আফ্রিকা কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।

আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর :

 
১) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল ?
ক) দয়াময় দেবতার প্রতি
খ) কবির সঙ্গীতের প্রতি
গ) নিজের প্রতি
ঘ) ধরিত্রীর প্রতি
উঃ নিজের প্রতি
২) কোথায় বাধা হয়েছিল আফ্রিকাকে ?
ক) বটবৃক্ষের অন্তরালে
খ) কৃপণ আলোর অন্তঃপুরে
গ) সুদূর পশ্চিমে
ঘ) বনস্পতির নিবিড় পাহাড়ায়
উঃ বনস্পতির নিবিড় পাহাড়ায়
৩) নিভৃত অবকাশে অফ্রিকা কী চিনেছিল ?
ক) দুর্গমের রহস্য
খ) রহস্য ও দুর্বোধ সঙ্কেত
গ) জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
ঘ) প্রাকৃতিক রহস্য
উঃ জলস্থল-আকাশের দুর্বোধ সঙ্কেত
৪) “অপরিচিত ছিল তোমার মানবরূপ” —কেন অপরিচিত ছিল ?
ক) কালো ঘোমটার নীচে থাকার জন্য
খ) গর্বে অন্ধ থাকার জন্য
গ) উপরের দুটিই
ঘ) উপরের কোনোটিই নয়
উঃ কালো ঘোমটার নীচে থাকার জন্য
৫) বর্বরদের উপেক্ষার দৃষ্টি ছিল –
ক) আবিল
খ) শৌয্যপূর্ণ
গ) কলঙ্কময়
ঘ) প্রসারিত
উঃ আবিল
৬) ওদের নখ কীসের চেয়ে তীক্ষ্ণ ?
ক) চিতাবাঘের
খ) সিংহের
গ) নেকড়ের
ঘ) বিড়ালের
উঃ নেকড়ের
৭) তাদের গর্বের অন্ধত্বকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
ক) বর্বরতার সঙ্গে
খ) সূর্যহারা অরণ্যের সঙ্গে
গ) নির্লজ্জ্বতার সঙ্গে
ঘ) অসভ্যতার সঙ্গে
উঃ সূর্যহারা অরণ্যের সঙ্গে
৮) “বাষ্পাকুল অরণ্যপথে” —অরণ্যপথ ‘বাষ্পাকুল’ কেন ?
ক) বর্ষার মেঘে
খ) অত্যাচারীর ক্রন্দনে
গ) আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
ঘ) আবহাওয়ার জন্য
উঃ আফ্রিকার ভাষাহীন ক্রন্দনে
৯) “চিরচিহ্ন দিয়ে গেল” —কোথায় দিয়ে গেল ?
ক) ইতিহাসের পাতায়
খ) অপমানিত ইতিহাসে
গ) সাধারনের মনে
ঘ) ভবিষ্যতের ভাবনায়
উঃ অপমানিত ইতিহাসে
১০) কবির সংগীতে বেজে উঠেছিল – 
ক) আনন্দের জয়গান
খ) ঈশ্বরের আরাধনা
গ) সুন্দরের আরাধনা
ঘ) শৌর্যের জয়গান
উঃ সুন্দরের আরাধনা
১১) “প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস” — ‘প্রদোষ’ শব্দের অর্থ-
ক) সন্ধ্যা
খ) ভোর
গ) রাত্রি
ঘ) দুপুর
উঃ সন্ধ্যা
১২) যুগান্তের কবি কোথায় এসে দাঁড়াবেন – 
ক) মন্দিরে
খ) শিশুদের কাছে
গ) সভ্যতার প্রান্তে
ঘ) মানহারা মানবীর দ্বারে
উঃ মানহারা মানবীর দ্বারে
১৪) ‘সভ্যতার শেষ পুণ্যবাণী সোনা যাবে’ – 
ক) হিংস্র প্রলাপের মধ্যে
খ) দিনের অন্তিমকালে
গ) প্রদোষকালে
ঘ) ঊষালগ্নে
উঃ হিংস্র প্রলাপের মধ্যে
১৪) “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী” —’সভ্যতার’ শেষ পুণ্যবাণী – 
ক) বিদ্বেষ ত্যাগ করো
খ) ক্ষমা করো
গ) ভালোবাসো
ঘ) মঙ্গল করো
উঃ ক্ষমা করো
১৫) “দাড়াও ওই মানহারা মানবীর দ্বারে; ” উদ্ধৃতাংশে মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে ?
ক) আফ্রিকাকে
খ) পৃথিবীকে
গ) ভারতবর্ষকে
ঘ) পশ্চিম দুনিয়াকে
উঃ আফ্রিকাকে

দশম শ্রেণি বাংলা আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর : 

১) আফ্রিকা কবিতাটি যে কায়গ্রন্থ থেকে নেওয়া হয়েছে- পত্রপুট  
২) আফ্রিকা কবিতাটি প্রথম যে পত্রিকা থেকে প্রকাশিত হয়েছিল- প্রবাসী
৩) আফ্রিকা কবিতার প্রকাশকাল- চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দ
৪) আফ্রিকা কবিতাটি রচনার অনুরধ কবি পেয়েছিলেন যার কাছে- অমিয় চক্রবর্তী
৫) আফ্রিকা কবিতাটি কবি ইংরেজিতে অনুবাদ করেছিলেন- ১৭ই মার্চ, ১৯৩৭ খ্রিঃ
৬) আফ্রিকা কবিতাতির ইংরেজি অনুবাদের শিরনাম- Spectator
৭) আদিম যুগে স্রষ্টার কার প্রতি অসন্তোষ ছিল- নিজের প্রতি
৮) ______ সমুদ্রের বাহু- রুদ্র
৯) ‘প্রাচী’ শব্দের অর্থ- পূর্ব দিক
১০) আফ্রিকাকে বাঁধা হয়েছিল- কৃপণ আলোর অন্তঃপুরে
১১) ‘চেতনাতীত’ শব্দের অর্থ- ইন্দ্রিয়াতীত
১২) আফ্রিকা বিদ্রুপ করেছিল- ভীষণকে
১৩) ‘উগ্র’ শব্দটির বিপরীতার্থক শব্দ- সৌম্য 
১৪) ‘দুন্দুভিনিনাদ’ শব্দটির অর্থ হল- দামামা জাতীয় রণবাদ্য 
১৫) ‘ছায়াবৃতা’ শব্দের অর্থ হল- ছায়ায় আবৃতা যে নারী
১৬) কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল- আফ্রিকার মানবরূপ 
১৭) ‘আবিল’ শব্দের অর্থ- কলুষিত 
১৮) ‘এল ওরা’- ‘ওরা’ হল- ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা
১৯) ‘তীক্ষ্ণ’ শব্দের অর্থ- ধারালো
২০) নখ যাদের তীক্ষ্ণ তোমার _____ চেয়ে – নেকড়ের 
২১) গর্বে যারা অন্ধ তোমার_______ – সূর্য হারা অরণ্যের চেয়ে 
২২) দস্যু পায়ের জুতো ছিল- কাঁটা-মারা
২৩) আফ্রিকার ইতিহাস হয়েছিল- অপমানিত
২৪) মন্দিরে বাজছিল- পুজার ঘন্টা
২৫) শিশুরা খেলছিল- মায়ের কোলে
২৬) কবির সংগীতে বেজে উঠেছিল- সুন্দরের আরাধনা
২৭) ‘প্রদোষ’ শব্দের অর্থ- সন্ধ্যা 
২৮) গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসেছিল- পশুরা
২৯) ‘প্রলাপ’ শব্দটির অর্থ- অর্থহীন উক্তি 
৩০) সভ্যতার শেষ পুণ্যবাণীটি হল- ক্ষমা করো 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

আফ্রিকা কবিতার MCQ প্রশ্নের উত্তর

কবিতার সমস্ত প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

আয় আরো বেঁধে বেঁধে থাকি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?