চারণ কবি MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে চারণ কবি MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
চারণ কবি MCQ । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
১) কবি ভারভারা রাও জন্মগ্রহণ করেছিলেন- ১৯৪০ সালে
২) কবির সম্পূর্ণ নাম- পেন্ডিয়ালা ভারভারা রাও
৩) কবি গ্রেপ্তার হয়েছিলেন- ২০১৮ সালে
৪) কবিকে যে অপরাধের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল- ভীমা কোরেগাঁও সহিংসতা
৫) কবি মুক্তি পান- ২০২২ সালের আগষ্ট মাসে
৬) কবি যে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন- তেলেগু
৭) কবি যে সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন- সৃজানা
৮) সৃজানা পত্রিকা পরবর্তীতে রূপান্তরিত হয়- অরুণতারা পত্রিকায়
৯) কবি ভারভারা রাও -এর প্রথম কবিতা সংকলন- চালি নেগাল্লু (ক্যাম্প ফায়ার)
১০) কবির নির্বাচিত কবিতা সংকলনের নাম- ভারাভারা রাও কবিতাম
১১) কবিকে যে কারণে মুক্তি দেওয়া হয়- শারীরিক অসুস্থতা
১২) নিয়মকানুন হয়েছে- লোপাট
১৩) ‘সময়ের ঢেউ তোলা _____ দল’- কালো মেঘের
১৪) যা চুঁইয়ে পড়ছে না- রক্ত
১৫) ঘূর্ণিপাকে বিদ্যুৎ যা হয়ে উঠেছে- বাজ
১৬) বৃষ্টি ছিল- ঝিরঝিরে
১৭) ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে- প্রলয়ঝড়ে
১৮) মায়ের বুকে রয়েছে- বেদনাশ্রু
১৯) জেলের গরাদ থেকে যা বেরিয়ে এসেছে- কবির কোনো লিপিকার স্বর
২০) জিভে যা লাগার কথা বলা হয়েছে- কাঁপন
২১) বাতাসকে যে মুক্ত করে দেয়- সুর
২২) গান যা হয়ে উঠেছে- যুদ্ধেরই শস্ত্র
২৩) শস্ত্র শব্দের অর্থ- যে প্রহরণ হাতে ধরে (অস্ত্র)
২৪) কবিকে যা করা হয়- কয়েদ
২৫) কবিকে তারা কি পায়- ভয়
২৬) গরদানে শক্ত করে যা জড়িয়ে দেওয়া হয়- ফাঁস
২৭) কবি তাঁর সুর নিয়ে শ্বাস ফেলেছেন- জনতার মাঝখানে
২৮) ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য যা হচ্ছে- মাটিতে মিলিয়ে যাচ্ছে
২৯) ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে- তুচ্ছ
৩০) তুচ্ছ ফাঁসুড়েকে যা করা হচ্ছে- ঝুলিয়ে দেওয়া হচ্ছে
৩১) ‘চারণকবি’ কবিতাটির মুল কবিতাটি হল- কবি
৩২) ‘চারণকবি’ যে কাব্যগ্রন্থের অন্তর্গত- ভবিষ্যথু চিত্রপটম
৩৩) শঙ্খ ঘোষ অনুদিত ‘চারণকবি’ যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল- সেতুবন্ধন
৩৪) ভারভারা রাও-এর প্রথম কবিতাসংকলনটি হল- চালি নেগাল্লু
৩৫) ভারাভারা রাও-এর কারাবাসের ডায়রির নাম- ক্যাপতিভ ইমাজিনেশন
৩৬) ‘চারণকবি’ কবিতাটির স্তবক সংখ্যা- ৩টি
৩৭) ‘চারণকবি’ কবিতাটির পঙক্তি সংখ্যা- ২৪টি
৩৮) ‘যখন সব লোপাট’- যা লোপাট হয়েছে- নিয়মকানুন
৩৯) মেঘের দল যা করছে- ফাঁস লাগাচ্ছে গলায়
৪০) চুঁইয়ে পড়ছে কোনো- রক্ত
৪১) যেভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে- ঘূর্ণিপাকে
৪২) ঝিরঝিরে বৃষ্টি পরিণত হয়েছে- প্রলয়ঝড়ে
৪৩) কবির কোনো লিপিকার স্বর বেরিয়ে আসছে যা বুকে নিয়ে- মায়ের বেদনাশ্রু
৪৪) জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে- কবির কোনো লিপিকার স্বর
৪৫) ‘কবির কোনো লিপিকার স্বর’ কথার অর্থ- প্রতিবাদী স্বর ও সত্তা
৪৬) যখন কাঁপন লাগে- জিভে
৪৭) জিভে কাঁপন লাগলে- বাতাসকে মুক্ত করে দেয় সুর
৪৮) সুর মুক্ত করে দেয়- বাতাসকে
৪৯) যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে- গান
৫০) শস্ত্র হল- হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ
৫১) তখন ভয় পায় ওরা- কবিকে
৫২) কবিকে ভয় পেয়ে ওরা যা করে- কবিকে কয়েদ করে
৫৩) যেখানে আরো শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস- গর্দানে
৫৪) কবির গর্দানে শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস- তার প্রতিবাদী কন্ঠকে রোধ করার জন্য
৫৫) কবি তাঁর সুর নিয়ে যেখানে শ্বাস ফেলেন- জনতার মাঝখানে
৫৬) ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে- ভারসাম্য রাখার জন্য
৫৭) ফাঁসির মঞ্চ ঝুলিয়ে দিচ্ছে- তুচ্ছ ফাঁসুড়েকে
৫৮) ফাঁসুড়ের জন্য ব্যবহৃত হয়েছে যে বিশেষণ- তুচ্ছ
৫৯) ফাঁসুড়ে বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে- শাসকদলকে
৬০) ‘চারণকবি’ কবিতাটি প্রকাশিত হয়েছিল ‘সেতুবন্ধন’ পত্রিকার যত সংখ্যায়- ১৫
LINK TO VIEW PDF
PDF DOWNLOAD LINK ONLY FOR SUBSCRIBERS
চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
চারণ কবি – ভারভারা রাও (অনুবাদ- শঙ্খ ঘোষ) MCQ সেট ২