পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 3)
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 3) প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নপত্র (SET 3) :
দ্বিতীয় ইউনিট টেস্ট
বিষয়ঃ বাংলা
পঞ্চম শ্রেণি
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ৪৫ মিনিট
১) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৮=৮
১.১) ‘ঝড়’ কবিতায় ঝড় এসেছিল- (ভোরবেলা / রাতের বেলা / দুপুরবেলা / সন্ধ্যাবেলা)
১.২) মায়াতরু কবিতায় গাছটি ভুতের নাচ করত (সকাল বেলা / সন্ধ্যা বেলা / দুপুর বেলা / রাতের বেলা)
১.৩) দ্বিতীয়বার কুমির ও শিয়াল (আলু / আখ / ধান / গম) চাষ করেছিল
১.৪) মধুর চাক কাটতে গেলে (জাদু / মন্ত্র / নাচ / গান) জানা চাই
১.৫) ‘পর্বত’ কোন্ লিঙ্গের উদাহরণ (পুংলিঙ্গ / ক্লীবলিঙ্গ / উভয়লিঙ্গ / স্ত্রীলিঙ্গ)
১.৬) ‘প্রথমা’ হল ‘প্রথম’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)
১.৭) ‘ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ।’- ‘ভক্তবৃন্দের’ শব্দটি– (একবচন / দ্বিবচন / বহুবচন / কোনোটিই নয়)
১.৮) আমি শব্দের বহুবচন হবে– (আমরা / আমাদের / আমাকে / কোনোটিই নয়)
২) নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ১*৯=৯
২.১) বাংলার বাঘ নামে কে পরিচিত ?
২.২) শেষপর্যন্ত ফণীমনসা নিজের জন্য কেমন পাতা চাইল ?
২.৩) মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো।
২.৪) ‘মায়াতরু’ কবিতাটি অশোক বিজয় রাহার কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
২.৫) ‘ছুট’ মানে কী বুঝতে গেলে কী করতে হবে ?
২.৬) কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় ?
২.৭) একবচন কাকে বলে ? উদাহরণ দাও।
২.৮) বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার ও কী কী ?
২.৯) ‘গুলো’ যোগে একটি বহুবচন শব্দ গঠন করো।
৩) লিঙ্গ পরিবর্তন করোঃ (যে কোনো ২টি) ১*২=২
ক) প্রকাশিকা খ) গুণবান গ) তাপস ঘ) পুত্র
৪) নীচের যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৪.১) টীকা লেখোঃ ট্যাক্ ৩
৪.২) বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্যবইতে বর্ষা নিয়ে আর কোন্ কোন্ লেখা রয়েছে ? ২+১
৫) নীচের যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাওঃ ৩*১=৩
৫.১) শিশুটি ঝড়ের আকাশের সঙ্গে কালির দোয়াত উলটে ফেলার সাদৃশ্য খুঁজে পেয়েছিল কেন?
৫.২) দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন্ কোন্ রূপে দেখেছেন ?
৬) চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ৫