পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নগুলির উত্তর অনুশীলনের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্ন :
দ্বিতীয় ইউনিট টেস্ট
শ্রেণিঃ পঞ্চম বিষয়ঃ বাংলা
পূর্ণমান- ২৫ সময়ঃ ৪৫ মিনিট
ক) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ ১*৪=৪
১) ‘মায়াতরু’ কবিতাটির রচয়িতা হলেন- (রবীন্দ্রনাথ ঠাকুর /অশোকবিজয় রাহা /বীরু চট্টোপাধ্যায় / উপেন্দ্রকিশোর রায়চৌধুরী)।
২) আকাশ ঘিরে _______ জুটেছে। (তারা / উল্কা / মেঘ / বৃষ্টি)।
৩) দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে- (সকাল / দুপুর / বিকেল / রাত)।
৪) আলু চাষের পরে শেয়াল ও কুমির চাষ করেছিল- (পাট / ধান / চা / আখ)।
খ) দু-একটি বাক্যে উত্তর দাওঃ ১*৫=৫
১) লিমেরিক কবিতাটি কার লেখা?
২) পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী হয়?
৩) ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত?
৪) ধনাই কীসের মন্ত্র জানে?
৫) চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল?
গ) নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২*২=৪
১) পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে? অথবা, প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেনো?
২) ‘সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ’- এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো। অথবা, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে?
ঘ) নির্দেশ অনুসারে উত্তর দাওঃ ৭
১) লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। ২
২) বিপরীতার্থক শব্দ লেখোঃ ১*৩=৩
তাড়াতাড়ি, দীর্ঘ, তীক্ষ্ণ
৩) বচন কাকে বলে? বচন কত প্রকার ও কী কী? উদাহরণ দাও। ২
ঙ) যে কোনো একটি পত্র রচনা করোঃ ৫*১=৫
১) তোমার জন্মদিনে বন্ধুকে একটি আমন্ত্রণ পত্র লেখো।
২) মায়ের অসুস্থতার কথা জানিয়ে বাবাকে একটি পত্র লেখো।