পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Five First Unit Test Bengali Question
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন (Class Five First Unit Test Bengali Question) প্রদান করা হলো। এই বাংলা মডেল প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পঞ্চম শ্রেণির বাংলা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
পঞ্চম শ্রেণির প্রথম ইউনিট টেস্ট বাংলা প্রশ্ন । Class Five First Unit Test Bengali Question :
প্রথম ইউনিট টেস্ট
শ্রেণিঃ পঞ্চম বিষয়ঃ বাংলা
পূর্ণমানঃ ২০ সময়ঃ ৪০ মিনিট
ক) একটি বাক্যে উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৫*১=৫
১) গল্পবুড়োর ঝোলায় কী কী ধরণের গল্প আছে?
২) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
৩) হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?
৪) এতোয়া নামটি কেন হয়েছিল?
৫) বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়?
৬) গল্পবুড়ো কাদের গল্প শোনাবে না?
খ) সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোনো ৫টি) ৫*২=১০
১) দুটো বুনো হাস দলছুট হয়েছিল কেন?
২) গাঁয়ের নাম হাতিঘর হলো কেনো?
৩) বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?
৪) ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’- বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী?
৫) দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
৬) সেই রাত জেগে থাকার দলে কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?
গ) অর্থ লেখোঃ ২*১=২
১) প্রত্যুষ ২) বাগাল
ঘ) সন্ধি বিচ্ছেদ করোঃ ৩*১=৩
১) চিন্ময় ২) উল্লাস ৩) সংসার