দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন
দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার পদ্ধতিতে যে নতুন পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন প্রদান করা হলো। যে সকল শিক্ষার্থীরা একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার প্রদান করে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের জন্য পড়াশোনা শুরু করেছো তাদের জন্য দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার -এর (Class Twelve 3rd Semester Bengali) পাঠ্য বিষয়গুলি এবং দ্বাদশ শ্রেণির বাংলা তৃতীয় সেমিস্টার MCQ প্রশ্নের উত্তর -এর লিঙ্কও নিম্নে প্রদান করা হলো।
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন :
দেখে নেওয়া যাক কোন অংশ থেকে কতগুলি করে ১ নম্বরের প্রশ্ন আসবেঃ-
১) গল্পঃ ১*৮=৮
২) কবিতাঃ ১*৭=৭
৩) প্রবন্ধঃ ১*৫=৫
৪) ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতাঃ ১*৫=৫
৫) ভাষাঃ ১*১০=১০
৬) বাংলা ভাষা ও সংস্কৃতিঃ ১*৫=৫
প্রতিটি বিভাগ থেকে MCQ প্রশ্ন হবে। মোট ৪০টি প্রশ্ন নিয়ে প্রশ্নপত্র তৈরি হবে। যাতে থাকবেঃ
১) সাধারণ বহুবিকল্পীয় প্রশ্ন
২) শূন্যস্থান পূরণ
৩) স্তম্ভ মেলানো
৪) বিবৃতি-কারণের মধ্যে সম্পর্ক নির্ণয়
৫) Diagram-ধর্মী প্রশ্ন
৬) সঠিক ঘটনাক্রম নির্ণয়
৭) সত্য-মিথ্যা নিরূপণ
৮) Case Based প্রশ্ন