ek-kothay-prokash

এককথায় প্রকাশ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ

আমাদের WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণের নির্মিতি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ প্রদান করা হলো। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এই এককথায় প্রকাশ অনুশীলনের মধ্য তাদের বাংলা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে। ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা সেইসকল প্রশ্নের উত্তর ক্লাস নোট বিভাগ থেকে দেখে নিতে পারবে। 

এককথায় প্রকাশ । সপ্তম শ্রেণির বাংলা ব্যাকরণ : 

 

অক্ষির সামনে বর্তমান = প্রত্যক্ষ

অক্ষির অগোচরে = পরোক্ষ

উপকার করেন যিনি = উপকারক বা উপকারী

উপকারীর উপকার যে স্বীকার করে = কৃতজ্ঞ

উপকারীর উপকার যে স্বীকার করে না = অকৃতজ্ঞ

যার শত্রু জন্মায়নি = অজাতশত্রু

জানার ইচ্ছা = জিজ্ঞাসা

দেখার ইচ্ছা = দিদৃক্ষা

শোনার ইচ্ছা = শুশ্রূষা

যা জলে চরে = জলচর

যা স্থলে চরে = স্থলচর

যা সহজে লাভ করা যায় = সুলভ

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ

যা বলা হয়নি = অনুক্ত

যা বলা হবে = বক্তব্য

যা খেতে ভালো লাগে = সুস্বাদু

যা চিন্তা করা যায় না = অচিন্ত্যনীয় বা অচিন্তনীয়

নদী মাতা যার = নদীমাতৃক

দয়া আছে যার = দয়ালু

ইতিহাস জানেন যিনি = ঐতিহাসিক

অক্ষির পর = পরোক্ষ

যা অবশ্যই হবে = অবশ্যম্ভাবী

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ

যা বলা হবে = বক্তব্য

জানার ইচ্ছা = জিজ্ঞাসা

গোপন করার ইচ্ছা = জুগুপ্সা

হত্য করার ইচ্ছা = জিঘাংসা

খাওয়ার ইচ্ছা = ক্ষুধা

যা জলে চরে = জলচর

যা স্থলে চরে = স্থলচর

যা আকাশে চরে = খেচর

যা বছরের সব সময়েই হয় = বারোমেসে

যুদ্ধ করেন যিনি = যোদ্ধা

যুদ্ধ করার ইচ্ছা = যুগুপ্সা (কিছু মতে জিগীষা)

যুদ্ধে যিনি স্থির থাকেন = যুধিষ্ঠির

যার শত্রু জন্মায়নি = অজাতশত্রু

উপকারীর উপকার যে স্বীকার করে = কৃতজ্ঞ

উপকারীর উপকার যে স্বীকার করে না = অকৃতজ্ঞ

যা বাক্যে প্রকাশ করা যায় না = অনির্বচনীয়

ইঁট পোড়াবার ভাটি = পাঁজা

উইয়ের ঢিবি = বল্মীক

উপকার করেন যিনি = উপকারক

যা আগে কখনো ঘটেনি = অভূতপূর্ব

যা চিন্তা করা যায় না = অচিন্তনীয়

যা নিবারণ করা কঠিন = দুর্নিবার

যার তুলনা নেই = অতুলনীয়

যার আদি নেই = অনাদি

যার শেষ নেই = অনন্ত

দিনে একবার আহার করে যে = একাহারী

প্রতি মুহূর্তে পরিবর্তনশীল যা = ক্ষণস্থায়ী

যে জমিতে ফসল জন্মায় না = ঊষর

মাটি দিয়ে তৈরি = মৃন্ময়

মৃতের মতো অবস্থা যার = মুমূর্ষু

অগ্রজন্মে যে জন্মেছে = অগ্রজ (দাদা)

অনূজন্মে যে জন্মেছে = অনূজ (ছোট ভাই)

আকাশে চরে যে = খেচর

আত্মার সম্বন্ধীয় = আত্মিক

ইতিহাস জানেন যিনি = ঐতিহাসিক

ইন্দ্রকে জয় করেছেন যিনি = ইন্দ্রজিৎ

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে যে = আস্তিক

ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না যে = নাস্তিক

উঁচুতে মাথা যার = উন্নতশির

উদর বা পেট ভর্তি করে = উদরপূর্তি

কূপের জল = কূয়োজল (বা কূপজল)

কোকিলের ডাক = কুহু

চোখের কোণ = কটাক্ষ

জীবিত থেকেও মৃত = জীবন্মৃত

তাল পেকেছে যে গাছে = তালপাকা

দু’বার জন্মায় যে = দ্বিজ (যেমন – পাখি, দাঁত)

নূপুরের শব্দ = নিক্বণ

পথের পাশে গাছ = পথিকতরু (বা পথতরু)

পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক

ফলের বাগান = ফলের বাগান

বিনা পরিশ্রমে লব্ধ = বিনাশ্রমলব্ধ

বিনা বেতনে কাজ করে যে = অবৈতনিক

মধু পান করে যে = মধুপ বা মধুকর (মৌমাছি)

যা সহজে হজম হয় = সুপাচ্য

যা জলে ও স্থলে চরে = উভচর

যা পূর্বে ছিল, এখন নেই = ভূতপূর্ব

যা প্রমাণ করা যায় = প্রমেয়

যা কষ্টে অর্জন করা যায় = কষ্টার্জিত

যা মর্ম স্পর্শ করে = মর্মস্পর্শী

যার দাড়ি গোঁফ ওঠেনি = অজাতশ্মশ্রু

শত্রুকে দমন করে যে = শত্রুদমনকারী (বা শত্রুঘ্ন)

শোবার ঘর = শোবার ঘর

সাপের খোলস = নির্মোক

সকলের জন্য প্রযোজ্য = সার্বজনীন

হাতে কলমে শিক্ষা = হাতে কলমে শিক্ষা

হিত কামনা করে যে = হিতৈষী

অন্ন নেই যার = অনাহারি

অল্প কথা বলে যে = অল্পভাষী

অল্প আয় করে যে = অল্পায়ু

অহংকার আছে যার = অহংকারী

আঁচল দিয়ে ছাঁকা = আঁচলছাঁকা

আয় অনুসারে ব্যয় করে যে = মিতব্যয়ী

আপনার রং লুকায় যে = বর্ণচোরা

আশ্রয় ছাড়া = নিরাশ্রয়

ইন্দ্রজাল জানে যে = ঐন্দ্রজালিক

উপদেশ দেয় যে = উপদেশক

একই মায়ের পেটের ভাই-বোন = সহোদর/সহোদরা

কাব্য জানেন যিনি = কাব্যজ্ঞ

গণনা করা যায় না যা = অগুনতি

চোখে দেখতে পায় না যে = অন্ধ

জন্ম থেকে যে অন্ধ = জন্মান্ধ

চুরি করে যে = চোর

ছেলের ছেলে = নাতি

জমি থেকে ওঠে যা = জমিদার (কিছু ক্ষেত্রে উদ্ভিদ)

ঠোঁটে লাগা = ঠোঁটকাটা (অন্য অর্থে স্পষ্টবক্তা)

ডুবে আছে যা = নিমজ্জিত

তীর ছোড়ে যে = তীরন্দাজ

দিবসের প্রথম ভাগ = পূর্বাহ্ন

দিবসের মধ্য ভাগ = মধ্যাহ্ন

দিবসের শেষ ভাগ = অপরাহ্ন

নষ্ট হয় যা = নশ্বর

নতুন কিছু সৃষ্টি করে যে = সৃষ্টিকর্তা (বা উদ্ভাবক)

পরের অনিষ্ট করে যে = পরশ্রীকাতর (বা হিংসুক)

পরিষ্কার করে যে = পরিচ্ছন্ন

পিতা ও মাতা = পিতামাতা

প্রিয় বাক্য বলে যে নারী = প্রিয়ংবদা

ফল দেয় যা = ফলদায়ক

বিনা কারণে = অকারণে

বিদেশে থাকে যে = প্রবাসী

মধু সংগ্রহ করে যে = মধুকর

মাটি খোঁড়ে যে = মেটে

যার পুত্র নেই = অপুত্রক

যার স্ত্রী মারা গেছে = বিপত্নীক

যার স্বামী মারা গেছে = বিধবা

যার অনেক অভিজ্ঞতা আছে = অভিজ্ঞ

শোনেন যিনি = শ্রোতা

সবকিছু সহ্য করে যে = সর্বংসহা

হাতের লেখা = হস্তলিপি

হিমালয় থেকে উৎপন্ন = হিমালয়জাত 

অবশ্যই যা ঘটবে = অবশ্যম্ভাবী

অতিশয় শীতল নয় যা = নাতিশীতোষ্ণ

অভিজ্ঞতার অভাব যার = অনভিজ্ঞ

অহংকার নেই যার = নিরহংকার

আদি থেকে অন্ত পর্যন্ত = আদ্যন্ত (বা আদ্যোপান্ত)

আয় নেই যার = নিরামিষ (সাধারণত খাবারের জন্য ব্যবহৃত হলেও আয়ের ক্ষেত্রে প্রয়োগ হয়)

ইন্দ্রিয়কে জয় করেছে যে = জিতেন্দ্রিয়

ঈশ্বরের প্রতি ভক্তি আছে যার = ঐশ্বরিক

উত্তম রূপে শিক্ষা = সুশিক্ষা

উভয় কূল = উভয়কূল (বা দুই কূল)

এক যুগের পর = যুগান্তর

কম কথা বলে যে = স্বল্পভাষী

গমন করা যায় না যেখানে = অগম্য

গোপন রাখার যোগ্য = গোপনীয়

চৈত্র মাসের ফসল = চৈতালি

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত = আমৃত্যু (বা আজীবন)

তত্ত্ব খোঁজেন যিনি = তত্ত্বান্বেষী

তাল জ্ঞান নেই যার = বেতাল

দয়া নেই যার = নির্দয়

ধার্মিক ব্যক্তি = ধার্মিক

নদী ও সাগর = নদ-নদী (দ্বন্দ্বে)

ন্যায়শাস্ত্র জানেন যিনি = নৈয়ায়িক

নৌকা চালানো হয় যা দিয়ে = দাঁড়

পাকা চুল = পক্ককেশ

পিতা নেই যার = পিতৃহারা

পুণ্য কাজ = পুণ্যকর্ম

প্রতিবাদ করে যে = প্রতিবাদী

ফল দান করে যে = ফলদ

বচন মাত্রেই বিশ্বাস করে যে = বচনবিশ্বাসী

বাস করার যোগ্য জায়গা = বাসস্থান

ভাষা বোঝেন যিনি = ভাষাবিদ

ভোজন করার ইচ্ছা = বুভুক্ষা

মনকে হরণ করে যা = মনোহর

মাতা নেই যার = মাতৃহারা

মুখ থেকে উচ্চারিত = মৌখিক

মৃত্যুর কাছাকাছি অবস্থা = মুমূর্ষু

রক্ত দ্বারা রঞ্জিত = রক্তরঞ্জিত

শব্দ করা = শব্দায়িত

সকলের প্রিয় = সর্বজনপ্রিয়

সবকিছু জানেন যিনি = সর্বজ্ঞ

হাতি রাখার জায়গা = হস্তিশালা

হিসাব জানে যে = হিসেবী

নিম্নের PDF LINK -টি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

এককথায় প্রকাশ

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে 

সপ্তম শ্রেণির বাংলা প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top