h-s-4th-semester-bengali-question

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন । H.S 4th Semester Bengali Question 

দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে মডেল উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন । H.S 4th Semester Bengali Question প্রদান করা হলো। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই প্রশ্নগুলি অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন :   

 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা মডেল প্রশ্ন (সেট ২)

পূর্ণমানঃ ৪০  সময়ঃ ২ ঘন্টা

১) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

১.১) ‘আমায় মেরো না’ – এই আর্তি কার? তার এরূপ আর্তির কারণ আলোচনা করো। ২+৩

১.২) ‘হারুন সালেমের মাসি’ গল্প অবলম্বনে ‘হারা’ চরিত্রটি আলোচনা করো। ৫

 

২) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

২.১) ‘যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি/বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি’ – ‘তুচ্ছ আচার’ বলতে কী বোঝ? তুচ্ছ আচার কেন মরুবালুরাশির মতো? ২+৩

২.২) ‘সামনে ইতিহাসের পাতা খোলা’ – ইতিহাস বলতে কী বোঝো? কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কীভাবে মেলবন্ধন ঘটিয়েছেন? ২+৩

 

৩) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৩.১) ‘আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন’ – মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। ৫

৩.২) ‘আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনও মরেনি’ – অংশটির বক্তা কে? এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। ২+৩

 

৪) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*২=১০ 

৪.১) ‘ডাকঘর’ নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ৫

৪.২) ‘তোমার দুটি পায়ে পড়ি, আমি পন্ডিত হব না’ – উদ্ধৃতাংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ২+৩

৪.৩) ‘দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম’ – ‘ডাকঘর’ নাটক অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। ৫

৪.৪) রূপক-সাংকেতিক নাটক হিসেবে ‘ডাকঘর’ নাটকের সার্থকতা বিচার করো। ৫

 

৫) অনধিক একশো পঞ্চাশ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাওঃ ৫*১=৫ 

৫.১) ‘পট’ শন্দটির অর্থ কী? বাংলা লোকশিল্প হিসেবে পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। ২+৩

৫.২) বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। ৫

 

৬) নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। ১০ 

৬.১) প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে, পরিণতিদানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করোঃ ১০

শিশুশ্রমের বিলোপ

শিশুশ্রমের সমস্যা এই সময়ের ভয়াবহ সমস্যা। এটি সংবিধান বিরোধী তবু কলকারখানায়, হোটেলে, চায়ের দোকানে, ইটভাটায় আজও অসহায় শিশুদের কর্মরত অবস্থায় দেখা যায়। মূলত অর্থনৈতিক কারণেই এই প্রথার বিলোপ ঘটছে না। যে শিশুর যাওয়ার কথা বিদ্যালয়ে সে ঘর্মাক্ত শরীরে খেটে মরছে একমুঠো ভাতের জন্য। সকলের সদিচ্ছা এবং সম্মিলিত প্রচেষ্টায় এই প্রথার বিলোপসাধন একান্ত জরুরি।

৬.২) প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করোঃ ১০

মাইকেল মধুসূদন দত্ত

জন্মঃ ১৮২৪ খ্রিষ্টাব্দে, ২৫ জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম।

পিতামাতাঃ রাজনারায়ণ দত্ত, জাহ্নবী দেবী।

শিক্ষাজীবনঃ কলকাতার হিন্দু কলেজ, বিশপস কলেজ।

কর্মজীবনঃ মাদ্রাজে অনাথ বিদ্যালয়ে শিক্ষকতা, মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক, ‘Spectator’ পত্রিকার সহযোগী সম্পাদক।

নাটকঃ শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী।

প্রহসনঃ একেই কি বলে সভ্যতা, বুড় শালিকের ঘাঁড়ে রোঁ।

কাব্যঃ তিলোত্তমাসম্ভব, মেঘনাদবধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি।

মৃত্যুঃ ১৮৭৩ খ্রিষ্টাব্দে, ২৯ জুন।

PDF DOWNLOAD LINK (ONLY FOR SUBSCRIBERS) 

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্ন

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর (নোট) দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

class-twelve-4th-semester-bengali-question

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top