osukhi-ekjon-pablo-neruda

অসুখী একজন । পাবলো নেরুদা । দশম শ্রেণি বাংলা

WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অসুখী একজন । পাবলো নেরুদা । দশম শ্রেণি বাংলা আলোচনাটি প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পেজে তাদের পাঠ্য পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি পাঠ করতে পারবে। কবিতার শেষে এই কবিতার MCQ, SAQ ও LAQ প্রশ্নের উত্তরের লিঙ্কও শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা সেই লিঙ্কগুলি অনুসরণ করে এই কবিতার প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে। 

অসুখী একজন । পাবলো নেরুদা । দশম শ্রেণি বাংলা : 

 

অসুখী একজন -পাবলো নেরুদা 

আমি তাকে ছেড়ে দিলাম

অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়

আমি চলে গেলাম দূর… দূরে।

সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।

একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান

একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।

বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ

ঘাস জন্মালো রাস্তায়

আট একটার পর একটা, পাথরের মতো

পর পর পাথরের মতো, বছরগুলো

নেমে এল তার মাথার ওপর।

তারপর যুদ্ধ এল

রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 

শিশু আর বাড়িরা খুন হলো।

সেই মেয়েটির মৃত্যু হলো না।

সমস্ত সমতলে ধরে গেল আগুন

শান্ত হলুদ দেবতারা

যারা হাজার বছর ধরে

ডুবে ছিল ধ্যানে

উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে

তারা আর স্বপ্ন দেখতে পারল না।

সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা 

যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, 

গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা

চিমনি, প্রাচীন জলতরঙ্গ 

সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।

যেখানে ছিল শহর

সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা

দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা

রক্তের একটা কালো দাগ।

আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। 

অসুখী একজন কবিতার সকল প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

অসুখী একজন । পাবলো নেরুদা । দশম শ্রেণি বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top
× Need Help?