somas-mcq

সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর

দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। মাধ্যমিক পরীক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে তাদের বাংলা ব্যাকরণ সমাস বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর : 

 

১) সমাস কথার অর্থ – সংক্ষেপ 

২) সমাস গঠনের ক্ষেত্রে প্রধান শর্ত হল – অর্থ-সংগতি বজায় রেখে সমস্যমান পদগুলিকে সংযুক্ত করা

৩) ‘সমস্তপদ’ কথাটির অর্থ হল – একপদীকরণ 

৪) সমাসে প্রাধান্য পায় – অর্থ

৫) ‘সমস্যমান’ কথাটির অর্থ – যাদের সমাস করা হয়েছে

৬) ‘গররাজি’ সমাসবদ্ধ পদে ‘গর’ হল – উপসর্গ 

৭) যে পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাকে বলে – সমস্যমান পদ 

৮) ‘রাজপথ’ শব্দটির ব্যাসবাক্য হল – পথের রাজা

৯) সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে তাকে বলে – সমস্তপদ 

১০) পরপদের অপর নাম – উত্তরপদ 

১১) সমাসবদ্ধ পদকে ভাঙ্গলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায়, তাকে বলে – ব্যাসবাক্য 

১২) ব্যাসবাক্যের ‘ব্যাস’ শব্দের অর্থ – বিস্তার 

১৩) ‘জয়ধ্বনি’ পদটির ব্যাসবাক্য হবে – জয়সূচক ধ্বনি

১৪) সমাসের অর্থকে বোঝানোর জন্য যে বাক্যাংশ ব্যবহার করা হয়, তাকে বলে – ব্যাসবাক্য 

১৫) ব্যাসবাক্যের অপর নাম – বিগ্রহবাক্য 

১৬) ‘জায়া ও পতি’ -র সমস্ত পদটি হবে – দম্পতি

১৭) ‘পলান্ন’ পদটির ব্যাসবাক্য হবে – পল মিশ্রিত অন্ন 

১৮) সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদের সংখ্যা কমপক্ষে – দুটি 

১৯) ‘পুরুষসিংহ’ পদটির ব্যাসবাক্য হবে – পুরুষ সিংহের ন্যায় 

২০) সমস্ত পদের অপর নাম – সমাসবদ্ধ পদ

২১) যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে – কর্মধারয় সমাস

২২) যে সমাসে উভয় পদই বিশেষণ হতে পারে – কর্মধারয় 

২৩) পূর্বপদ উপমেয়, পরপদ উপমান হলে, তা হবে – উপমিত কর্মধারয় 

২৪) ব্যাসবাক্যে সাধারণ ধর্মে উল্লেখ থাকে যে সমাসে – উপমান কর্মধারয় 

২৫) উপমেয়র উল্লেখ থাকে না যে কর্মধারয় সমাসে – উপমান কর্মধারয় সমাস

২৬) উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে – রূপক কর্মধারয় 

২৭) কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে – পরপদের অর্থের 

২৮) যাকে তুলনা করা হয়, তাকে বলে – উপমেয় 

২৯) যার সঙ্গে কোনো পদের তুলনা করা হয়, তাকে বলে – উপমান 

৩০) যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্মন্ধবাচক বিভক্তিটি লোপ পায় এবং পরপদের অর্থটিই প্রাধান্য পায় – তৎপুরুষ সমাস

৩১) যে বহুব্রীহি সমাসের সমস্তপদে পূর্বপদের বিভক্তি লোপ পায়, তাকে বলে – অলোপ বহুব্রীহি 

৩২) ‘হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে – এই ব্যাসবাক্যটি যে সমাসের দৃষ্টান্ত – অলোপ বহুব্রীহি 

৩৩) ‘হাতে ও কলমে= হাতেকলমে’ যে ধরণের সমাস – অলোপ দ্বন্দ্ব 

৩৪) অলোপ সমাসের প্রধান বৈশিষ্ট্য হল – পূর্বপদের বিভক্তি চিহ্ন বর্তমান 

৩৫) একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয় – বাক্যাশ্রয়ী সমাস 

৩৬) বাক্যাশ্রয়ী সমাসের সমস্তপদ গড়ে ওঠে – বাক্য-সংকোচনের মাধ্যমে 

৩৭) ‘বসে আঁকো প্রতিযোগিতা’ সমাসটি হল – বাক্যাশ্রয়ী সমাস 

৩৮) ‘রামদাস’ পদটির সমাস হবে – কর্মধারয় 

৩৯) ‘গৌরাঙ্গ’ পদটির সমাস হবে – গৌর অঙ্গ যার 

৪০) ‘ক্ষুদ্র শাখা’ ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে – প্রশাখা 

……. এমনই আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিম্নের PDF FILE-গুলিতে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য প্রদান করা হয়েছে। 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর 

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দশম শ্রেণির বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232 

 

২) সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর (SET 2) 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

৩) সমাস থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তর (SET 3) 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দশম শ্রেণির মাধ্যমিক বাংলা অধ্যায়ভিত্তিক নোট দেখতে নিম্নের ছবিতে ক্লিক করতে হবে 

সমাস

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top