Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন
দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন প্রদান করা হলো। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (H.S Third Semester) প্রদান করতে চলা শিক্ষার্থীরা এই দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন (Class Twelve Third Semester Bengali Question) অনুশীলনের মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
Class Twelve Third Semester Bengali Question । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন :
সঠিক উত্তরটি নির্বাচন করোঃ
১) ‘সে কালক্রমে মানুষ হয় এইমাত্র ভরসা’ – মুখোপাধ্যায় মহাশয়ের কোন্ পুত্র সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে?
ক) জ্যেষ্ঠ পুত্র
খ) মধ্যম পুত্র
গ) কনিষ্ঠ পুত্র
ঘ) খ ও গ উভয়ই
২) কল্যাণী ও তার হবু বরের আশীর্বাদ কোন্ মাসে হবে?
ক) বৈশাখ
খ) জৈষ্ঠ
গ) ভাদ্র
ঘ) আষাঢ়
৩) ‘আমি একজন মোক্তার মাত্র’- আমি কে?
ক) কুঞ্জবিহারী
খ) নরেন
গ) জয়রাম
ঘ) নরেশ
৪) আইনস্টাইনের ধর্ম –
ক) দিগন্ত পেরোনো
খ) গান
গ) উন্মাদনা
ঘ) নতুন পতাকা
৫) ‘অন্ধকার লেখাগুচ্ছ’ কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
ক) ৩২
খ) ২৫
গ) ৪১
ঘ) ১৪
৬) একজন বিখ্যাত ডাচ চিত্রশিল্পী –
ক) লেনিন
খ) গার্সিয়া লোরকা
গ) ভ্যান গঘ
ঘ) আইনস্টাইন
৭) মন্ত্রপুত অসি কী দিয়ে নির্মিত?
ক) শানিত লৌহখন্ড
খ) শানিত তাম্রখন্ড
গ) শানিত ইস্পাত খন্ড
ঘ) কোনোটিই নয়
৮) ‘দিগ্বিজয়ের কবিতা’ অনুসারে ‘সিন্ধু’ শব্দের অর্থ হল –
ক) নদী
খ) মুনি
গ) সমুদ্র
ঘ) জল
৯) কবীর মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন –
ক) মিথ্যা
খ) অহং
গ) সত্য
ঘ) অচেনা
১০) ‘মীমাংসাভাস্য’ গ্রন্থটির রচয়িতা হলেন –
ক) পতঞ্জলি
খ) শবরস্বামী
গ) শঙ্করাচার্য
ঘ) শুদ্রক
১১) সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য হল –
ক) রকমারি ভাষা, অস্বাভাবিক ভাষা
খ) কৃত্রিম ভাষা, জীবন্ত ভাষা
গ) প্রাণবন্ত, কটমট ভাষা
ঘ) গ্রাম্যভাষা, কলকেতার ভাষা
১২) ‘দুরপত পোটরাজ কেমন আছে?’ – বক্তা কে?
ক) মোড়ল
খ) পাড়ার লোকজন
গ) আনন্দের সহপাঠিরা
ঘ) মোড়লের সঙ্গীরা
১৩) কবিতায় ক-টি হাতের উল্লেখ আছে?
ক) দুটি
খ) ছয়টি
গ) একটি
ঘ) চারটি
১৪) ‘মা, তোমার লিলে বুঝি না’ – বক্তা কে?
ক) দামা
খ) বঞ্চলা
গ) আনন্দ
ঘ) দুরপত
১৫) ‘লাঙ্’ এর নামকরণ করেন –
ক) ফেদিনাঁ দ্য সোস্যুর
খ) উইলিয়ম কেরি
গ) নোয়াম চমস্কি
ঘ) যাস্ক
১৬) কোডবদল হল –
ক) উপলক্ষ্য অনুযায়ী ভাষার বদল
খ) পরিস্থিতি অনুযায়ী ভাষাবদল
গ) বিশেষ রীতির ভাষা ব্যবহার
ঘ) শ্রোতা অনুযায়ী ভাষা ব্যবহার
১৭) ভাষাকে ‘চিন্তার পোষাক’ বলেছেন –
ক) ফেদিনাঁ দ্য সোস্যুর
খ) চমস্কি
গ) স্যামুয়েল ওয়েসলি
ঘ) ব্লুমফিল্ড
১৮) কিশোর কুমারের প্রকৃত নাম কী?
ক) আভাস কুমার
খ) আভাস চট্টোপাধ্যায়
গ) কিশোর গাঙ্গুলি
ঘ) আভাস কুমার গঙ্গোপাধ্যায়
১৯) ‘বাঙালির সার্কাস’ গ্রন্থটি কার লেখা?
ক) সুভাষচন্দ্র বসু
খ) প্রিয়নাথ বসু
গ) অবনীন্দ্র কৃষ্ণ বসু
ঘ) মনোমোহন বসু
২০) ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত ছিলেন?
ক) আশুতোষ ভট্টাচার্য
খ) মেঘনাদ সাহা
গ) আশুতোষ মুখোপাধ্যায়
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ
২১) উমাচরণ লাহিড়ীর একটি ________ হাতি আছে।
ক) মাদী
খ) বড়ো
গ) হৃষ্টপুষ্ট
ঘ) বুদ্ধিমান
২২) উদ্বেল দুঃখে এই _________ টুকুর আশ্রয় লইলেন।
ক) কপটতা
খ) মিথ্যা
গ) ছলনা
ঘ) অভিনয়
২৩) তবে কেন _____ ভাবায় তোমাকে?
ক) অন্য চিন্তা
খ) অন্য উপায়
গ) অন্য পথ
ঘ) অন্য ভাবনা
২৪) ________ হয়ে গেলো পোটরাজ রোঁদে বেরোয় না।
ক) তিনদিন
খ) দুইদিন
গ) পাঁচদিন
ঘ) একদিন
২৫) উষ্ম ও কন্ঠনালীয় ধ্বনিটি হল __________ ।
ক) শ্
খ) স্
গ) হ্
ঘ) ড়্
২৬) দামার ________ জোরেই মা গাঁয়ের ধারে গেছেন।
ক) গায়ের
খ) শ্রদ্ধার
গ) ভক্তির
ঘ) কল্পনার
২৭) ‘জারি’ শব্দের অর্থ _________ ।
ক) ক্রন্দন
খ) নাটক
গ) লম্ফন
ঘ) দৌড়
ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করোঃ
২৮) (i) যেন হারাধন ফিরিয়া পাওয়া গিয়েছে।
(ii) ‘তোর জন্যে সন্দেশ নিয়ে যাবো’।
(iii) বৈশাখ পড়িলেই উভয়পক্ষের শীর্বাদ হইবে
(iv) ‘দাও, মেলায় পাঠিয়ে দাও।’
বিকল্পসমূহঃ
ক) (iv), (iii), (i), (ii)
খ) (i), (iv), (iii), (ii)
গ) (iii), (ii), (i), (iv)
ঘ) (i), (ii), (iii), (iv)
২৯) (i) ভস্মের চরিত
(ii) সত্যের বয়ান
(iii) কবিতার জিত
(iv) দিগন্ত পেরনো
বিকল্পসমূহঃ
ক) (iv), (ii), (i), (iii)
খ) (ii), (i), (iii), (iv)
গ) (iv), (ii), (iii), (i)
ঘ) (iii), (ii), (iv), (i)
স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
৩০)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) আদরিণীর ক্রয়মূল্য | (a) পাঁচ-সাত টাকা |
(ii) হস্তিনীর খোরাকি | (b) আড়াই হাজার |
(iii) কল্যাণীর বিবাহের খরচ | (c) দুই হাজার |
(iv) হস্তী ভাড়া বাবদ আয় | (d) এক টাকা |
ক) (i)- d, (ii)- b, (iii)- c, (iv)- a
খ) (i)- a, (ii)- b, (iii)- c, (iv)- d
গ) (i)- b, (ii)- a, (iii)- d, (iv)- c
ঘ) (i)- c, (ii)- d, (iii)- b, (iv)- a
৩১)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) সবুজ শাড়ি | (a) দোরে দেওয়া হয় |
(ii) কুমকুম | (b) কপালে দেওয়া হয় |
(iii) রঙের ছড়া | (c) দেবীর বস্ত্রের রং |
(iv) বছর বছর হয় | (d) দেবীর যাত্রা |
ক) (i)- c, (ii)- b, (iii)- a, (iv)- d
খ) (i)- b, (ii)- d, (iii)- c, (iv)- a
গ) (i)- a, (ii)- c, (iii)- b, (iv)- d
ঘ) (i)- d, (ii)- b, (iii)- a, (iv)- c
৩২)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) আদি অর্থ ও পরিবর্তিত অর্থের সংযোগ নেই | (a) অর্থের অবনতি |
(ii) আদি অর্থের সাথে পরিবর্তিত অর্থে আরও অর্থ যোগ | (b) অর্থের প্রসার |
(iii) আদি অর্থের থেকে পরিবর্তিত অর্থের ব্যাপকতা কম | (c) শব্দার্থের রূপান্তর |
(iv) আদি অর্থের থেকে পরিবর্তিত অর্থে তুচ্ছ ভাব | (d) অর্থের সংকোচন |
ক) (i)- b, (ii)- a, (iii)- c, (iv)- d
খ) (i)- c, (ii)- b, (iii)- d, (iv)- a
গ) (i)- a, (ii)- b, (iii)- c, (iv)- d
ঘ) (i)- b, (ii)- c, (iii)- a, (iv)- d
৩৩)
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
(i) বাংলা আধুনিক গান | (a) জ্যোতিরিন্দ্র মৈত্র |
(ii) জাগো রে কিষাণ | (b) তিরিশের দশক |
(iii) নবজীবনের গান | (c) সলিল চৌধুরী |
(iv) ঢেউ উঠেছে কারা টুটছে | (d) গণসংগীত |
ক) (i)- b, (ii)- c, (iii)- d, (iv)- a
খ) (i)- c, (ii)- d, (iii)- a, (iv)- b
গ) (i)- d, (ii)- a, (iii)- b, (iv)- c
ঘ) (i)- b, (ii)- d, (iii)- a, (iv)- c
সত্য ও মিথ্যা নির্ণয় করোঃ
৩৪) (i) মরুপথে সেই হয় উট
(ii) আকাশে হয় পক্ষীরাজ
(iii) সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে
(iv) তেপান্তরে হয় পুষ্পক
ক) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- মিথ্যা (iv)- সত্য
খ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- মিথ্যা (iv)- মিথ্যা
গ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা
ঘ) (i)- মিথ্যা (ii)- সত্য (iii)- মিথ্যা (iv)- সত্য
৩৫) (i) ঝি > চাকরানি > কন্যা
(ii) অন্ন > ভাত > খাদ্য
(iii) সহসা > সবলে > হঠাৎ
(iv) বাতুল > বাউল > পাগল
ক) (i)- সত্য (ii)- সত্য (iii)- সত্য (iv)- সত্য
খ) (i)- মিথ্যা (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- মিথ্যা
গ) (i)- সত্য (ii)- মিথ্যা (iii)- সত্য (iv)- সত্য
ঘ) (i)- মিথ্যা (ii)- সত্য (iii)- মিথ্যা (iv)- মিথ্যা
বিবৃতি (Assertion) ও কারণ (Reason) -এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করোঃ
নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R) । নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো।
৩৬) বিবৃতিঃ (A) – জেনো সে ধর্মই নয়।
কারণঃ (R) – যে তোমাকে শিখিয়েছে দখলের কথা
সঠিক বিকল্পঃ
ক) A ঠিক, R ভুল
খ) A ভুল, R ঠিক
গ) A ও R উত্তর ঠিক, R, A-এর সঠিক কারণ
ঘ) A ও R উভয়ই ভুল
৩৭) বিবৃতিঃ (A) – দামা সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস করে।
কারণঃ (R) – দামা গাঁইয়ের মোড়ল।
সঠিক বিকল্পঃ
ক) A ঠিক, R ভুল
খ) A ভুল, R ঠিক
গ) A ও R উভয়ই ভুল
ঘ) A ও R উভয়ই ঠিক
৩৮) বিবৃতিঃ (A) – শব্দকে ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশে বিশ্লেষণ করলেই যথাযথ রূপ পাওয়া যায়।
কারণঃ (R) – শব্দ কিছু অর্থ উপাদানের সমষ্টি।
সঠিক বিকল্পঃ
ক) A এবং R উভয়ই ঠিক এবং R, A-এর সঠিক কারণ
খ) A এবং R উভয়ই ঠিক কিন্তু, R, A-এর সঠিক কারণ নয়
গ) A এবং R উভয়ই ভুল
ঘ) A ঠিক, R ভুল
Case based প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করোঃ
৩৯) ‘আমার স্ত্রীর যতটুকু আইন-জ্ঞান আছে, হুজুরের তাও নাই দেখছি’ – এই অংশের মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় –
ক) দ্বেষ
খ) ক্রোধ
গ) লজ্জা
ঘ) বিনয়
রেখাচিত্র/ডায়াগ্রাম দেখে সঠিক বিকল্পটি বেছে নাওঃ
৪০) মূল শব্দ, আদি অর্থ ও বর্তমান অর্থ সম্পর্কিত নীচের কোন্ রেখাচিত্রভিত্তিক বিকল্পটি বিভ্রান্তিমূলকঃ