unobingsho-o-bingsho-shotoke-uponibeshbad-o-samrajjobad-mcq-question-answers

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস 

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ MCQ প্রশ্নের উত্তর : 

 

১) কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন – হায়দরাবাদের নিজামের 

২) কর্ণাটকের নবাব দোস্ত আলির মৃত্যু হয় – ১৭৪১ খ্রিস্টাব্দে 

৩) দোস্ত আলির মৃত্যুর পর কর্ণাটকের নবাব পদে আসীন হন – আনোয়ারউদ্দিন 

 ৪) কর্ণাটকের নবাব পদের দাবিদার ও আনোয়ারউদ্দিনের বিরোধী ছিলেন – চাঁদা সাহেব 

৫) হায়দরাবাদের নবাব নিজাম-উল-মুলকের মৃত্যু হয় – ১৭৪৮ খ্রিস্টাব্দে 

৬) নিজাম-উল-মূলক-এর দ্বিতীয় পুত্রের নাম – নাসির জঙ্গ 

৭) হায়দরাবাদের সিংহাসন নিয়ে নাসির জঙ্গের সঙ্গে বিরোধ বাধে – মুজফ্ফর জঙ্গের 

৮) সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকে ডুপ্লে সমর্থন করেন – মুজফ্ফর জঙ্গকে 

৯) অম্বুরের যুদ্ধে পরাজিত ও নিহত হন – আনোয়ারউদ্দিন 

১০) অম্বুরের যুদ্ধের পর মহম্মদ আলি আশ্রয় গ্রহণ করেন – ত্রিচিনোপল্লিতে 

১১) অম্বুরের যুদ্ধের পর ডুপ্লে কর্ণাটকের সিংহাসনে বসিয়েছিলেন – চাঁদা সাহেবকে 

১২) মুজফ্ফর জঙ্গ হায়দরাবাদের সিংহাসনে বসেন – ১৭৫০ খ্রিস্টাব্দে 

১৩) মুজফ্ফর জঙ্গের মৃত্যুর পর ফরাসিরা হায়দরাবাদের সিংহাসনে বসায় – সলাবৎ জঙ্গকে 

১৪) কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা হায়দরাবাদে সমর্থন করে – নাসির জঙ্গকে 

১৫) কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ চলাকালীন মাত্র ৫০০ সৈন্য নিয়ে কর্ণাটকের রাজধানী আর্কট দখল করেন – রবার্ট ক্লাইভ 

১৬) কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেব যার হাতে নিহত হন – ইংরেজদের 

১৭) ১৭৫২ খ্রিস্টাব্দে ইংরেজরা যাকে কর্ণাটকের সিংহাসনে বসান – মহম্মদ আলিকে 

১৮) ডুপ্লেকে ফ্রান্সে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল কারণ – ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের পছন্দ ছিল না 

১৯) যে সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে – পন্ডিচেরির সন্ধি 

২০) যে যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সূচনা হয় – সপ্তবর্ষব্যাপী যুদ্ধ 

২১) রবার্ট ক্লাইভ বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন – ১৭৫৭ খ্রিস্টাব্দে 

২২) রবার্ট ক্লাইভের চন্দননগর আক্রমণের প্রত্যুত্তরে যে ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাজ আক্রমণ করেন – কাউন্ট লালি 

২৩) কর্ণাটকের তৃতীয় যুদ্ধ চলাকালীন পন্ডিচেরির শাসনকর্তা লালি যাকে হায়দরাবাদ থেকে মাদ্রাজে চলে আসার আমন্ত্রণ জানান – সেনাপতি বুসিকে 

২৪) বুসির অপসারণের সুযোগে ইংরেজ বাহিনী যাকে নিজেদের অধীনস্থ করে – সলাবৎ জঙ্গকে 

২৫) স্যার আয়ার কুট ফরাসিদের পরাজিত করেছিলেন – বন্দিবাসের যুদ্ধে 

২৬) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল – ১৭৬০ খ্রিস্টাব্দে 

২৭) যে সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে – ১৭৬৩ খ্রিস্টাব্দের প্যারিসের সন্ধির মাধ্যমে 

২৮) যে যুদ্ধের পরবর্তীতে ভারতের রাজনীতি থেকে ফরাসিদের চিরপ্রস্থান ঘটে এবং ইংরেজদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় – কর্ণাটকের তৃতীয় যুদ্ধ 

২৯) কর্ণাটকের যুদ্ধের সমসাময়িককালে সংঘটিত যে যুদ্ধে জয়লাভের দরুন ইংরেজরা বাংলার অর্থসম্পদকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল – পলাশির যুদ্ধ 

৩০) ভারতের যে রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে – বাংলা  

৩১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে ১৭১৫ খ্রিস্টাব্দে মুঘল দরবারে আসে – সারম্যান দৌত্য  

৩২) সারম্যান দৌত্যকে নেতৃত্ব দিয়েছিলেন – জন সারম্যান 

৩৩) ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাররুখশিয়রের কাছ থেকে দস্তক বা ফরমান লাভ করে – ১৭১৭ খ্রিস্টাব্দে 

৩৪) ‘দস্তক’ কথাটির অর্থ – বাণিজ্যিক ছাড়পত্র 

৩৫) ফাররুখশিয়রের ফরমান অনুসারে বার্ষিক যত টাকা শুল্ক প্রদানের বিনিময়ে ইংরেজরা বিনাশুল্কে বাণিজ্যের অধিকার পায় – ৩০০০ টাকা 

৩৬) ফাররুখশিয়রের ফরমানকে ‘ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক’ হিসেবে চিহ্নিত করেছেন – সি আর উইলসন 

৩৭) আলিবর্দি খানের মৃত্যুর পর বাংলার নবাব হন – সিরাজ উদ-দৌলা 

৩৮) সিরাজ উদ-দৌলার নবাব পদ লাভকে কেন্দ্র করে সিরাজবিরোধী ষড়যন্ত্র শুরু করেন – আলিবর্দি খানের জ্যেষ্ঠা কন্যা ঘসেটি বেগম 

৩৯) সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ঘসেটি বেগমকে সিরাজ উদ-দৌলা বন্দি করেন – মুরশিদাবাদের প্রাসাদে 

৪০) সিরাজ যার বিরুদ্ধে তহবিল তছরূপের অভিযোগ আনেন – ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে 

৪১) ইংরেজরা কলকাতায় আশ্রয় দিয়েছিল – কৃষ্ণদাসকে 

৪২) সিরাজ কৃষ্ণদাসের প্রত্যর্পণ দাবি করলে তা অগ্রাহ্য করেন কলকাতার ইংরেজ গভর্নর – রজার ড্রেক 

৪৩) ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলার যেখানে দুর্গনির্মাণ করতে শুরু করেছিল – কলকাতা 

৪৪) ইঙ্গ-ফরাসি যুদ্ধের অজুহাতে ফরাসিরা বাংলার যেখানে দুর্গনির্মাণ করতে শুরু করেছিল – চন্দননগর 

৪৫) ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ যাকে প্রেরণ করেন – নারায়ণ দাসকে 

৪৬) সিরাজ উদ-দৌলা ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন – ১৭৫৬ খ্রিস্টাব্দের ৪ জুন 

৪৭) সিরাজ উদ-দৌলা ফোর্ট উইলিয়ম দুর্গ-সহ কলকাতা জয় করেন – ২০ জুন, ১৭৫৬ খ্রিস্টাব্দ 

৪৮) সিরাজ উদ-দৌলা কলকাতার নতুন নাম রাখেন – আলিনগর 

৪৯) কলকাতার শাসনকর্তা হিসেবে সিরাজ উদ-দৌলা যাকে নিযুক্ত করেছিলেন – মানিকচাঁদকে 

৫০) ‘অন্ধকূপ হত্যা’ বিষয়টির উদ্ভাবক হলেন – হলওয়েল 

৫১) অন্ধকূপ হত্যাকাহিনি বর্ণিত হয় – সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে 

৫২) সিরাজ অধিকৃত কলকাতা ইংরেজরা যাদের নেতৃত্বে পুনর্দখল করে নেয় – কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে

৫৩) ইংরেজরা কলকাতা পুনর্দখল করে – ১৭৫৭ খ্রিস্টাব্দের ২রা জানুয়ারি  

৫৪) আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয় – ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি 

৫৫) আলিনগরের সন্ধি যাদের মধ্যে স্বাক্ষরিত হয় – ইংরেজদের সঙ্গে সিরাজ উদ-দৌলার 

৫৬) সিরাজবিরোধী ষড়যন্ত্রের নায়ক ছিলেন – রবার্ট ক্লাইভ ও মির জাফর 

৫৭) সিরাজবিরোধী ষড়যন্ত্রে সিরাজের সিংহাসনচ্যুতির পর যাকে নবাব করা হয় – মির জাফরকে  

৫৮) মির জাফরের পরবর্তীকালে নবাব করা হয়েছিল – মীরকাশিমকে 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ MCQ প্রশ্নের উত্তর

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

class-twelve-third-semester-history-question-answers

দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

দ্বাদশ শ্রেণি তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top