অসুখী একজন কবিতার MCQ প্রশ্নের উত্তর
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য অসুখী একজন কবিতার MCQ প্রশ্নের উত্তর আলোচনাটি প্রদান করা হলো। দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা MCQ প্রশ্নের উত্তর অনুশীলনের মধ্য দিয়ে অসুখী একজন কবিতার পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে।
অসুখী একজন কবিতার MCQ প্রশ্নের উত্তর :
১) ‘অসুখী একজন’ কবিতাটির ইংরেজি তরজমাটি হল – The Unhappy One
২) ‘অসুখী একজন’ শীর্ষক অনুবাদ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে – বিদেশি ফুলে রক্তের ছিটে
৩) পাবলো নেরুদার আসল নাম – নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
৪) পাবলো নেরুদার রচিত কাব্যগ্রন্থ হল – Extravagaria
৫) ‘অসুখী একজন’ কবিতাটি কবি পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত – Extravagaria
৬) কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ/বছর কাটার কথা বলা হয়েছে- একটি
৭) “সে জানতাে না”-সে জানতাে না- কথক আর কখনাে ফিরে আসবেন না
৮) “বৃষ্টিতে ধুয়ে দিল” বৃষ্টি ধুয়ে দিয়েছিল- কথকের পায়ের দাগ
৯) অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলাে নেমে এসেছিল- পর পর পাথরের মতাে
১০) শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবে ছিল- হাজার বছর
১১) মিষ্টি বাড়িটির যেখানে ঝুলন্ত বিছানাটি ছিল- বারান্দায়
১২) কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারতা মেয়েটি দাঁড়িয়েছিল- দরজায়
১৩) অসুখী একজন কবিতায় দেবতাদের বিশেষণ দেওয়া হয়েছে- শান্ত হলুদ
১৪) তারপর যুদ্ধ এলাে’-যুদ্ধ এসেছিল- রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতাে
১৫) ‘অসুখী একজন’ কবিতায় মৃত্যু হয়নি- মেয়েটির
১৬) ‘অসুখী একজন’ কবিতায় যে কালাে দাগটির কথা বলা হয়েছে তা হলাে- রক্তের
১৭) ‘অসুখী একজন’ কবিতায় উল্লেখিত বীভৎস মাথাগুলি ছিল- মৃত পাথরের মূর্তির
১৮) একটা সপ্তাহ আর কেটে গেল, আর- একটা বছর
১৯) যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল- কাঠ কয়লা
২০) ‘আমি তাকে ছেড়ে দিলাম’ কথক ছেড়ে দিয়েছেন – একজন মেয়েকে
২১) ‘সে জানত না’ – কবিতায় ‘সে’ বলতে বোঝানো হয়েছে – একজন সাধারণ নারীকে
২২) সে জানত না যে – কথক আর কখনোই ফিরে আসবেন না
২৩) ‘ঘাস জন্মালো রাস্তায়’ কারণ – সেই রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি
২৪) ‘বছরগুলো নেমে এল তার মাথার ওপর’ বছরগুলোর ‘নেমে আসা’-কে কবিতায় তুলনা করা হয়েছে – পরপর নেমে আসা পাথরের সঙ্গে
২৫) ‘তারপর যুদ্ধ এল’ – রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো
২৬) যুদ্ধকে ‘রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো’ মনে করার কারণ – যুদ্ধ আগ্নেয়পাহাড়ের মতোই ভয়ংকর ও রক্তক্ষয়ী
২৭) ‘সেই মেয়েটির মৃত্যু হলো না’ এখানে ‘সেই মেয়েটি’ বলতে বোঝানো হয়েছে – কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে
২৮) ‘সমস্ত সতলে ধরে গেল আগুন’ আর তাই – দেবতা, বাড়ি, বারান্দা, গাছপালা সবই ধ্বংস হল
২৯) ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না’ এখানে যাঁদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে – শান্ত-হলুদ দেবতাদের
৩০) কবিতার কথক ঘুমিয়ে ছিলেন বারান্দার – ঝুলন্ত বিছানায়
৩১) ‘মৃত পাথরের মূর্তির বীভৎস / মাথা’ পাথরের মূর্তিটি – দেবতার
৩২) ‘আর সেই মেয়েটি আমার অপেক্ষায়’ সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ – সে জানতই না, কথক আর কখনও ফিরে আসবেন না তার কাছে