বহুরূপী গল্পের বড়ো প্রশ্নের উত্তর
দশম শ্রেণির মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বহুরূপী গল্পের বড়ো প্রশ্নের উত্তর প্রদান করা হলো। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের এই বড়ো প্রশ্নের উত্তরগুলি অনুশীলনের মধ্য দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা তাদের দশম শ্রেণির বাংলা বহুরূপী গল্পের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করে মাধ্যমিক বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করতে সক্ষম হবে।
বহুরূপী গল্পের বড়ো প্রশ্নের উত্তর :
১) ‘হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে’- হরিদার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও। ৫
উৎসঃ
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক “সুবোধ ঘোষের” লেখা “গল্পসমগ্র” গ্রন্থের তৃতীয় খন্ড থেকে সংকলিত “বহুরূপী” গল্প থেকে প্রশ্নোক্ত অংশটি গৃহীত হয়েছে।
হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যঃ
‘বৈচিত্র’ কথার আক্ষরিক অর্থ হলো ‘বিভিন্নতা’। আর ‘নাটকীয় বৈচিত্র’ বলতে বোঝায় নাটকের মধ্যে আকস্মিকভাবে ঘটতে থাকা নানা চমকপ্রদ ঘটনার বিভিন্নতা। বহুরূপী হরিদার জীবনও ছিল এমনই নানা রঙে ভরা। তার জীবনের সেই সকল বিচিত্র ঘটনার সংক্ষিপ্ত পরিচয় নিম্নে প্রদান করা হলো-
পাগলরূপী হরিদাঃ
একদিন দুপুর বেলায় হরিদা উন্মাদ পাগলের বেশে চকের বাসস্ট্যন্ডে আতঙ্কের হল্লা সৃষ্টি করেন। তার চোখ দুটি ছিল লাল, মুখ দিয়ে লালা ঝরছিল, আর এক থান ইট হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন। বাসের ড্রাইভার কাশীনাথ ছাড়া তাকে আর কেউ চিনতে পারে নি।
বাইজিরূপী হরিদাঃ
একদিন সন্ধ্যাবেলায় পায়ে ঘুঙুর বেঁধে হরিদা বাইজির বেশে শহরের রাস্তায় হাজির হন। নৃত্যের ভঙ্গিতে সেই বাইজিকে নিয়ন আলোয় ভেজা সন্ধ্যার রাজপথে দেখে দকানদারেরা মুগ্ধ হয়ে ফুলের সাজিতে পয়সা দিতে বাধ্য হয়েছিল; যার ফলে তার আট টাকা দশ আনা উপার্জনও হয়।
পুলিশরূপী হরিদাঃ
একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচুবাগানে চারজন স্কুলছাত্রকে আটক করেন হরিদা। এরপর স্কুলের মাস্টারমশাই তাকে চিনতে না পেরে আট আনা ঘুষ দিয়ে ছাত্রদের ছাড়িয়ে নিয়ে যান।
বিরাগীরূপী হরিদাঃ
হরিদা বিরাগীরূপে প্রতিবেশী জগদীশ বাবুর বাড়িতে হাজির হলে ধর্মভীরু জগদীশবাবু তার রূপ দেখে এবং বাণী শুনে মোহিত হয়ে তাকে তীর্থ ভ্রমণের জন্য একশো এক টাকা প্রদান করতে চান।
হরিদার অন্যান্য বহুরূপী রূপঃ
উপরোক্ত সাজগুলি ছাড়াও হরিদা কাপালিক, ফিরিঙ্গি কেরামিন সাহেব, বাউল, কাবুলিওয়ালা সহ নানান সাজে নিজেকে সজ্জিত করেছেন।
উপরিক্ত আলোচনা থেকে বলা যায়, সাধারণ মানুষের জীবন একঘেয়ে নিয়মের বেড়াজ্বালে আবদ্ধ হলেও, হরিদার জীবন ছিল বৈচিত্র্যময়তায় ভরা এক নাটকীয় চিত্রনাট্য।
২) বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি আলোচনা করো।
উৎসঃ
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক “সুবোধ ঘোষের” লেখা “গল্পসমগ্র” গ্রন্থের তৃতীয় খন্ড থেকে সংকলিত “বহুরূপী” গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা।সমগ্র গল্প বিশ্লেষণ করে তার চরিত্রের যেসকল বৈশিষ্টগুলি আমাদের দৃষ্টিগোচর হয় তা ক্রমান্বয়ে আলোচিত হল-
বন্ধুবৎসলতাঃ
সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ হরিদা তার শত দরিদ্রতার মাঝেও অসমবয়সিদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করেছেন।তাদের সাথে জমে উঠেছে তার চায়ের আসর।
সরল জীবনযাপনঃ
হরিদা ছিলেন অনাড়ম্বর জীবনযাপনে বিশ্বাসী।শহরের সরু গলির ভেতর ছোট্ট একটি ঘরে তিনি সাধারণ ভাবেই দিন অতিবাহিত করতেন। তার কথায়,“বড়ো মানুষের কান্ডের খবর আমি কি করে শুনবো?”
বহুরূপী জীবনঃ
হরিদার জীবন ছিল নাটকীয়তায় পরিপূর্ণ।বহুরূপীকে তিনি পেশা ও নেশায় পরিণত করেছিলেন। বাউল,কাবুলিওয়ালা,কাপালিক,পাগল,বাইজি তথা বিরাগী সাজের নৈপুণ্য ও অভিনয় দক্ষতায় তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
শিল্পীমনষ্কতাঃ
ঘড়ি ধরে চলা বাঁধা জীবনযাপনে অনিছুক হরিদার পেশা বহুরূপী হলেও তিনি কিন্তু প্রত্যহ সেই কাজ করতেন না।আর এখানেই তার প্রয়োজনকে জয় করে তার শিল্পীসত্ত্বা।
আদর্শবোধঃ
“শিল্প শিল্পের জন্য”-এই উপলব্ধিকে অবলম্বন করে তিনি নিষ্ঠা ও সততার দ্বারা বিরাগী ছদ্মবেশটির প্রতি তার আদর্শবোধ বজায় রেখেছেন।শিল্পই তার জীবনের ধ্রুব সত্য।
এইরূপে হরিদা চরিত্রটি তার বিবিধ চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর দ্বারা আমাদের সকলের প্রিয় চরিত্র হয়ে উঠেছে।
LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)
বহুরূপী দশম শ্রেণি বাংলা গল্পের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্যঃ
১) জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল, তা বর্ণনা করো।
২) বহুরূপী গল্প অবলম্বনে জদীশবাবু চরিত্র আলোচনা করো।
৩) “তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়”।- ‘বহরুপী গল্পের আলােকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।
৪) “অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না”- হরিদা কী ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী?
৫) “আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই”- বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? এই উক্তির প্রেক্ষিতে বক্তার চরিত্র যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো।
৬) “এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা”- হরিদার সৃষ্ট দুটি চমৎকার ঘটনার বিবরণ দাও।
৭) “হরিদার জীবনে সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে”- হরিদা কে? তাঁর কর্মকান্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র ধরা পড়েছে তা গল্প অবলম্বনে লেখো।