দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট

দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস অনুসারে সেমিস্টার পদ্ধতিতে যে নতুন পরীক্ষা ব্যবস্থা চালু হয়েছে, তার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট প্রদান করা হলো। যে সকল শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার প্রদান করে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের জন্য পড়াশোনা শুরু করেছো তাদের জন্য দ্বাদশ শ্রেণির বাংলা চতুর্থ সেমিস্টার -এর (Class 12 4th Semester Bengali Notes) পাঠ্য বিষয়গুলি এবং দ্বাদশ শ্রেণির বাংলা চতুর্থ সেমিস্টার প্রশ্নের উত্তর -এর লিঙ্ক নিম্নে প্রদান করা হলো। 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট :

 

গল্পঃ 

১) হলুদ পোড়া – মানিক বন্দ্যোপাধ্যায় 

২) হারুন সালেমের মাসি – মহাশ্বেতা দেবী 

কবিতাঃ 

১) প্রার্থনা – রবীন্দ্রনাথ ঠাকুর 

২) তিমির হননের গান – জীবনানন্দ দাশ 

৩) কেন এল না – সুভাষ মুখোপাধ্যায় 

নাটকঃ

১) নানা রঙের দিন – অজিতেশ বন্দ্যোপাধ্যায় 

পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থঃ

২) ডাকঘর – রবীন্দ্রনাথ ঠাকুর 

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসঃ

১) পর্ব ৫ – বাংলা চিত্রকলার ইতিহাস – সংক্ষিপ্ত রূপরেখা 

২) পর্ব ৬ – বাঙালির চলচ্চিত্রের ইতিহাস – সংক্ষিপ্ত রূপরেখা

প্রবন্ধঃ

১) কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। 

২) একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরণের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে।

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নম্বর বিভাজন : 

  • গল্প – ৫*১=৫

  • কবিতা – ৫*১=৫

  • নাটক – ৫*১=৫

  • পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ – ৫*২=১০

  • বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস – ৫*১=৫

  • প্রবন্ধ রচনা – ১০*১=১০

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা অধ্যায়ভিত্তিক প্রশ্নের উত্তর দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট

2 thoughts on “দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট”

    1. আমাদের শিক্ষাজগতে আপনাকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের সম্পূর্ণ অনলাইন সহায়তা আপনি আমাদের ওয়েবসাইটে লাভ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top