keno-elo-na-kobitar-question-answers

কেন এল না কবিতার প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা

উচ্চমাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে কেন এল না কবিতার প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা প্রদান করা হলো। যে সকল শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের পড়া সম্পূর্ণ করে চতুর্থ সেমিস্টারের প্রস্তুতি শুরু করতে চলেছো তাদের জন্য এখানে সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এল না কবিতার গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর -গুলি প্রদান করা হলো। পূর্ণাঙ্গ কবিতাটি পাঠ করতে শিক্ষার্থীরা আমাদের ক্লাস নোট বিভাগে দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা নোট পেজ ভিজিট করো।

কেন এল না কবিতার প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা : 

 

নিম্নে কেন এল না কবিতার বিষয়বস্তুর আলোচনা প্রদান করা হলো- 

কেন এল না কবিতার প্রশ্নোত্তরঃ 

 

১) ‘বাবুদের গন্ধে-ভরা রাস্তা দিয়ে / অনেক অলিগলি ঘুরে / মৃত্যুর পাশ কাটিয়ে / বাবা এল।’ – প্রশ্নোদ্ভূত কাব্যাংশটির প্রসঙ্গ উল্লেখ করো। বাবাকে কেন এইভাবে বাড়ি ফিরতে হল? ২+৩ 

উৎসঃ 

আধুনিক কবি ‘সুভাষ মুখোপাধ্যায়’ -এর ‘যত দূরে যাই’ কাব্যগ্রন্থের ‘কেন এল না’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি চয়ন করা হয়েছে। 

প্রসঙ্গঃ 

কবিতা ঘটনানুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ সেরে বাড়ির প্রিয়জন বাবা ফিরে এল না। এই প্রতীকী বাবা তৎকালীন সময়ের প্রতিটি ঘরের চিত্রকে তুলে ধরে। রাত অতিক্রান্ত হলেও বাবা ফেরে না। উৎকণ্ঠা আর অস্থিরতা প্রিয়জনদের চিন্তিত করে তোলে – 

‘মানুষটা এখনও কেন এল না?’ 

আসলে প্রতিকূল পরিস্থিতির কারণে কাজে গিয়েও ফিরে আসতে বিলম্ব হয় বাবার। এই পরিস্থিতিকে তুলে ধরতেই কবি প্রশ্নোক্ত অংশটি ব্যবহার করেছেন। 

বাবার দেড়িতে ফেরার কারণঃ 

বাবাকে বাড়ি ফিরতে হবে কারণ তার জন্য প্রিয়জনেরা অপেক্ষারত। বাড়ির প্রতি দায়বদ্ধতা ও প্রতিশ্রুতি রক্ষাকেই কবি এখানে প্রাধান্য প্রদান করতে চেয়েছেন। কিন্তু বাইরের পরিস্থিতি প্রতিকূল এবং অস্থির সময়ের মধ্য দিয়ে বয়ে চলেছে। যে-কোনো মূহূর্তে প্রাণ নাশ হতে পারে। রাস্তায় বারুদের গন্ধ সুস্থ জীবনযাপনের প্রতিকূল। তবুও কাজে যেতে হবে বেঁচে থাকার তাগিদে। আর দায়িত্ববোধ থেকে ফিরতে হবে বাড়ি –  

‘তারপর অনেক রাত্তিরে
বারুদের গন্ধে-ভরা রাস্তা দিয়ে
অনেক অলিগলি ঘুরে
মৃত্যুর পাশ কাটিয়ে
বাবা এল।’

প্রত্যাশা রক্ষার তাগিদেই তাই বাবাকে শত প্রতিকূলতার মধ্যেও বাড়ি প্রত্যাবর্তন করতে হয়। 

 

২) ‘ছেলে এল না’ – ছেলেটির না ফেরার কারণ উল্লেখ করো। এর জন্য তুমি কাকে দায়ী করবে? ৩+২

উৎসঃ 

আধুনিক কবি ‘সুভাষ মুখোপাধ্যায়’ -এর ‘যত দূরে যাই’ কাব্যগ্রন্থের ‘কেন এল না’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি চয়ন করা হয়েছে। 

ছেলেটির ফিরে না আসার কারণঃ  

সমসাময়িক ভারতবর্ষের অস্থির রাজনৈতিক অবস্থা, বিভিন্ন যুদ্ধের আবহাওয়া, শিক্ষা আন্দোলন, কলকাতার ট্রামের ভাড়া বৃদ্ধি নিয়ে জঙ্গী আন্দোলন, কৃষক মিছিলে পুলিশের গুলিবর্ষণ প্রভৃতির প্রভাবে সাধারণ মধ্যবিত্ত শ্রমজীবী মানুষকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হয়।  

সেই পরিস্থিতিতে কবিতার ঘটনানুসারে, বাবা কাজে বেড়িয়ে মাইনে নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিলেও সময়মত আসতে পারেন নি। তার ফিরে না আসার উৎকণ্ঠা ও নতুন জামা পাওয়ার নেশায় ছেলে রাস্তায় পা দেয় –

‘একটু এগিয়ে দেখবে বলে
ছেলেটা রাস্তায় পা দিল।’

তবে বাবা ফিরে এলেও  ছেলে সেই অগ্নিগর্ভ পরিস্থিতির স্বীকার হয়। তাই – 

‘বারুদের গন্ধে-ভরা রাস্তা দিয়ে
অনেক অলিগলি ঘুরে
মৃত্যুর পাশ কাটিয়ে
বাবা এল।
ছেলে এল না।। ‘

যাকে দায়ী করা যায়ঃ 

কবি তাঁর কবিতার মধ্য দিয়ে সামাজিক সভ্য মানুষের চেতনলোকে আঘাত করতে চেয়েছেন। পুজোতে বাবার দেওয়া নতুন জামা পরার স্বপ্ন দেখেছিল ছেলেটি। সম্ভাব্য ভবিষ্যৎ নষ্ট হচ্ছে দেখে কবি ব্যথিত হয়েছেন। আর তাই তো তিনি হিংসা, বিবাদ ভুলে মানবতার জাগরণ ঘটাতে চেয়েছেন। 

LINK TO VIEW PDF FILE (Only for Subscribers)

কেন এল না কবিতার প্রশ্নের উত্তর

নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232  

 

৩) ‘কেন এল না’ কবিতায় বর্ণিত ছেলেটি সম্পর্কে আলোচনা করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৪) ‘কেন এল না’ কবিতায় মায়ের চরিত্রটির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৫) ‘সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেড়িয়েছে’ – ছেলেটার নেচে বেড়ানো ও তার পরিণতি সম্পর্কে আলোচনা করো। ২+৩

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৬) ‘ফ্যান গলাতে গিয়ে / পা-টা পুড়ে গেল’ – ফ্যান পায়ে পড়ার কারণ নির্দেশ করো। কবি উক্ত পঙতি ব্যবহার করেছেন কেন? ৩+২

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৭) ‘ছেলেটা রাস্তায় পা দিল’ – ছেলেটি রাস্তায় নামার সিদ্ধান্ত নিল কেন? রাস্তায় নামার পরিণতি কী হয়েছিল? ৩+২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৮) ‘কেন এল না’ কবিতায় শেষ পর্যন্ত কে, কেন বাড়ি ফিরল না? কবি এটার মধ্য দিয়ে পাঠক সমাজকে কী বার্তা প্রেরণ করলেন? ৩+২ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

৯) ‘সামনে ইতিহাসের পাতা খোলা’ – ইতিহাস বলতে কী বোঝো? কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কীভাবে মেলবন্ধন ঘটিয়েছেন? ২+৩ 

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে

১০) কড়ার গায়ে খুন্তিটা / আজ একটু বেশি রকম নড়ছে’ – পঙ্‌তিটির উৎস নির্ণয় করে তাৎপর্য বিশ্লেষণ করো। ৫

উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে 

দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টার বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত নোট দেখতে নিম্নের লিঙ্কটি অনুসরণ করতে হবে 

হলুদ পোড়া গল্পের প্রশ্নের উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করার প্রচেষ্টা করবেন না !
Scroll to Top