ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকসমূহ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস
দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির লক্ষ্যে WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকসমূহ MCQ প্রশ্নের উত্তর । দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে।
ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকসমূহ MCQ প্রশ্নের উত্তর :
১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন পরিচালনার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয় – ১৭৭৩ খ্রিষ্টাব্দে
২) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনকালে প্রতিষ্ঠিত সুপ্রিওকোর্টের বিচারকেরা নিযুক্ত হতেন – ইংল্যন্ডের রাজা কর্তৃক
৩) ১৭৮৪ খ্রিষ্টাব্দে ভারত শাসন আইন পাশ করেন – ব্রিটিশ প্রধানমন্ত্রী পিট
৪) কোম্পানীর চার্টার অ্যাক্ট সংশোধন করা হত – ২০ বছর অন্তর
৫) ভারতে শিক্ষা প্রসারে প্রথম একলক্ষ টাকা বরাদ্দ করা হয় – ১৮১৩ চার্টার অ্যাক্টে
৬) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন – স্যার এলিজাইম্পে
৭) কলকাতা ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন – লর্ড ওয়েলেসলি
৮) ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় – ১৮৫৮ খ্রিষ্টাব্দে
৯) যে আইন দ্বারা কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল করা হয় – ১৮৩৩ খ্রিষ্টাব্দের চার্টার অ্যাক্টে
১০) ব্রিটিশ আমলাতন্ত্রের জনক হলেন – লর্ড কর্ণওয়ালিস
১১) ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮০০ খ্রিষ্টাব্দে
১২) ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে উদ্দেশ্যে – ভারতে আগত সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ প্রদান
১৩) ভারতে দারোগা ব্যবস্থার অবসান ঘটানো হয় – ১৮১২ খ্রিষ্টাব্দে
১৪) ভারতে পুলিশি দপ্তর তৈরি করা হয়েছিল – আইরিশ পুলিশ বাহিনীর অনুকরণে
১৫) ভারতের ‘যুদ্ধ উপযোগী জাত’-এর অন্তর্ভুক্ত ছিল না – পশ্চিমবঙ্গের বাঙালি
১৬) ভারতে ব্রিটিশরাজ প্রতিষ্ঠিত হয়েছিল – ১৮৫৮ খ্রিষ্টাব্দে
১৭) রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কোর্ট-অব-ডাইরেক্টরদের কার্যকালের মেয়াদ করা হয়েছিল – পাঁচ বছর
১৮) উইলিয়ম পিট ছিলেন – ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৯) চার্টার অ্যাক্ট জারি করা হয় – ১৮৩৩ খ্রিষ্টাব্দে
২০) ১৮৫৩ খ্রিষ্টাব্দের সনদ আইন অনুসারে কোর্ট অফ ডাইরেক্টরদের সদস্য সংখ্যা ২৪ থেকে করা হয় – ১৮
২১) ১৮৫৩ খ্রিষ্টাব্দের সনদ আইন অনুসারে বাংলার জন্য যে পদ সৃষ্টি করা হয় – লেফটেন্যান্ট গভর্নর
২২) ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু হয় – ১৮৬২ খ্রিষ্টাব্দে
২৩) ১৮০০ খ্রিষ্টাব্দে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় – কলকাতায়
২৪) লন্ডনের ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮০৫ খ্রিষ্টাব্দে
২৫) লন্ডনের ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় – হার্টফোর্ডে
২৬) স্যার রিচার্ড টেম্পল ছিলেন – গভর্নর জেনারেল
২৭) স্যার রিচার্ড টেম্পল যেখানকার গভর্নর জেনারেল ছিলেন – বোম্বের
২৮) ‘পলাশী থেকে পার্টিশান’ গ্রন্থের লেখক হলেন – শেখর বন্দ্যোপাধ্যায়
২৯) দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন – রবার্ট ক্লাইভ
৩০) দ্বৈত শাসনব্যবস্থার ফলাফল ছিল – ছিয়াত্তরের মন্বন্তর
৩১) দ্বৈত শাসনের অবসান ঘটান – ওয়ারেন হেস্টিংস
৩২) বন্দিবাসের যুদ্ধ হয়েছিল – ১৭৬০ খ্রিষ্টাব্দে
৩৩) রেগুলেটিং আইন পাসের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন – নর্থব্রুক
৩৪) কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন – এলিজা ইম্পে
৩৫) যে সনদ আইনে ভারতে শিক্ষাবিস্তারের জন্য অর্থ বরাদ্দ করা হয় – ১৮১৩ খ্রিষ্টাব্দের
৩৬) বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল-এ পরিণত করা হয় যে সনদ আইনে – ১৮১৩ খ্রিষ্টাব্দের
৩৭) ভারতের গভর্নর জেনারেল ‘ভাইসরয়’-এ পরিণত হন যে আইন অনুসারে – ১৮৫৮ খ্রিষ্টাব্দের ভারতশাসন আইন
৩৮) ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং
৩৯) ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন – লর্ড ওয়েলেসলি
৪০) ভারতে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় – ১৯২২ খ্রিষ্টাব্দে
৪১) ব্রিটিশ শাসনের ইস্পাতকাঠামো ছিল – ভারতীয় সিভিল সার্ভিস
৪২) ‘ভারতীয় দন্ডবিধি’ যার আমলে সংকলিত হয় – লর্ড বেন্টিঙ্ক
৪৩) ভারতীয় দন্ডবিধি সংকলন করেছিলেন – লর্ড মেকলে
৪৪) বোর্ড অব রেভিনিউ গঠন করেন – লর্ড ওয়ারেন হেস্টিংস
৪৫) পাঁচসালা ও একসালা বন্দোবস্ত প্রবর্তন করেন – লর্ড ওয়ারেন হেস্টিংস
৪৬) দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন – লর্ড কর্নওয়ালিস
৪৭) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন – লর্ড কর্নওয়ালিস
৪৮) চিরস্থায়ী বন্দোবস্ত প্রধানত প্রচলিত হয়েছিল – বাংলা, বিহার ও ওড়িষ্যায়
৪৯) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল – ১৮২০ খ্রিষ্টাব্দে
৫০) ভাইচারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল – পাঞ্জাবে
৫১) দস্তক হল – বাংলায় বিনাশুল্কে ব্যাবসার অধিকার
৫২) ‘Poverty and Un-British rule in India’ গ্রন্থের রচয়িতা হলেন – দাদাভাই নৌরজি
৫৩) সম্পদের নির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন – দাদাভাই নৌরজি
৫৪) অবশিল্পায়নের প্রধান কারণ ছিল – বৈষম্যমূলক শুল্কনীতি
৫৫) ‘Ruin of Indian Trade and Industries’ গ্রন্থের রচয়িতা হলেন – বি.ডি.বসু