prithibir-utpotti-mcq-question-answers

পৃথিবীর উৎপত্তি MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল 

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার প্রদান করতে চলা শিক্ষার্থীদের জন্য WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে বিষয় হিসেবে পৃথিবীর উৎপত্তি MCQ প্রশ্নের উত্তর প্রদান করা হলো। শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভূগোল প্রথম সেমিস্টার -এর অন্তর্ভুক্ত পৃথিবীর উৎপত্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের উত্তরগুলি পড়তে পারবে। একাদশ শ্রেণির ভূগোল প্রশ্নের উত্তর -গুলি অনুশীলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে। 

পৃথিবীর উৎপত্তি MCQ প্রশ্নের উত্তর । একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল : 

১) সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত – আকাশগঙ্গা

২) সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীন – ৯৮%

৩) ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতে – পঞ্চম

৪) সূর্যের আনুমানিক বয়স – ৫ বিলিয়ন বছর

৫) আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হল – অ্যান্ড্রেমিডা

৬) সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল – সেরেস

৭) মহাবিশ্বে দূরত্ব পরিমাপের একক হল – আলোকবর্ষ

৮) সূর্যকে কেন্দ্র করে ল্যাজবিশিষ্ট যে মহাজাগতিক বস্তু প্রদক্ষিণ করে – ধূমকেতু

৯) কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে বলা হয় – নীহারিকা

১০) গ্যাসীয় মতবাদের প্রবক্তা হলেন – ইমানুয়েল কান্ট

১১) কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় – বলয়াকারে 

১২) কান্টের মতে নীহারিকা থেকে নির্গত পদার্থ থেকে সৃষ্টি হয়েছে – গ্রহ-উপগ্রহ 

১৩) জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে – গ্রহাণু ও নীহারিকা মতবাদ থেকে 

১৪) জোয়ারি মতবাদে সূর্যের দেহ থেকে গ্যাস নির্গমনের জন্য যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকরি হয় – নক্ষত্র 

১৫) জিনস ও জেফ্রিসের জোয়ারি মতবাদটির নামকরণের কারণ হল – সৌরদেহের গ্যাসীয় অবয়বে জোয়ার সৃষ্টি 

১৬) জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হল – হাইড্রোজেন ও হিলিয়াম 

১৭) পৃথিবীর উৎপত্তি সপম্পর্কিত আধুনিকতম মতবাদটি হল – বিগ ব্যাং তত্ত্ব 

১৮) ‘বিগ ব্যাং’ নামকরণ করেছিলেন – ফ্রেড হোয়েল 

১৯) মহাবিষ্ফোরণ তত্ত্ব অনুসারে প্রথম মহাবিষ্ফোরণের সম্প্রসারণ শুরু হয়েছিল – ১৩৭০ কোটি বছর আগে 

২০) বিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় – সিঙ্গুলারিটি 

২১) গ্যালাক্সিগুলি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ – দূরে সরে যাচ্ছে 

২২) মহাবিশ্বের আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় বলা হয় – বিগ ব্যাং 

২৩) ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ গ্রন্থটি রচনা করেছেন – স্টিফেন হকিং 

২৪) মহাবিষ্ফোরণ জন্ম দিয়েছিল – সময়ের 

২৫) ‘দি ফার্স্ট থ্রি মিনিটস’ গ্রন্থটি রচনা করেছেন – স্টিফেন উইনবার্গ 

২৬) সিঙ্গুলারিটি ধারণাটির প্রবক্তা হলেন – আইনস্টাইন 

২৭) কান্টের মতবাদটি প্রকাশিত হয়েছিল – ১৭৫৫ খ্রিঃ 

২৮) প্লবতার ধারণাটি প্রদান করেছেন – আর্কিমিডিস 

২৯) ‘প্যানজিয়া’ বলতে বোঝায় – সম্মিলিত মহাদেশ 

৩০) ‘প্যানথালাসা’ বলতে বোঝায় – সম্মিলিত মহাসাগর 

৩১) অ্যান্ড্রেমিডা হল একটি – গ্যালাক্সি 

৩২) পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদটি হল – গ্যাসীয় মতবাদ 

৩৩) কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় যে শক্তিকে – মাধ্যাকর্ষণ 

৩৪) কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বলয়াকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী বল হল – কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিগ বল 

৩৫) পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি ছিল – চেম্বারলিন ও মুল্টনের 

৩৬) হেরল্ড জেফ্রি জোয়ারি মতবাদটি প্রকাশ করেছিলেন – ১৯১৮ খ্রিঃ 

৩৭) জোয়ারি মতবাদে জিনস ও জেফ্রিসের মতে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতির অনেকটা মিল আছে – পটলের সাথে 

৩৮) ১০-১০০০ নক্ষত্রলোকের একত্র মমাবেশ যে নামে পরিচিত – গ্যালাষ্টিক ক্লাস্টার 

৩৯) ‘Big Bang’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন – ফ্রেড হয়েল 

৪০) পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেছেন – কান্ট 

LINK TO VIEW PDF FILE (ONLY FOR SUBSCRIBERS)

পৃথিবীর উৎপত্তি MCQ প্রশ্নের উত্তর

একাদশ শ্রেণির সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর দেখতে নিম্নের ছবিতে ক্লিক/টাচ করতে হবে

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার ভূগোল প্রশ্নের উত্তর

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কপি করার প্রচেষ্টা করবেন না

Scroll to Top