পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার
WBNOTES.IN ওয়েবসাইটের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা প্রদান করতে চলা শিক্ষার্থীদের সুবিধার্থে পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার প্রদান করা হলো। শিক্ষার্থীরা এই পুঁইমাচা গল্পের প্রশ্নের উত্তরগুলি সমাধানের মধ্য দিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করতে পারবে। ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটে এই গল্পের প্রশ্ন-উত্তর পর্ব ১ প্রদান করা হয়েছে, যেগুলি একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা নোট বিভাগে দেওয়া হয়েছে।
পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর । একাদশ শ্রেণির বাংলা প্রথম সেমিস্টার :
১) সহায়হরি বাটি বা ঘটি চেয়েছিল কী জন্য?
ক) দুধ আনার জন্য
খ) ঘোল আনার জন্য
গ) ডাবের জল ঢালার জন্য
ঘ) রস আনার জন্য
উত্তরঃ ঘ) রস আনার জন্য
২) অন্নপূর্ণা চুলে কীসের তেল মাখছিল?
ক) নারিকেলের তেল
খ) সরিষার তেল
গ) বাদাম তেল
ঘ) রেড়ির তেল
উত্তরঃ ক) নারিকেলের তেল
৩) স্ত্রীর অতিরিক্তরকম শান্ত সুরে সহায়হরির মনে কীসের সবচার হয়েছিল?
ক) আনন্দ
খ) দুঃখ
গ) ক্রোধ
ঘ) ভয়
উত্তরঃ খ) ভয়
৪) সহায়হরি কীভাবে সময় কাটায়?
ক) বই পড়ে
খ) পূজা-পাঠ করে
গ) মাছ ধরে আর রস খেয়ে
ঘ) উপার্জনের চেষ্টায় ঘুরে ঘুরে
উত্তরঃ গ) মাছ ধরে আর রস খেয়ে
৫) সহায়হরিকে একঘরে করার কথা কোথায় আলোচনা করা হয়েছে?
ক) চৌধুরীদের চন্ডীমন্ডপে
খ) পঞ্চায়েত সভায়
গ) হাটের মাঝখানে
ঘ) পুকুরপাড়ের আড্ডায়
উত্তরঃ ক) চৌধুরীদের চন্ডীমন্ডপে
৬) ক্ষেন্তির বয়স হল –
ক) ১২ বছর
খ) ১৩ বছর
গ) ১৪ বছর
ঘ) ১৫ বছর
উত্তরঃ ১৫ বছর
৭) ক্ষেন্তির হাতে কী ছিল?
ক) দুটি পাকা তাল
খ) একটা মেটে আলু
গ) কিছু পুঁইশাকের ডাঁটা
ঘ) একঝুড়ি কুল
উত্তরঃ গ) কিছু পুঁইশাকের ডাঁটা
৮) ‘পিনটার বয়স খুঁজিতে যাইলে কোন্ যুগে গিয়ে পড়তে হয়?
ক) প্রাচীন যুগে
খ) প্রাগৈতিহাসিক যুগে
গ) বর্তমান যুগে
ঘ) মধ্যযুগে
উত্তরঃ খ) প্রাগোইতিহাসিক যুগে
৯) পুঁইপাতা জড়ানো দ্রব্যটি ছিল –
ক) চিংড়ি মাছ
খ) পাকা তেঁতুল
গ) কুলের আচার
ঘ) মেটে আলু
উত্তরঃ ক) চিংড়ি মাছ
১০) গয়া খুড়ির কাছে সহায়হরির কত ধার ছিল?
ক) দু-টাকা
খ) এক টাকা
গ) দু-পয়সা
ঘ) পঞ্চাশ পয়সা
উত্তরঃ দু-পয়সা
১১) কলের পুতুলের সঙ্গে কার তুলনা করা হয়েছে?
ক) ক্ষেন্তির
খ) পুঁটির
গ) রাধীর
ঘ) সহায়হরির
উত্তরঃ গ) রাধীর
১২) রাঁধতে বসে অন্নপূর্ণার কার কথা মনে পড়েছিল?
ক) সহায়হরির
খ) ক্ষেন্তির
গ) পুঁটির
ঘ) রাধীর
উত্তরঃ খ) ক্ষেন্তির
১৩) কোন্ শাকের ওপর ক্ষেন্তির লোভ ছিল?
ক) পুঁইশাক
খ) নোটেশাক
গ) কলমিশাক
ঘ) পালংশাক
উত্তরঃ ক) পুঁইশাক
১৪) অন্নপূর্ণা চালের বাতায় গোঁজা ডালা থেকে কী পেড়েছিলেন?
ক) কয়েকটি টাকা
খ) কয়েক মুঠো চাল
গ) কয়েক মুঠো খড়
ঘ) শুকনো লঙ্কা
উত্তরঃ ঘ) শুকনো লঙ্কা
১৫) বিকেলবেলা সহায়হরির কোথায় ডাক পড়েছিল?
ক) পুকুরঘাটে
খ) পঞ্চায়েত সভায়
গ) দুর্গা মায়ের চন্ডীমন্ডপে
ঘ) কালীময়ের চন্ডীমন্ডপে
উত্তরঃ ঘ) কালীময়ের চন্ডীমন্ডপে
১৬) ক্ষেন্তিকে ‘উচ্ছুগ্গু করা মেয়ে’ বলা হয়েছে কেন?
ক) ক্ষেন্তির একবার বিয়ে হয়ে গিয়েছিল
খ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
গ) ক্ষেন্তির বিয়ের বয়স পার হয়ে গিয়েছিল
ঘ) শ্বশুরবাড়ির লোক ক্ষেন্তিকে বাপের বাড়ি দিয়ে গিয়েছিল
উত্তরঃ খ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল
১৭) কালীময় কার কাছে টাকা ধার করেছিলেন?
ক) সহায়হরির কাছে
খ) অন্নপূর্ণার কাছে
গ) বিষ্ণু সরকারের কাছে
ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে
উত্তরঃ ঘ) শ্রীমন্ত মজুমদারের কাছে
১৮) কোন্ গাছের ফাঁক দিয়ে কচি রৌদ্র আসছিল?
ক) বাঁশগাছ
খ) বাতাবিলেবুর গাছ
গ) আমগাছ
ঘ) কাঠালগাছ
উত্তরঃ বাতাবিলেবু গাছ
১৯) দুর্গা এসে কীসের ঘট বের করে দিতে বলেছিল?
ক) ইতুর ঘট
খ) মঙ্গলচন্ডীর ঘট
গ) সত্যনারায়ণের ঘট
ঘ) মা কালীর ঘট
উত্তরঃ ক) ইতুর ঘট
২০) আমড়া গাছে কোন পাখি বসেছিল?
ক) কাঠঠোকরা
খ) কোকিল
গ) লেজ-ঝোলা হলদে পাখি
ঘ) টিয়া পাখি
উত্তরঃ গ) লেজ-ঝোলা হলদে পাখি
২১) সহায়হরি ঘাড়ে করে কী নিয়ে এসেছিলেন?
ক) মস্ত একটা থোর
খ) একটা যজ্ঞডুমুরের ডাল
গ) একটা মেটে আলু
ঘ) এক ঝুড়ি মাছ
উত্তরঃ গ) একটা মেটে আলু
২২) সহায়হরি অন্নপূর্ণাকে কোন্ চৌকিদারের কথা বলেছিলেন?
ক) গগন চৌকিদার
খ) হরিশ চৌকিদার
গ) ময়শা চৌকিদার
ঘ) ময়রা চৌকিদার
উত্তরঃ গ) ময়শা চৌকিদার
২৩) সহায়হরি কোন বনে গিয়েছিলেন?
ক) নিশ্চিন্দিপুরের বনে
খ) নীলকুঠির বনে
গ) বরোজপোতার বনে
ঘ) চৌধুরীদের বনে
উত্তরঃ গ) বরোজপোতার বনে
২৪) অন্নপূর্ণা ক্ষেন্তির পিঠে কী ভাঙবেন বলেছেন?
ক) নারকেল
খ) তাল
গ) চেলা কাঠ
ঘ) লাঠি
উত্তরঃ চেলা কাঠ
২৫) বরোজপোতার জঙ্গলে দিনদুপুরে কী লুকিয়ে থাকে?
ক) শেয়াল
খ) হায়না
গ) বাঘ
ঘ) ভাল্লুক
উত্তরঃ গ) বাঘ
২৬) সহায়হরির দুই ছোট মেয়ে গায়ে কী বেঁধে দাঁড়িয়েছিল?
ক) চাদর
খ) দোলাই
গ) কাঁথা
ঘ) পঞ্চু
উত্তরঃ খ) দোলাই
২৭) সহায়হরি কত টাকা দিয়ে ক্ষেন্তির কালো সার্জের জামাটা কিনেছিলেন?
ক) দু-টাকা
খ) আড়াই টাকা
গ) তিন টাকা
ঘ) পাঁচ টাকা
উত্তরঃ খ) আড়াই টাকা
২৮) হরিপুরে কীসের মেলা বসত?
ক) ঝুলনের মেলা
খ) গাজনের মেলা
গ) রাসের মেলা
ঘ) গ্রাম্য মেলা
উত্তরঃ গ) রাসের মেলা
২৯) সহায়হরির মেজ মেয়ের নাম কী ছিল?
ক) ক্ষেন্তি
খ) রাধী
গ) পুঁটি
ঘ) অন্নপূর্ণা
উত্তরঃ গ) পুঁটি
৩০) কে ক্ষীর তৈরি করেছিল?
ক) জ্যাঠাইমা
খ) রাঙাদিদি
গ) অন্নপূর্ণা
ঘ) ক্ষেন্তি
উত্তরঃ খ) রাঙাদিদি
৩১) ক্ষেন্তি ক-টা পিঠে খেয়েছিল?
ক) ছয়-সাতটা
খ) চার-পাঁচটা
গ) আঠারো-উনিশটা
ঘ) বিশ-বাইশটা
উত্তরঃ গ) আঠারো-উনিশটা
৩২) ক্ষেন্তির বিয়ে হয়েছিল –
ক) দোজবরের সঙ্গে
খ) দরিদ্র ঘরে
গ) বড়োলোকের ঘরে
ঘ) জমিদার ঘরে
উত্তরঃ ক) দোজবরের সঙ্গে
৩৩) অন্নপূর্ণা জামাইয়ের সামনে বের হতে সংকোচ বোধ করেছেন কেন?
ক) জামাই দেখতে কুৎসিত ছিল
খ) জামাইরা খুব বড়োলোক
গ) জামাইয়ের বয়স ছিল বেশি
ঘ) জামাই শাশুড়িকে পছন্দ করত না
উত্তরঃ গ) জামাইয়ের বয়স ছিল বেশি
৩৪) বেহারারা কোথায় বরের পালকি নামিয়েছিল?
ক) আমলকীতলায়
খ) আমতলায়
গ) বটতলায়
ঘ) বাবলাতলায়
উত্তরঃ ক) আমলকীতলায়
৩৫) বিয়ের সময় ক্ষেন্তি কোন্ রঙের চেলি পরেছিল?
ক) লাল রঙের
খ) বাসন্তি রঙের
গ) বালুচরের রঙের
ঘ) টিয়া রঙের
উত্তরঃ গ) বালুচরের রঙের
৩৬) ‘আগে নাতি হোক-তবে তো’ কথাটি কে বলেছিল?
ক) সহায়হরি
খ) পাড়ার জনৈক জ্যাঠাইমা
গ) ওপাড়ার ঠানদিদি
ঘ) অন্নপূর্ণা
উত্তরঃ গ) ওপাড়ার ঠানদিদি
৩৭) ‘অনাচারী লোভি মেয়ে’ বলে কাকে বিশেষিত করা হয়েছে?
ক) পুঁটিকে
খ) রাধীকে
গ) দুর্গাকে
ঘ) ক্ষেন্তিকে
উত্তরঃ ঘ) ক্ষেন্তিকে
৩৮) ক্ষেন্তিকে কোন রোগ আক্রান্ত করেছিল?
ক) কলেরা
খ) হাম
গ) বসন্ত
ঘ) ইনফ্লুয়েঞ্জা
উত্তরঃ গ) বসন্ত
৩৯) ক্ষেন্তির শশুরের কাছে সহায়হরির কত টাকা পণ বাকি ছিল?
ক) হাজার টাকা
খ) পাঁচশত টাকা
গ) আড়াইশো টাকা
ঘ) একশো টাকা
উত্তরঃ গ) আড়াইশো টাকা
৪০) পুজোর তত্ত্ব কম করে কত টাকার হবে?
ক) ১০০ টাকার
খ) ২০০ টাকার
গ) ৩০ টাকার
ঘ) ৫০ টাকার
উত্তরঃ গ) ৩০ টাকার
৪১) সহায়হরি তার পূর্বপুরুষ হিসেবে কার নামে গর্ব অনুভব করেছেন?
ক) পরমব্রত চ্যাটার্জি
খ) পরমেশ্বর চ্যাটার্জি
গ) পরাশর চ্যাটার্জি
ঘ) পরমভৃত্য চ্যাটার্জি
উত্তরঃ খ) পরমেশ্বর চ্যাটার্জি
৪২) ক্ষেন্তিকে রোগগ্রস্ত অবস্থায় তার শ্বশুরবাড়ির লোক কোথায় রেখে এসেছিল?
ক) গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে
খ) শহরের হাসপাতালে
গ) সহায়হরির বাড়িতে
ঘ) সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে
উত্তরঃ ঘ) সহায়হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে
৪৩) অন্নপূর্ণা কোন পিঠে তৈরির জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিল?
ক) আসকে পিঠে
খ) পুলি পিঠে
গ) সরুচাকলি
ঘ) ভাজা পিঠে
উত্তরঃ গ) সরুচাকলি
৪৪) মিঠে আঁচে পিঠে ফুলে ওঠে –
ক) লুচির মতো
খ) টোপরের মতো
গ) ফুচকার মতো
ঘ) বলের মতো
উত্তরঃ খ) টোপরের মতো
৪৫) প্রথম পিঠেখানা কাকে উৎসর্গ করা হয়েছিল?
ক) ষাঁড়া-ষষ্ঠীকে
খ) গণেশকে
গ) বিষ্ণুকে
ঘ) শিবকে
উত্তরঃ ক) ষাঁড়া-ষষ্ঠীকে
৪৬) খিড়কি-দোর খুলতেই কোন জন্তু ঝোপের মধ্যে পালাল?
ক) খট্টাশ জাতীয় প্রাণী
খ) একটা শেয়াল
গ) একটা গন্ধগোকুল
ঘ) একটা হায়না
উত্তরঃ খ) একটা শেয়াল
৪৭) ‘মেয়েটির লোভের স্মৃতি’ এখানে ‘লোভ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বেঁচে থাকার তীব্র ইচ্ছা অর্থে
খ) মৃত্যু অর্থে
গ) পেটুক অর্থে
ঘ) ভোজন রসিক অর্থে
উত্তরঃ ক) বেঁচে থাকার তীব্র ইচ্ছা অর্থে
৪৮) বিয়ের _______ বছরের মধ্যে বসন্ত রোগে মারা গিয়েছিল ক্ষেন্তি।
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তরঃ ক) এক
৪৯) ‘পুঁইমাচা’ গল্পে পাত্রদের নামের কোনো উল্লেখ নেই কেনো?
ক) এই পাত্রেরা ছিল উন্নত
খ) এই পাত্রেরা ছিল চাকুরিজীবী
গ) এরা পুরুষ সমাজের প্রতীক
ঘ) কোনোটিই নয়
উত্তরঃ এরা পুরুষ সমাজের প্রতীক
৫০) ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খেয়েছে’ এটি একটি –
ক) বাস্তব ঘটনা
খ) বাগ্ধারা
গ) প্রবাদ
ঘ) কথার কথা
উত্তরঃ গ) প্রবাদ
…….. এমনই আরো পুঁইমাচা গল্পের MCQ প্রশ্নের উত্তর দেখতে Click Here
LINK TO VIEW PDF (ONLY FOR SUBSCRIBERS)
নিম্নের PDF প্রশ্নের উত্তরগুলি শুধুমাত্র আমাদের Subscribers -দের জন্য। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা বিষয়ের সাবস্ক্রিপশন নিতে যোগাযোগ করুন আমাদের সাথেঃ What’s App: 7001880232
১) পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ১
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
২) পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ২
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৩) পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৩
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৪) পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৪
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৫) পুঁইমাচা MCQ প্রশ্ন-উত্তর সেট ৫
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৬) পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৬
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে
৭) পুঁইমাচা গল্পের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ প্রশ্ন-উত্তর সেট ৭
উত্তর দেখতে এই লিঙ্কে ক্লিক/টাচ করতে হবে